এই বছরের জানুয়ারি থেকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দরিভাল জুনিয়র। তারপর তাঁর অধীনে ১০ ম্যাচ খেলে ৪টি করে জয় ও ড্র, দুটি ম্যাচ হেরেছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আজ তারা ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ের কাছে। বাছাইপর্বের শেষ পাঁচ ম্যাচে হার ৪ টিতে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা একদমই অচেনা।
এমন দুঃসময়ের মধ্যেও দল ও সমর্থকদের বিশ্বকাপের ফাইনাল খেলার বড় স্বপ্নের বার্তা দিয়েছিলেন দরিভাল। গত পরশু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার কোনো সংশয়ই নেই এটা নিয়ে। আপনি আশা করতে পারেন যে, আমরা আগামী বিশ্বকাপের ফাইনালে উঠব। এটির জন্য আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।’
ব্রাজিলের মাঠের পারফরম্যান্স অবশ্য ভিন্ন কথা বলছে, দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণী যেন দিলেন দরিভাল। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। পুরো ম্যাচে গোলের জন্য ৯ শট নিতে পেরেছিল তারা, মাত্র তিনটি ছিল লক্ষ্যে। ফুটবলারদের মধ্যে সমন্বয়হীনতা ছিল ছিল স্পষ্ট।
এলোমেলো ব্রাজিলকে দেখে সমর্থকেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের দিন বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়ে পর দিন হার, ব্রাজিল কোচকে নিয়ে চলছে ট্রলের বন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দরিভালের একটি ছবি। প্যারাগুয়ে-ব্রাজিল ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাগআউট থেকে দুহাতের ছয়টি আঙুল তুলে কিছু বলছিলেন শিষ্যদের। টিভি স্ক্রিন থেকে দেখানো সেই দৃশ্যের স্ক্রিনশট নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন ফেসবুক-টুইটারে।
ব্রাজিল ফরএভার নামের একটি ফেসবুক পেজ থেকে দরিভালের সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বসের নতুন ইশারা...। ব্রাজিল শুধু ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই উঠবে না, হেক্সা মিশনও কমপ্লিট করবে। জোকার একটা...।’
আরেকটি পেজ থেকে লেখা হয়, ‘কোচ দরিভাল জুনিয়র আবারও ইশারায় ৬ আঙুল তুলে বুঝিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপেই হেক্সা পূরণ করবেন তিনি। বুদ্ধিমানের জন্য এক ইশারায় যথেষ্ট।’ ব্রাজিল দলের অভিভাবক দরিভালকে উদ্দেশ্য করে সঙ্গে আরও জুড়ে দেওয়া হয় ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল কোট, ‘মুরুব্বি মুরুব্বি হুহু হু।’
আগামী অক্ট্রোবরে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আট ম্যাচে চতুর্থ হারে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।
এই বছরের জানুয়ারি থেকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দরিভাল জুনিয়র। তারপর তাঁর অধীনে ১০ ম্যাচ খেলে ৪টি করে জয় ও ড্র, দুটি ম্যাচ হেরেছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আজ তারা ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ের কাছে। বাছাইপর্বের শেষ পাঁচ ম্যাচে হার ৪ টিতে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা একদমই অচেনা।
এমন দুঃসময়ের মধ্যেও দল ও সমর্থকদের বিশ্বকাপের ফাইনাল খেলার বড় স্বপ্নের বার্তা দিয়েছিলেন দরিভাল। গত পরশু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার কোনো সংশয়ই নেই এটা নিয়ে। আপনি আশা করতে পারেন যে, আমরা আগামী বিশ্বকাপের ফাইনালে উঠব। এটির জন্য আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।’
ব্রাজিলের মাঠের পারফরম্যান্স অবশ্য ভিন্ন কথা বলছে, দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণী যেন দিলেন দরিভাল। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। পুরো ম্যাচে গোলের জন্য ৯ শট নিতে পেরেছিল তারা, মাত্র তিনটি ছিল লক্ষ্যে। ফুটবলারদের মধ্যে সমন্বয়হীনতা ছিল ছিল স্পষ্ট।
এলোমেলো ব্রাজিলকে দেখে সমর্থকেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের দিন বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়ে পর দিন হার, ব্রাজিল কোচকে নিয়ে চলছে ট্রলের বন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দরিভালের একটি ছবি। প্যারাগুয়ে-ব্রাজিল ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাগআউট থেকে দুহাতের ছয়টি আঙুল তুলে কিছু বলছিলেন শিষ্যদের। টিভি স্ক্রিন থেকে দেখানো সেই দৃশ্যের স্ক্রিনশট নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন ফেসবুক-টুইটারে।
ব্রাজিল ফরএভার নামের একটি ফেসবুক পেজ থেকে দরিভালের সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বসের নতুন ইশারা...। ব্রাজিল শুধু ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই উঠবে না, হেক্সা মিশনও কমপ্লিট করবে। জোকার একটা...।’
আরেকটি পেজ থেকে লেখা হয়, ‘কোচ দরিভাল জুনিয়র আবারও ইশারায় ৬ আঙুল তুলে বুঝিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপেই হেক্সা পূরণ করবেন তিনি। বুদ্ধিমানের জন্য এক ইশারায় যথেষ্ট।’ ব্রাজিল দলের অভিভাবক দরিভালকে উদ্দেশ্য করে সঙ্গে আরও জুড়ে দেওয়া হয় ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল কোট, ‘মুরুব্বি মুরুব্বি হুহু হু।’
আগামী অক্ট্রোবরে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আট ম্যাচে চতুর্থ হারে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৯ মিনিট আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
৪০ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগে