আর্জেন্টিনা ম্যাচ জিতলে বেশির ভাগ সময়ই পাদপ্রতীপের আলোয় চলে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। যেভাবে ‘চীনের মহাপ্রাচীরের’ মতো গোলপোস্ট আগলে রাখেন, তাঁকে ফাঁকি দিয়ে গোল করা যেন এক রকম অসম্ভব হয়ে যায়। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ডে বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও নকআউট পর্বের বৈতরণী পার হয়েছে মার্তিনেজের ডানায় চড়ে। বাজপাখি মার্তিনেজকে বিশ্বের সেরা গোলরক্ষক বলেছেন লিওনেল মেসি।
মার্তিনেজকে সামলানোর জন্য যেন এখন কানাডাকে আলাদা করে হোমওয়ার্ক করতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। সেমির আগে মার্তিনেজ প্রশংসা কুড়িয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেরও। ম্যাক অ্যালিস্টার বলেন, ‘দিবু আসলে জন্তু। তাকে নিয়ে বলার কিছু নেই। আমাদের জন্য এমনটা সে অনেকবার করে দেখিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সে এক দৃঢ় চরিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা হয়েছিল সমানে সমানে। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে লিওনেল মেসি প্রথম শটটা মিস করেছেন। তবে ‘বাজপাখি’ মার্তিনেজ থাকলে প্রতিপক্ষের গোল দেওয়া কি এতই সহজ? ইকুয়েডরের প্রথম দুই গোল দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার গোলরক্ষকের প্রশংসায় ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আপনি চিন্তা করবেন যে গোল করতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতিটা আমাদের জন্য একটু ভিন্ন ছিল যখন পেনাল্টিতে গেলাম। দুই পেনাল্টি যখন সে ঠেকিয়ে দিল, তখন বদলে গেল। স্নায়ুর চাপ সব সময় থাকে। কিন্তু দিবু প্রত্যেক রাউন্ডের আগে সব সময় বলে যে একটি অথবা দুটি গোল সে বাঁচাবে। এটা আমাদের তৃপ্তি দেয়।’
কানাডার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে আর্জেন্টিনা দলকে। মেসি, নিকোলাস তাগলিয়াফিকো, এমি মার্তিনেজসহ অনেকেই ছিলেন অনুশীলন সেশনে। ম্যাচের মতো অনুশীলন পর্বেও মার্তিনেজকে বেশ চটপটে দেখা গেছে। অনুশীলনের ফাঁকে মার্তিনজ বলেছেন, ‘আরও একবার এবং আমরা ফাইনালে।’ বাজপাখি গোলরক্ষকের কথা যে আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে, সেটা না বললেও চলছে।
আর্জেন্টিনা ম্যাচ জিতলে বেশির ভাগ সময়ই পাদপ্রতীপের আলোয় চলে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। যেভাবে ‘চীনের মহাপ্রাচীরের’ মতো গোলপোস্ট আগলে রাখেন, তাঁকে ফাঁকি দিয়ে গোল করা যেন এক রকম অসম্ভব হয়ে যায়। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ডে বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও নকআউট পর্বের বৈতরণী পার হয়েছে মার্তিনেজের ডানায় চড়ে। বাজপাখি মার্তিনেজকে বিশ্বের সেরা গোলরক্ষক বলেছেন লিওনেল মেসি।
মার্তিনেজকে সামলানোর জন্য যেন এখন কানাডাকে আলাদা করে হোমওয়ার্ক করতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। সেমির আগে মার্তিনেজ প্রশংসা কুড়িয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেরও। ম্যাক অ্যালিস্টার বলেন, ‘দিবু আসলে জন্তু। তাকে নিয়ে বলার কিছু নেই। আমাদের জন্য এমনটা সে অনেকবার করে দেখিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সে এক দৃঢ় চরিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা হয়েছিল সমানে সমানে। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে লিওনেল মেসি প্রথম শটটা মিস করেছেন। তবে ‘বাজপাখি’ মার্তিনেজ থাকলে প্রতিপক্ষের গোল দেওয়া কি এতই সহজ? ইকুয়েডরের প্রথম দুই গোল দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার গোলরক্ষকের প্রশংসায় ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আপনি চিন্তা করবেন যে গোল করতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতিটা আমাদের জন্য একটু ভিন্ন ছিল যখন পেনাল্টিতে গেলাম। দুই পেনাল্টি যখন সে ঠেকিয়ে দিল, তখন বদলে গেল। স্নায়ুর চাপ সব সময় থাকে। কিন্তু দিবু প্রত্যেক রাউন্ডের আগে সব সময় বলে যে একটি অথবা দুটি গোল সে বাঁচাবে। এটা আমাদের তৃপ্তি দেয়।’
কানাডার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে আর্জেন্টিনা দলকে। মেসি, নিকোলাস তাগলিয়াফিকো, এমি মার্তিনেজসহ অনেকেই ছিলেন অনুশীলন সেশনে। ম্যাচের মতো অনুশীলন পর্বেও মার্তিনেজকে বেশ চটপটে দেখা গেছে। অনুশীলনের ফাঁকে মার্তিনজ বলেছেন, ‘আরও একবার এবং আমরা ফাইনালে।’ বাজপাখি গোলরক্ষকের কথা যে আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে, সেটা না বললেও চলছে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে