‘রেকর্ড’ আর ‘হ্যারি কেইন’—শব্দ দুটি যেন বেশ সমার্থক হয়ে গেছে। বায়ার্ন মিউনিখে এসে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন করে চলেছেন একের পর এক রেকর্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতের বায়ার্ন মিউনিখ-মাইনৎস ম্যাচটিকে চাইলে হ্যারি কেইন-মাইনৎস ম্যাচও বলা যায়। কেননা, বুন্দেসলিগার ম্যাচটিতে হ্যারি কেইনের ঝলকানিতেই তো বায়ার্ন রীতিমতো পর্যুদস্ত করেছে মাইনৎসকে। মাইনৎসের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ গোলে। আট গোলের পাঁচটিতেই অবদান রেখেছেন কেইন। যার মধ্যে করেছেন হ্যাটট্রিক ও দুই গোলে অ্যাসিস্ট করেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় এটা তাঁর চতুর্থ হ্যাটট্রিক। তাতে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে চার হ্যাটট্রিকের কীর্তি গড়ে ফেললেন কেইন। একই সঙ্গে বুন্দেসলিগায় আটবার দুই বা তার বেশি গোল করেছেন বায়ার্নের এই স্ট্রাইকার। বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে এমন কীর্তিও আর কেউ করতে পারেননি। জোড়া রেকর্ড গড়ার পর কেইন আরও অনেক রেকর্ড গড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আসছে আরও।’
টটেনহাম থেকে গত বছর বায়ার্ন মিউনিখে এসেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেন ৩৬ গোল। যার মধ্যে বুন্দেসলিগায় করেছেন ৩০ গোল এবং খেলেছেন ২৫ ম্যাচ। যদি বুন্দেসলিগায় বাকি থাকা ৯ ম্যাচে ১২ গোল করতে পারেন, তাহলে টুর্নামেন্টের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন কেইন। ২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানডফস্কির ৪১ গোল এখনো পর্যন্ত বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল। লেভাও রেকর্ড গড়েন বায়ার্নের হয়ে।
এর আগে ব্রিটেনের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে গোলের ফিফটি পূর্ণ করেন কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় ৫ মার্চ লাৎসিওর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওর বিপক্ষে করেন জোড়া গোল। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে কেইনের গোল এখন ৫১।
‘রেকর্ড’ আর ‘হ্যারি কেইন’—শব্দ দুটি যেন বেশ সমার্থক হয়ে গেছে। বায়ার্ন মিউনিখে এসে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন করে চলেছেন একের পর এক রেকর্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতের বায়ার্ন মিউনিখ-মাইনৎস ম্যাচটিকে চাইলে হ্যারি কেইন-মাইনৎস ম্যাচও বলা যায়। কেননা, বুন্দেসলিগার ম্যাচটিতে হ্যারি কেইনের ঝলকানিতেই তো বায়ার্ন রীতিমতো পর্যুদস্ত করেছে মাইনৎসকে। মাইনৎসের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ গোলে। আট গোলের পাঁচটিতেই অবদান রেখেছেন কেইন। যার মধ্যে করেছেন হ্যাটট্রিক ও দুই গোলে অ্যাসিস্ট করেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় এটা তাঁর চতুর্থ হ্যাটট্রিক। তাতে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে চার হ্যাটট্রিকের কীর্তি গড়ে ফেললেন কেইন। একই সঙ্গে বুন্দেসলিগায় আটবার দুই বা তার বেশি গোল করেছেন বায়ার্নের এই স্ট্রাইকার। বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে এমন কীর্তিও আর কেউ করতে পারেননি। জোড়া রেকর্ড গড়ার পর কেইন আরও অনেক রেকর্ড গড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আসছে আরও।’
টটেনহাম থেকে গত বছর বায়ার্ন মিউনিখে এসেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেন ৩৬ গোল। যার মধ্যে বুন্দেসলিগায় করেছেন ৩০ গোল এবং খেলেছেন ২৫ ম্যাচ। যদি বুন্দেসলিগায় বাকি থাকা ৯ ম্যাচে ১২ গোল করতে পারেন, তাহলে টুর্নামেন্টের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন কেইন। ২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানডফস্কির ৪১ গোল এখনো পর্যন্ত বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল। লেভাও রেকর্ড গড়েন বায়ার্নের হয়ে।
এর আগে ব্রিটেনের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে গোলের ফিফটি পূর্ণ করেন কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় ৫ মার্চ লাৎসিওর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওর বিপক্ষে করেন জোড়া গোল। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে কেইনের গোল এখন ৫১।
২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
৮ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
৪০ মিনিট আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে