Ajker Patrika

বিশ্বকাপে প্রদর্শন করা হবে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৫০
বিশ্বকাপে প্রদর্শন করা হবে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

‘কীর্তিমানের মৃত্যু নাই’—প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সঙ্গে এই কথাটা ভালোভাবে মিলে যায়। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা সেই ‘হ্যান্ড অব গড’-এর গল্প এখনো সবার মুখে মুখে ফেরে। এবার সেই বিখ্যাত জার্সিটির প্রদর্শনী হবে কাতার বিশ্বকাপে। 

চলতি বছরের ৪ মে ম্যারাডোনার জার্সিটা নিলামে তোলা হয়েছিল। জার্সিটি বিক্রি হয় রেকর্ড ৯৩ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি ২৫ লাখ টাকা)। তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। বিখ্যাত এই জার্সিটি কাতারের ৩-২-১ স্পোর্টস মিউজিয়ামের কাছে ধার দেওয়া হয়েছে। 

কাতার জাদুঘরের প্রধান শায়খা আল মায়েশা বিনতে হামাদ বিন খলিফা আল থানি জানিয়েছেন, বিশ্বকাপে জার্সিটির প্রদর্শনী দেখার জন্য তিনি খুবই আগ্রহী। সেই ম্যাচে সাবেক ইংলিশ ফরোয়ার্ড স্টিভ হজের সঙ্গে ম্যারাডোনার জার্সি বিনিময়ের কথা বলেছেন তিনি। কাতার জাদুঘরের প্রধান বলেন, ‘এই জার্সির গল্পটা অসাধারণ। ম্যারাডোনার সঙ্গে যখন নটিংহাম ফরেস্ট মিডফিল্ডার স্টিভ হজ জার্সি বিনিময় করেছিলেন, তখন থেকেই গল্পটা শুরু হয়েছিল।’ 

 ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে দুটো গোলই করেছিলেন ম্যারাডোনা। তার প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। অন্যটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল লা আলবিসেলেস্তেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত