ঢাকা: বুদাপেস্টের পুসকাস অ্যারেনা যেন ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নিতেই অপেক্ষা করছিল কাল! ম্যাচে বল কিক অফের আগেই তাই ক্যামেরার লেন্স খুঁজে নিল রোনালদোকে। দর্শকরাও সেই ফাঁকে সিআরসেভেনকে অভিবাদন জানাতে ভুললেন না। রোনালদোও অবশ্য শেষ দিকে জোড়া গোল করে হাঙ্গেরিকে ছিটকে দিয়ে দর্শকেদের ঠিকই উল্লাসে মাতার সুযোগ করে দিয়েছেন। আর রোনালদোর এই জোড়া গোলে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণভাগ-প্রতি আক্রমণে দুই দলের খেলাতেই ছিল গতিময় ফুটবলের ছাপ। তবে গোলের সুযোগ আগে তৈরি করে পর্তুগাল। ৪ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে দিয়েগো জোতা গোলমুখ বরাবর শট নিয়েছিলেন। হাঙ্গেরির গোলরক্ষক পিটার গুলাকসির দুর্দান্ত সেভে দলকে রক্ষা করে। হাঙ্গেরিও মাঝমাঠ থেকে আক্রমণে ওঠার চেষ্টা করে। পর্তুগালের রক্ষণে সেভাবে চাপের সৃষ্টি করতে পারছিলেন না। তবে প্রথমার্ধে নিজেদের দুর্গ ভালোভাবেই সামলিয়েছে মার্কো রসির দল। প্রতিপক্ষের সবচেয়ে বড় ‘আতঙ্ক’ রোনালদোকেও খোলস থেকে সেভাবে বের হতে দেয়নি। গোলশূন্য ড্র নিয়ে তাই বিরতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি পেপে। খানিক বাদে সুযোগ কাজে লাগাতে পারেনি ফার্নান্দেজও। শেষদিকে গোল পেতে মরিয়া পর্তুগাল চেপে ধরে হাঙ্গেরিকে। ফল পেতেও সময় লাগেনি। ৮৪ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার রাফায়েল গেরেইরো ডি-বক্সের জটলা থেকে বল জালে জড়িয়ে ডেডলক ভাঙ্গেন। তিন মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন রোনালদো। এই গোলে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বুনে যান পর্তুগিজ অধিনায়ক। পেছনে ফেলেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে।
নির্ধারিত সময়ের শেষ অতিরিক্ত সময়ে আবারও রোনালদো চমক। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ-পায়ের জাদুতে করেন নিজের দ্বিতীয় গোল। ম্যাচের শুরু থেকে রোনালদোকে কড়া ‘মার্কিং’-এ রেখেও শেষ পর্যন্ত সেই রোনালদোর জোড়া আঘাতেই কপাল পোড়ে হাঙ্গেরির। রেকর্ড যে রোনালদোর পেছনে ছোটে সেই রোনালদোকে ঠেকানোর সাধ্য কার!
ঢাকা: বুদাপেস্টের পুসকাস অ্যারেনা যেন ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নিতেই অপেক্ষা করছিল কাল! ম্যাচে বল কিক অফের আগেই তাই ক্যামেরার লেন্স খুঁজে নিল রোনালদোকে। দর্শকরাও সেই ফাঁকে সিআরসেভেনকে অভিবাদন জানাতে ভুললেন না। রোনালদোও অবশ্য শেষ দিকে জোড়া গোল করে হাঙ্গেরিকে ছিটকে দিয়ে দর্শকেদের ঠিকই উল্লাসে মাতার সুযোগ করে দিয়েছেন। আর রোনালদোর এই জোড়া গোলে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণভাগ-প্রতি আক্রমণে দুই দলের খেলাতেই ছিল গতিময় ফুটবলের ছাপ। তবে গোলের সুযোগ আগে তৈরি করে পর্তুগাল। ৪ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে দিয়েগো জোতা গোলমুখ বরাবর শট নিয়েছিলেন। হাঙ্গেরির গোলরক্ষক পিটার গুলাকসির দুর্দান্ত সেভে দলকে রক্ষা করে। হাঙ্গেরিও মাঝমাঠ থেকে আক্রমণে ওঠার চেষ্টা করে। পর্তুগালের রক্ষণে সেভাবে চাপের সৃষ্টি করতে পারছিলেন না। তবে প্রথমার্ধে নিজেদের দুর্গ ভালোভাবেই সামলিয়েছে মার্কো রসির দল। প্রতিপক্ষের সবচেয়ে বড় ‘আতঙ্ক’ রোনালদোকেও খোলস থেকে সেভাবে বের হতে দেয়নি। গোলশূন্য ড্র নিয়ে তাই বিরতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি পেপে। খানিক বাদে সুযোগ কাজে লাগাতে পারেনি ফার্নান্দেজও। শেষদিকে গোল পেতে মরিয়া পর্তুগাল চেপে ধরে হাঙ্গেরিকে। ফল পেতেও সময় লাগেনি। ৮৪ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার রাফায়েল গেরেইরো ডি-বক্সের জটলা থেকে বল জালে জড়িয়ে ডেডলক ভাঙ্গেন। তিন মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন রোনালদো। এই গোলে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বুনে যান পর্তুগিজ অধিনায়ক। পেছনে ফেলেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে।
নির্ধারিত সময়ের শেষ অতিরিক্ত সময়ে আবারও রোনালদো চমক। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ-পায়ের জাদুতে করেন নিজের দ্বিতীয় গোল। ম্যাচের শুরু থেকে রোনালদোকে কড়া ‘মার্কিং’-এ রেখেও শেষ পর্যন্ত সেই রোনালদোর জোড়া আঘাতেই কপাল পোড়ে হাঙ্গেরির। রেকর্ড যে রোনালদোর পেছনে ছোটে সেই রোনালদোকে ঠেকানোর সাধ্য কার!
ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম—ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি দলের অবস্থা আশানুরূপ নয়। পয়েন্ট টেবিলের তলানির দিকে চলে যাওয়ার মতো অবস্থা এই দুই দলের। অথচ প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যানচেস্টার, টটেনহাম এখন ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটতে চলেছে।
৩৬ মিনিট আগেগতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৫ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৬ ঘণ্টা আগে