ইউরোপা লিগের ফাইনাল শেষ হয়েছে দুই দিন আগে। সপ্তমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সেভিয়াও হয়তো উদ্যাপন শেষ করেছে। কিন্তু রেফারি অ্যান্থনি টেইলরের খারাপ সময় আর শেষ হচ্ছে না।
ফাইনাল শেষে পুসকাস অ্যারেনার গাড়ি পার্কিংয়ে তো করেছেনই, এরপর সংবাদ সম্মেলনেও টেইলরের সমালোচনা করতে ছাড়েননি জোসে মরিনহো। রোমার কোচের রেশ শেষ হতে না হতেই খেপেছেন ক্লাবের সমর্থকেরা। বুদাপেস্ট বিমানবন্দরে রেফারি ও তাঁর পরিবারকে হয়রানি করেছেন রোমার সমর্থকেরা।
বিমানবন্দরে দেখা যায়, টেইলরকে নিয়ে ঘৃণ্য মন্তব্যের সঙ্গে চেয়ার, বোতলসহ বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারেন রোমার সমর্থকেরা। এতে ইংলিশ রেফারি অবশ্য আহত হননি। ছুড়ে মারা জিনিসপত্রগুলো তাঁর শরীরে লাগেনি। তাঁকে স্পর্শ করার আগেই পুলিশ আটকে দিয়েছে। নিরাপত্তাকর্মীরা রোমার সমর্থকদের সামলাতে ব্যর্থ হলে পরে পুলিশ ইংলিশ রেফারিসহ তাঁর পরিবারকে একটা কক্ষে নিয়ে যেতে বাধ্য হন।
টেইলরের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনাকে ‘অযৌক্তিক এবং ঘৃণ্য’ বলে উল্লেখ করছে রেফারিদের সংগঠন দ্য প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেড (পিজিমোল)। ইংলিশ রেফারির পাশে থাকার কথাও জানিয়েছে তারা। পিজিমোল বিবৃতিতে বলেছে, ‘সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোয় দেখা যায় অ্যান্থনি টেইলর ও তাঁর পরিবারকে বুদাপেস্ট বিমানবন্দরে হয়রানি করা হয়েছে। উয়েফা ইউরোপা লিগের ফাইনাল শেষে বাড়ি ফেরার সময় অ্যান্টনি ও তার পরিবারের প্রতি করা অযৌক্তিক ও ঘৃণ্য দুর্ব্যবহারে আমরা হতবাক। অ্যান্টনি ও তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
ফাইনালে গনসালো মন্তিয়েল শেষ পেনাল্টি শট পোস্টের বাইরে মারলে তা পুনরায় দেওয়ায় মরিনহো চটেছেন। এ ছাড়া ম্যাচ চলাকালীন সেভিয়ার বিপক্ষে রোমাকে দুটি পেনাল্টি দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। সঙ্গে ইউরোপা লিগের ম্যাচে রেকর্ড ১৩টি হলুদ কার্ড অপব্যবহারের অভিযোগও রয়েছে রেফারি টেইলরের বিরুদ্ধে। এর আগে টুর্নামেন্টে এত কার্ড দেখেননি কোনো ম্যাচের খেলোয়াড়েরা।
ইউরোপা লিগের ফাইনাল শেষ হয়েছে দুই দিন আগে। সপ্তমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সেভিয়াও হয়তো উদ্যাপন শেষ করেছে। কিন্তু রেফারি অ্যান্থনি টেইলরের খারাপ সময় আর শেষ হচ্ছে না।
ফাইনাল শেষে পুসকাস অ্যারেনার গাড়ি পার্কিংয়ে তো করেছেনই, এরপর সংবাদ সম্মেলনেও টেইলরের সমালোচনা করতে ছাড়েননি জোসে মরিনহো। রোমার কোচের রেশ শেষ হতে না হতেই খেপেছেন ক্লাবের সমর্থকেরা। বুদাপেস্ট বিমানবন্দরে রেফারি ও তাঁর পরিবারকে হয়রানি করেছেন রোমার সমর্থকেরা।
বিমানবন্দরে দেখা যায়, টেইলরকে নিয়ে ঘৃণ্য মন্তব্যের সঙ্গে চেয়ার, বোতলসহ বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারেন রোমার সমর্থকেরা। এতে ইংলিশ রেফারি অবশ্য আহত হননি। ছুড়ে মারা জিনিসপত্রগুলো তাঁর শরীরে লাগেনি। তাঁকে স্পর্শ করার আগেই পুলিশ আটকে দিয়েছে। নিরাপত্তাকর্মীরা রোমার সমর্থকদের সামলাতে ব্যর্থ হলে পরে পুলিশ ইংলিশ রেফারিসহ তাঁর পরিবারকে একটা কক্ষে নিয়ে যেতে বাধ্য হন।
টেইলরের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনাকে ‘অযৌক্তিক এবং ঘৃণ্য’ বলে উল্লেখ করছে রেফারিদের সংগঠন দ্য প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেড (পিজিমোল)। ইংলিশ রেফারির পাশে থাকার কথাও জানিয়েছে তারা। পিজিমোল বিবৃতিতে বলেছে, ‘সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোয় দেখা যায় অ্যান্থনি টেইলর ও তাঁর পরিবারকে বুদাপেস্ট বিমানবন্দরে হয়রানি করা হয়েছে। উয়েফা ইউরোপা লিগের ফাইনাল শেষে বাড়ি ফেরার সময় অ্যান্টনি ও তার পরিবারের প্রতি করা অযৌক্তিক ও ঘৃণ্য দুর্ব্যবহারে আমরা হতবাক। অ্যান্টনি ও তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
ফাইনালে গনসালো মন্তিয়েল শেষ পেনাল্টি শট পোস্টের বাইরে মারলে তা পুনরায় দেওয়ায় মরিনহো চটেছেন। এ ছাড়া ম্যাচ চলাকালীন সেভিয়ার বিপক্ষে রোমাকে দুটি পেনাল্টি দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। সঙ্গে ইউরোপা লিগের ম্যাচে রেকর্ড ১৩টি হলুদ কার্ড অপব্যবহারের অভিযোগও রয়েছে রেফারি টেইলরের বিরুদ্ধে। এর আগে টুর্নামেন্টে এত কার্ড দেখেননি কোনো ম্যাচের খেলোয়াড়েরা।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে