চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল প্রায় চার মাস আগে। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি অবশ্য বার্সেলোনা জেতে ৩-২ ব্যবধানে। তবে এর পর থেকে নিজেদের ক্রমেই ছাড়িয়ে যাচ্ছে তারা। স্বপ্ন দেখছে ট্রেবল জয়ের।
সেই হারের পর অবস্থা খুব একটা বদলায়নি বরুসিয়া ডর্টমুন্ডের। বুন্দেসলিগায় গত এক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লিলকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয় তাদের। আর শেষ আটে পড়তে হলো উড়ন্ত বার্সার সামনেই। এস্তাদি অলিম্পিক স্টেডিয়ামে আজ প্রথম লেগের ম্যাচে ডর্টমুন্ডকে আতিথ্য দেবে কাতালানরা।
গত জানুয়ারিতে নিকো কোভাচ কোচ হওয়ার পর ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে ডর্টমুন্ড। সর্বশেষ চার ম্যাচে তিন জয় পেয়েছে তারা। তাই আত্মবিশ্বাসে কমতি থাকবে না তাদের। অনেকটা সতর্ক বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘ডর্টমুন্ড খুবই ধারাবাহিক দল এবং তারা আক্রমণাত্মকভাবে খেলে থাকে। সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। আর আত্মবিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করে। তাদের ভালো খেলোয়াড় রয়েছে। তবে ঘরে হোক বা বাইরে, চ্যাম্পিয়নস লিগে আমরাও ভালো খেলেছি। এ পর্যায়ে আসা সহজ ছিল না। সবার পরিশ্রমের ফসল এটি।’
চলতি বছর এখন পর্যন্ত হারের মুখ দেখেনি বার্সা। সেই ধারা বছরজুড়ে বজায় রাখতে চান ফ্লিক, ‘(ট্রেবল জয়ের) স্বপ্ন আমরা দেখতেই পারি, তবে পা মাটিতে রাখতে হবে। পরিশ্রমের ভিত্তিতে যা অর্জন করেছি, সেদিকে তাকাতে হবে। তবে এটি যেন শেষ না হয়। সামনে এগিয়ে যেতে হলে সর্বস্ব উজাড় করে দিতে হবে। এ বছর আমরা অপরাজিত থাকতে চাই।’
বায়ার্নে থাকতে কোভাচের সহকারী হিসেবে কাজ করেছেন ফ্লিক। সেই স্মৃতি টেনে কোভাচ বলেন, ‘সে আমার সহকারী ছিল এবং এখন আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি। আমি তাকে সফল হতে দেখে খুশি। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।’
ফ্লিককে নিয়ে খুশি হলেও কোভাচের দুশ্চিন্তা বার্সার আক্রমণত্রয়ীকে ঘিরে। প্রতিপক্ষের সামনে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন রাফিনিয়া, রবার্ট লেভানডভস্কি ও লামিনে ইয়ামাল। তাই তো কোভাচ বললেন, ‘আক্রমণের দিক থেকে এ মুহূর্তে বার্সা অন্যদের চেয়ে সেরা; যা প্রতিপক্ষের জন্য পরিস্থিতি খুব কঠিন করে তোলে।’
রাতের অপর ম্যাচে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। সাবেক ক্লাবের বিপক্ষে ভিলা কোচ উনাই এমেরি কেমন রণকৌশল সাজান, সেটা দেখার পালা।
চ্যাম্পিয়নস লিগে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল প্রায় চার মাস আগে। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি অবশ্য বার্সেলোনা জেতে ৩-২ ব্যবধানে। তবে এর পর থেকে নিজেদের ক্রমেই ছাড়িয়ে যাচ্ছে তারা। স্বপ্ন দেখছে ট্রেবল জয়ের।
সেই হারের পর অবস্থা খুব একটা বদলায়নি বরুসিয়া ডর্টমুন্ডের। বুন্দেসলিগায় গত এক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লিলকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয় তাদের। আর শেষ আটে পড়তে হলো উড়ন্ত বার্সার সামনেই। এস্তাদি অলিম্পিক স্টেডিয়ামে আজ প্রথম লেগের ম্যাচে ডর্টমুন্ডকে আতিথ্য দেবে কাতালানরা।
গত জানুয়ারিতে নিকো কোভাচ কোচ হওয়ার পর ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে ডর্টমুন্ড। সর্বশেষ চার ম্যাচে তিন জয় পেয়েছে তারা। তাই আত্মবিশ্বাসে কমতি থাকবে না তাদের। অনেকটা সতর্ক বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘ডর্টমুন্ড খুবই ধারাবাহিক দল এবং তারা আক্রমণাত্মকভাবে খেলে থাকে। সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। আর আত্মবিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করে। তাদের ভালো খেলোয়াড় রয়েছে। তবে ঘরে হোক বা বাইরে, চ্যাম্পিয়নস লিগে আমরাও ভালো খেলেছি। এ পর্যায়ে আসা সহজ ছিল না। সবার পরিশ্রমের ফসল এটি।’
চলতি বছর এখন পর্যন্ত হারের মুখ দেখেনি বার্সা। সেই ধারা বছরজুড়ে বজায় রাখতে চান ফ্লিক, ‘(ট্রেবল জয়ের) স্বপ্ন আমরা দেখতেই পারি, তবে পা মাটিতে রাখতে হবে। পরিশ্রমের ভিত্তিতে যা অর্জন করেছি, সেদিকে তাকাতে হবে। তবে এটি যেন শেষ না হয়। সামনে এগিয়ে যেতে হলে সর্বস্ব উজাড় করে দিতে হবে। এ বছর আমরা অপরাজিত থাকতে চাই।’
বায়ার্নে থাকতে কোভাচের সহকারী হিসেবে কাজ করেছেন ফ্লিক। সেই স্মৃতি টেনে কোভাচ বলেন, ‘সে আমার সহকারী ছিল এবং এখন আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি। আমি তাকে সফল হতে দেখে খুশি। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।’
ফ্লিককে নিয়ে খুশি হলেও কোভাচের দুশ্চিন্তা বার্সার আক্রমণত্রয়ীকে ঘিরে। প্রতিপক্ষের সামনে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন রাফিনিয়া, রবার্ট লেভানডভস্কি ও লামিনে ইয়ামাল। তাই তো কোভাচ বললেন, ‘আক্রমণের দিক থেকে এ মুহূর্তে বার্সা অন্যদের চেয়ে সেরা; যা প্রতিপক্ষের জন্য পরিস্থিতি খুব কঠিন করে তোলে।’
রাতের অপর ম্যাচে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। সাবেক ক্লাবের বিপক্ষে ভিলা কোচ উনাই এমেরি কেমন রণকৌশল সাজান, সেটা দেখার পালা।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে