এখন পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে না পারলেও টুর্নামেন্টের রেকর্ডগুলো নিজের করে নিচ্ছেন লিওনেল মেসি। গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেই যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। সাবেক ফুটবলার লোথার ম্যাথিউসের সঙ্গে এখন বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলা ফুটবলার তিনি। ফাইনালে সুযোগ থাকছে জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার।
ম্যাথিউসকে ছাড়িয়ে যেতে ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে লাগলেও রাফায়েল মার্কেজকে গতকালই ছাড়িয়ে গেছেন মেসি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন পিএসজি তারকা। ১৮ ম্যাচ খেলা মেক্সিকোর সাবেক অধিনায়ক এখন তালিকার দুইয়ে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেয়ে জার্মানির আরেক কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন মেসি। ১৭ জয় নিয়ে এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার দুজনে। বিশ্বকাপের সর্বোচ্চ ১৬ গোল স্কোরারকে অবশ্য ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এর জন্য ফাইনালে প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে হবে মেসিকে। ফাইনাল জিততে পারলে এক ঢিলে দুই কাজ হবে। অধরা স্বপ্ন পূরণের সঙ্গে ক্লোসাকেও ছাড়িয়ে যাবেন।
শুধু বিদেশি কিংবদন্তিদের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি এমনটা নয়। দেশের কিংবদন্তিদের রেকর্ডেও ভাগ বসিয়েছেন এবং ভেঙেছেন এলএমটেন। নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলের তালিকায় গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসেছিলেন তিনি। আর গতকাল পেনাল্টি থেকে গোল করে ‘বাতিগোল’ নামে পরিচিত কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন আলবিসেলেস্তার অধিনায়ক। ১১ গোল নিয়ে এখন শীর্ষে তিনি। আর ১০ গোল নিয়ে দুইয়ে পূর্বসূরি। আর ফাইনালে ১ গোল পেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ১২ গোল ছুঁতে পারবেন মেসি।
অন্যদিকে অ্যাসিস্ট দিয়ে প্রয়াত ডিয়াগো ম্যারাডোনা ও পেলের পাশে বসেছেন মেসি। দুই কিংবদন্তির সঙ্গে এখন ৮ অ্যাসিস্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে তিনি।
এবারের বিশ্বকাপে সোনার বুটের লড়াইটাও বেশ জমেছে। গতকাল বিশ্বকাপে পঞ্চম গোল করছেন মেসি। ৫ গোল নিয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে এখন যৌথভাবে শীর্ষে তিনি। আজ অবশ্য আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন ফরাসি তারকা।
রেকর্ডের সঙ্গে বিশ্বকাপ জয়ের আবারও সুযোগ পাচ্ছেন মেসি। ২০১৪ বিশ্বকাপে স্বপ্নপূরণের সুযোগ পেলেও জার্মানির মারিও গোটশের শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হয় খুদে জাদুকরের। এবার অবশ্য সেটা হতে দিতে চান না তিনি। গতকাল ম্যাচ শেষে বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেনও এই কিংবদন্তি। তাঁর কথা সঠিক হলে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
এখন পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে না পারলেও টুর্নামেন্টের রেকর্ডগুলো নিজের করে নিচ্ছেন লিওনেল মেসি। গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেই যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। সাবেক ফুটবলার লোথার ম্যাথিউসের সঙ্গে এখন বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলা ফুটবলার তিনি। ফাইনালে সুযোগ থাকছে জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার।
ম্যাথিউসকে ছাড়িয়ে যেতে ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে লাগলেও রাফায়েল মার্কেজকে গতকালই ছাড়িয়ে গেছেন মেসি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন পিএসজি তারকা। ১৮ ম্যাচ খেলা মেক্সিকোর সাবেক অধিনায়ক এখন তালিকার দুইয়ে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেয়ে জার্মানির আরেক কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন মেসি। ১৭ জয় নিয়ে এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার দুজনে। বিশ্বকাপের সর্বোচ্চ ১৬ গোল স্কোরারকে অবশ্য ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এর জন্য ফাইনালে প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে হবে মেসিকে। ফাইনাল জিততে পারলে এক ঢিলে দুই কাজ হবে। অধরা স্বপ্ন পূরণের সঙ্গে ক্লোসাকেও ছাড়িয়ে যাবেন।
শুধু বিদেশি কিংবদন্তিদের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি এমনটা নয়। দেশের কিংবদন্তিদের রেকর্ডেও ভাগ বসিয়েছেন এবং ভেঙেছেন এলএমটেন। নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলের তালিকায় গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসেছিলেন তিনি। আর গতকাল পেনাল্টি থেকে গোল করে ‘বাতিগোল’ নামে পরিচিত কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন আলবিসেলেস্তার অধিনায়ক। ১১ গোল নিয়ে এখন শীর্ষে তিনি। আর ১০ গোল নিয়ে দুইয়ে পূর্বসূরি। আর ফাইনালে ১ গোল পেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ১২ গোল ছুঁতে পারবেন মেসি।
অন্যদিকে অ্যাসিস্ট দিয়ে প্রয়াত ডিয়াগো ম্যারাডোনা ও পেলের পাশে বসেছেন মেসি। দুই কিংবদন্তির সঙ্গে এখন ৮ অ্যাসিস্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে তিনি।
এবারের বিশ্বকাপে সোনার বুটের লড়াইটাও বেশ জমেছে। গতকাল বিশ্বকাপে পঞ্চম গোল করছেন মেসি। ৫ গোল নিয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে এখন যৌথভাবে শীর্ষে তিনি। আজ অবশ্য আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন ফরাসি তারকা।
রেকর্ডের সঙ্গে বিশ্বকাপ জয়ের আবারও সুযোগ পাচ্ছেন মেসি। ২০১৪ বিশ্বকাপে স্বপ্নপূরণের সুযোগ পেলেও জার্মানির মারিও গোটশের শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হয় খুদে জাদুকরের। এবার অবশ্য সেটা হতে দিতে চান না তিনি। গতকাল ম্যাচ শেষে বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেনও এই কিংবদন্তি। তাঁর কথা সঠিক হলে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে