বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে মাদাগাস্কারের মুখোমুখি হয়েছিল তানজানিয়া। ঘরের মাঠে ম্যাচটা ৩-২ গোলে জিতেছে তানজানিয়া।
তবে ম্যাচে সব ছাপিয়ে গেছে নতুন এক রেকর্ড। ম্যাচের মাত্র পাঁচ সেকেন্ডেই তানজানিয়া পায় পেনাল্টি, যা ফুটবল ইতিহাসে দ্রুততম পেনাল্টির রেকর্ড!
বেঞ্জামিন এমকাপা স্টেডিয়ামে কাল খেলা দেখতে আসা সমর্থকরা তখনও আসন গেড়ে বসতে পারেননি। ম্যাচের বয়স সবে ৫ সেকেন্ড। সে সময় খেলার এক রোমাঞ্চকর মুহূর্ত বিশ্ব ফুটবলের সামনে আসে। দর্শকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পেয়ে যান গোলের স্বাদ।
কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পান ডি বক্সে। এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন মাদাগাস্কারের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। মুহূর্তটি ঠাঁই করে নেয় ইতিহাসের পাতায়।
দ্রুততম পেনাল্টির অফিশিয়াল রেকর্ড অবশ্য কোথাও নেই। তবে ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে, এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে মন্টিনিগ্রোর ১০ সেকেন্ডে পাওয়া পেনাল্টি ছিল দ্রুততম। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল। আর কাল সেই রেকর্ডকে টপকে গেল তানজানিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রাতে মাদাগাস্কারের মুখোমুখি হয়েছিল তানজানিয়া। ঘরের মাঠে ম্যাচটা ৩-২ গোলে জিতেছে তানজানিয়া।
তবে ম্যাচে সব ছাপিয়ে গেছে নতুন এক রেকর্ড। ম্যাচের মাত্র পাঁচ সেকেন্ডেই তানজানিয়া পায় পেনাল্টি, যা ফুটবল ইতিহাসে দ্রুততম পেনাল্টির রেকর্ড!
বেঞ্জামিন এমকাপা স্টেডিয়ামে কাল খেলা দেখতে আসা সমর্থকরা তখনও আসন গেড়ে বসতে পারেননি। ম্যাচের বয়স সবে ৫ সেকেন্ড। সে সময় খেলার এক রোমাঞ্চকর মুহূর্ত বিশ্ব ফুটবলের সামনে আসে। দর্শকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পেয়ে যান গোলের স্বাদ।
কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল সিমন এমভুসা পান ডি বক্সে। এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন মাদাগাস্কারের গোলরক্ষক। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। মুহূর্তটি ঠাঁই করে নেয় ইতিহাসের পাতায়।
দ্রুততম পেনাল্টির অফিশিয়াল রেকর্ড অবশ্য কোথাও নেই। তবে ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট জানাচ্ছে, এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে মন্টিনিগ্রোর ১০ সেকেন্ডে পাওয়া পেনাল্টি ছিল দ্রুততম। সেটি থেকেই হয়েছিল ওই ম্যাচের একমাত্র গোল। আর কাল সেই রেকর্ডকে টপকে গেল তানজানিয়া।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৪ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৫ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৫ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৬ ঘণ্টা আগে