Ajker Patrika

দ্রুততম পেনাল্টির বিশ্ব রেকর্ড! 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১: ৫৬
দ্রুততম পেনাল্টির বিশ্ব রেকর্ড! 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে মাদাগাস্কারের মুখোমুখি হয়েছিল তানজানিয়া। ঘরের মাঠে ম্যাচটা ৩-২ গোলে জিতেছে তানজানিয়া।

তবে ম্যাচে সব ছাপিয়ে গেছে নতুন এক রেকর্ড। ম্যাচের মাত্র পাঁচ সেকেন্ডেই তানজানিয়া পায় পেনাল্টি, যা ফুটবল ইতিহাসে দ্রুততম পেনাল্টির রেকর্ড! 
বেঞ্জামিন এমকাপা স্টেডিয়ামে কাল খেলা দেখতে আসা সমর্থকরা তখনও আসন গেড়ে বসতে পারেননি। ম্যাচের বয়স সবে ৫ সেকেন্ড। সে সময় খেলার এক রোমাঞ্চকর মুহূর্ত বিশ্ব ফুটবলের সামনে আসে। দর্শকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পেয়ে যান গোলের স্বাদ।

কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পান ডি বক্সে। এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন মাদাগাস্কারের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। মুহূর্তটি ঠাঁই করে নেয় ইতিহাসের পাতায়।

দ্রুততম পেনাল্টির অফিশিয়াল রেকর্ড অবশ্য কোথাও নেই। তবে ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে, এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে মন্টিনিগ্রোর ১০ সেকেন্ডে পাওয়া পেনাল্টি ছিল দ্রুততম। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল। আর কাল সেই রেকর্ডকে টপকে গেল তানজানিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত