চলতি মৌসুমে সিরি ‘আ’ তে দারুণ ছন্দে ইন্টার মিলান। দলের মতো দুর্দান্ত পারফরম্যান্স করছেন লাওতারো মার্তিনেজ। একের পর এক গোল করে রেকর্ড বইয়ে নাম লেখাচ্ছেন তিনি। তবে তাঁর চাওয়া আরও বড় কিছু।
ইন্টার মিলানের হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মার্তিনেজ খেলেন ৩৩ ম্যাচ। ৩৩ ম্যাচে করেন ২৫ গোল ও ৫ গোলে অ্যাসিস্ট করেন। যার মধ্যে সিরি ‘আ’ তে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। স্তাদিও ভিয়া দেল মারে স্টেডিয়ামে গত রাতে লেচের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় ইন্টার মিলান। যার মধ্যে জোড়া গোল করেন মার্তিনেজ। ১৫ মিনিটের সময় তাঁর গোলটি সিরি ‘আ’ তে ইন্টার মিলানের হয়ে শততম। ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’য় দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে এই কীর্তি গড়েন তিনি। মার্তিনেজের আগে প্রথম আর্জেন্টাইন হিসেবে মাউরো ইকার্দি ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি ‘আ’য় গোলের সেঞ্চুরি পূর্ণ করেন। ইকার্দি করেন ১১১ গোল।
মার্তিনেজ গতকাল ৫৬ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। তাতে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’য় ১০১ তম গোল করেন তিনি। এই তালিকায় আর্জেন্টাইন এই ফুটবলার আছেন ৯ নম্বরে। ১৯৭ ও ১৩৮ গোল করে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’ তে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে গুইসেপ্পে মিয়াজ্জা ও বেনিতো লরেনজি। আন্তর্জাতিক ফুটবলে মিয়াজ্জা ও লরেনজি খেলেন ইতালির জার্সিতে।
২৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এবারের সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সবার ওপরে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৭ ও তারা খেলেছে ২৬ ম্যাচ। সিরি ‘আ’র শিরোপা জয়ে অনেকটা এগিয়ে থাকলেও মার্তিনেজের মতে এখনো কাজ বাকি রয়েছে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা ধারাবাহিক। সত্যিই আমরা ভালো ফুটবল খেলি। সত্যিই আমি খুশি কারণ আমরা দারুণ খেলছি। আমাদের এটা ধরে রাখতে হবে। কারণ কাজ এখনও শেষ হয়নি।’
মার্তিনেজ নিজের পরিবারের অবদানের কথাও উল্লেখ করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন আমি ১৫ বছর বয়সে বাড়ি ছাড়ি, আমি জীবনেও কল্পনা করতে পারিনি এমন কিছুর অভিজ্ঞতা হবে। আমি যখন বাচ্চা ছিলাম, তখন আমার পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে।’
সিরি ‘আ’ তে ইন্টার মিলানের সর্বোচ্চ দশ গোলদাতা
গুইসেপ্পে মেয়াজ্জা: ১৯৭
বেনিতো লরেনজি: ১৩৮
ইসতভান নায়ার্স: ১৩৩
আলেসান্দ্রো আলতোবেল্লি: ১২৮
সান্দ্রো মাজ্জোলা: ১১৬
রবার্তো বনিনসেগনা: ১১৩
মাউরো ইকার্দি: ১১১
ক্রিস্টিয়ান ভিয়েরি: ১০৩
লাওতারো মার্তিনেজ: ১০১
আত্তিলিও দে মারিয়া: ৭৬
চলতি মৌসুমে সিরি ‘আ’ তে দারুণ ছন্দে ইন্টার মিলান। দলের মতো দুর্দান্ত পারফরম্যান্স করছেন লাওতারো মার্তিনেজ। একের পর এক গোল করে রেকর্ড বইয়ে নাম লেখাচ্ছেন তিনি। তবে তাঁর চাওয়া আরও বড় কিছু।
ইন্টার মিলানের হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মার্তিনেজ খেলেন ৩৩ ম্যাচ। ৩৩ ম্যাচে করেন ২৫ গোল ও ৫ গোলে অ্যাসিস্ট করেন। যার মধ্যে সিরি ‘আ’ তে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। স্তাদিও ভিয়া দেল মারে স্টেডিয়ামে গত রাতে লেচের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় ইন্টার মিলান। যার মধ্যে জোড়া গোল করেন মার্তিনেজ। ১৫ মিনিটের সময় তাঁর গোলটি সিরি ‘আ’ তে ইন্টার মিলানের হয়ে শততম। ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’য় দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে এই কীর্তি গড়েন তিনি। মার্তিনেজের আগে প্রথম আর্জেন্টাইন হিসেবে মাউরো ইকার্দি ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি ‘আ’য় গোলের সেঞ্চুরি পূর্ণ করেন। ইকার্দি করেন ১১১ গোল।
মার্তিনেজ গতকাল ৫৬ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। তাতে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’য় ১০১ তম গোল করেন তিনি। এই তালিকায় আর্জেন্টাইন এই ফুটবলার আছেন ৯ নম্বরে। ১৯৭ ও ১৩৮ গোল করে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’ তে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে গুইসেপ্পে মিয়াজ্জা ও বেনিতো লরেনজি। আন্তর্জাতিক ফুটবলে মিয়াজ্জা ও লরেনজি খেলেন ইতালির জার্সিতে।
২৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এবারের সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সবার ওপরে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৭ ও তারা খেলেছে ২৬ ম্যাচ। সিরি ‘আ’র শিরোপা জয়ে অনেকটা এগিয়ে থাকলেও মার্তিনেজের মতে এখনো কাজ বাকি রয়েছে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা ধারাবাহিক। সত্যিই আমরা ভালো ফুটবল খেলি। সত্যিই আমি খুশি কারণ আমরা দারুণ খেলছি। আমাদের এটা ধরে রাখতে হবে। কারণ কাজ এখনও শেষ হয়নি।’
মার্তিনেজ নিজের পরিবারের অবদানের কথাও উল্লেখ করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন আমি ১৫ বছর বয়সে বাড়ি ছাড়ি, আমি জীবনেও কল্পনা করতে পারিনি এমন কিছুর অভিজ্ঞতা হবে। আমি যখন বাচ্চা ছিলাম, তখন আমার পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে।’
সিরি ‘আ’ তে ইন্টার মিলানের সর্বোচ্চ দশ গোলদাতা
গুইসেপ্পে মেয়াজ্জা: ১৯৭
বেনিতো লরেনজি: ১৩৮
ইসতভান নায়ার্স: ১৩৩
আলেসান্দ্রো আলতোবেল্লি: ১২৮
সান্দ্রো মাজ্জোলা: ১১৬
রবার্তো বনিনসেগনা: ১১৩
মাউরো ইকার্দি: ১১১
ক্রিস্টিয়ান ভিয়েরি: ১০৩
লাওতারো মার্তিনেজ: ১০১
আত্তিলিও দে মারিয়া: ৭৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে