Ajker Patrika

২৩ বছরের অপেক্ষা ঘুচল মোহামেডানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৫, ১৯: ০১
প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হলো মোহামেডানের। ফাইল ছবি
প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হলো মোহামেডানের। ফাইল ছবি

অবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০ জনের ফর্টিস এফসির কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী। এমন কিছুই তো চেয়েছিল মোহামেডান। সাদা-কালোরা সবশেষ লিগ চ্যাম্পিয়ন হয়েছে ২০০২ সালে। প্রিমিয়ার লিগ ২০০৭ সালে পেশাদরত্বের ছোঁয়া পাওয়ার পর কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। সেই অপেক্ষাও ঘুচল।

স্বভাবতই মোহামেডানের কর্মকর্তা ও ফুটবলাররা চোখ রাখেন এই ম্যাচে। ১৯ মিনিটে ফর্টিস এগিয়ে গেলে আশা বুনতে শুরু করে তারা। পেনাল্টি থেকে গোলটি করেন পা ওমর বাবু। এর আগে বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।

ভেজা মাঠে ফের খেলা শুরু হলে আবাহনীর ওপর আরও চাপ সৃষ্টি করতে থাকে ফর্টিস। বিরতির পর সেই ধারা বজায় রাখে তারা। কিন্তু ৭৫ মিনিটে সুমন রেজার সঙ্গে সংঘর্ষে বাঁধলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মঞ্জুরুর রহমান মানিক। সুমনকে অবশ্য দেওয়া হয় হলুদ কার্ড।

১০ জনের দলে পরিণত হওয়ার পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। সাজেদ হাসানের দূরপাল্লার শট ঠেকানোর জন্য বেগ পাননি আবাহনী গোলরক্ষক মিতুল মারমা। কারণ পোস্ট থেকে অনেকটা এগিয়ে ছিলেন তিনি। ৮০ মিনিটে রাফায়েল অগুস্তোর ফ্রিকিক থেকে হেডে মোহাম্মদ হৃদয় ব্যবধান কমালে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আবাহনী। শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণ শাণায় তারা। কিন্তু কিছুতেই খুঁজে পায়নি জালের দেখা। তাই জয় নিয়ে মাঠ ছেড়ে মোহামেডানকে চ্যাম্পিয়নের স্বীকৃতি দিল ফর্টিস।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট আগে থেকেই শীর্ষস্থান মজবুত করে রেখেছে সাদা-কালোরা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আবাহনী। বাকি তিন ম্যাচে জিতলেও মোহামেডানের সমান পয়েন্ট হবে না তাদের। তাই বসুন্ধরা কিংসের আধিপত্য ভেঙে ছয় মৌসুম পর লিগে দেখা মিলল নতুন চ্যাম্পিয়নের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত