বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দল ঘোষণা করছে বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দল। তারই ধারাবাহিকতায় গতকাল দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। করিম বেনজামা-রাফায়েল ভারানকে রেখে ২৫ সদস্যের নাম ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন রাশিয়া বিশ্বকাপজয়ী দুই মিডফিল্ডার পল পগবা ও এনগালো কান্তে।
পগবা-কান্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বেনজামা ও ভারানের ওপর ভরসা রাখছেন দেশম। এ দুই তারকাও বর্তমানে চোটের সঙ্গে লড়ছেন। তবে ফরাসি কোচ মনে করছেন, বিশ্বকাপের আগেই দুজন সুস্থ হয়ে যাবেন। তাঁদের বিষয়ে তিনি বলেছেন, ‘ভারানের চোট গুরুতর নয়। কারণ সে পেশিতে ব্যথা পেয়েছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবে। আর বেনজামারও কিছু ছোটখাটো চোট আছে। সে জানে বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তাই সে সুস্থ হওয়ার জন্য সবকিছু করবে।’
২০১৪ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিলেন বেনজামা। এরপর সতীর্থকে ব্ল্যাকমেলের দায়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। গত বছর উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন দলে ছিলেন। তাঁর সঙ্গে দলে ফিরেছেন অলিভিয়ের জিরুও। ২০২১ সালের ইউরোতে শেষবার ফ্রান্সের জার্সিতে খেলেছেন এই এসি মিলান তারকা।
কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলে তো তালিকায় আছেনই, তাঁদের সঙ্গে ফ্রান্সের সম্ভাব্য সব তারকাই জায়গা পেয়েছেন দেশমের বিশ্বকাপ দলে। রাশিয়া বিশ্বকাপের ১১ জন ফুটবলার আছেন এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে দেশম বলেছেন, ‘সম্পূর্ণ সৎ থেকে, দল নির্বাচনের কাজ সহজ ছিল না। বাকি কোচদের ক্ষেত্রেও তাই। চোট থেকে যারা সেরে উঠেছে, গত রাতে যারা চোট পেয়েছে আর আজ রাতে যারা চোট পেতে পারে, সব মিলিয়ে স্কোয়াড নির্বাচন করা সহজ ছিল না।’
আর ৯ দিন পরেই শুরু হবে কাতার বিশ্বকাপ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের অভিযান শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল হচ্ছে ডেনমার্ক ও তিউনিসিয়া।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের দল:
গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারান, ইব্রাহিমা কোনাতে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়াঁ রাবিও, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলি কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দল ঘোষণা করছে বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দল। তারই ধারাবাহিকতায় গতকাল দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। করিম বেনজামা-রাফায়েল ভারানকে রেখে ২৫ সদস্যের নাম ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন রাশিয়া বিশ্বকাপজয়ী দুই মিডফিল্ডার পল পগবা ও এনগালো কান্তে।
পগবা-কান্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বেনজামা ও ভারানের ওপর ভরসা রাখছেন দেশম। এ দুই তারকাও বর্তমানে চোটের সঙ্গে লড়ছেন। তবে ফরাসি কোচ মনে করছেন, বিশ্বকাপের আগেই দুজন সুস্থ হয়ে যাবেন। তাঁদের বিষয়ে তিনি বলেছেন, ‘ভারানের চোট গুরুতর নয়। কারণ সে পেশিতে ব্যথা পেয়েছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবে। আর বেনজামারও কিছু ছোটখাটো চোট আছে। সে জানে বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তাই সে সুস্থ হওয়ার জন্য সবকিছু করবে।’
২০১৪ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিলেন বেনজামা। এরপর সতীর্থকে ব্ল্যাকমেলের দায়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। গত বছর উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন দলে ছিলেন। তাঁর সঙ্গে দলে ফিরেছেন অলিভিয়ের জিরুও। ২০২১ সালের ইউরোতে শেষবার ফ্রান্সের জার্সিতে খেলেছেন এই এসি মিলান তারকা।
কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলে তো তালিকায় আছেনই, তাঁদের সঙ্গে ফ্রান্সের সম্ভাব্য সব তারকাই জায়গা পেয়েছেন দেশমের বিশ্বকাপ দলে। রাশিয়া বিশ্বকাপের ১১ জন ফুটবলার আছেন এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে দেশম বলেছেন, ‘সম্পূর্ণ সৎ থেকে, দল নির্বাচনের কাজ সহজ ছিল না। বাকি কোচদের ক্ষেত্রেও তাই। চোট থেকে যারা সেরে উঠেছে, গত রাতে যারা চোট পেয়েছে আর আজ রাতে যারা চোট পেতে পারে, সব মিলিয়ে স্কোয়াড নির্বাচন করা সহজ ছিল না।’
আর ৯ দিন পরেই শুরু হবে কাতার বিশ্বকাপ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের অভিযান শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল হচ্ছে ডেনমার্ক ও তিউনিসিয়া।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের দল:
গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারান, ইব্রাহিমা কোনাতে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়াঁ রাবিও, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলি কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।
এবি ডি ভিলিয়ার্স কি তবে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন? সেটা কি হবে তাঁর দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলির সঙ্গে আইপিএলের মাধ্যমে? আসলে তা নয়। চার বছর আগে যে ডি ভিলিয়ার্স ক্রিকেট ছেড়েছেন, তিনি আর ক্রিকেটে ফিরছেন না।
২ ঘণ্টা আগে২০২৩ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক রকম ব্রাত্য হয়ে পড়েছিলেন চেতেশ্বর পূজারা। সামাজিক মাধ্যমে গতকাল আবেগঘন এক বার্তায় ভারতীয় ক্রিকেট দলকে বিদায় জানিয়েছেন পূজারা। তাঁর এমন আকস্মিক অবসর ঘোষণায় কংগ্রেস সাংসদ শশী থারুর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধুয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপটা ভারতের জন্য ‘বিশেষ’ বলতেই হচ্ছে। এবার তারা নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। তার চেয়েও বড় কথা রোহিত শর্মা-বিরাট কোহলির মতো তারকাদের অবসরের পর টি-টোয়েন্টি সংস্করণে মেজর কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ভারত। কিন্তু এশিয়া কাপে নামার আগেই ঝামেলায় পড়তে যাচ্ছে ভারতীয়...
৫ ঘণ্টা আগে১৯ বছরের ব্যবধান তো আর কম কিছু নয়। নোভাক জোকোভিচ গতকাল লার্নার তিয়েনের সঙ্গে খেলেছেন, তখন এই বয়সের পার্থক্যটাই অনেকের চোখে পড়েছে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জোকোভিচ ম্যাচটি জিতেছেন হেসেখেলে। ম্যাচ জয়ের পরও ৩৮ বছর বয়সী টেনিস তারকার একটা ‘আফসোস’ রয়েই গেছে।
৬ ঘণ্টা আগে