পিএসজির জার্সিতে শেষ মৌসুমে লিগ-১-এর শিরোপা পুনরুদ্ধার করেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমাররা। তবে চ্যাম্পিয়নস লিগে আশাভঙ্গের সেই পুরোনো গল্পই লিখেছেন তাঁরা।
সামনে নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরু করবেন আক্রমণভাগের এই তিন ত্রয়ী। কোচ ক্রিস্টোফার গালতিয়েরের অধীনে প্রাকমৌসুমে ইতিমধ্যে একটি ম্যাচও খেলেছে পিএসজি। এখন লিগ-১ চ্যাম্পিয়নরা প্রস্তুতি নিচ্ছে জাপানে। দেশটির আতিথেয়তায় মুগ্ধ তারা। অনুশীলনে এসে সমর্থকদের মাঝে নিজেরাও মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। তাদের অনুশীলন দেখতে এসে আবেগে আপ্লুত হয়েছে সমর্থকেরা।
ফরাসি চ্যাম্পিয়নরা প্রথম সেশনের অনুশীলন করেছে টোকিওর চিচিবুনোমিয়া রাগবি গ্রাউন্ডে। দলটির দেড় ঘণ্টার অনুশীলন দেখতে ১৩ হাজার সমর্থক এসেছিল। মেসি-নেইমার-এমবাপ্পেরা এ সময় বিভিন্ন কলাকৌশল দেখিয়েছেন। তা দেখে সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। তাঁরা সরাসরি বিশ্বসেরা ফুটবলারদের দেখে আবেগী হয়ে পড়েন।
১৯৯০ সালের জার্সি পড়ে পিএসজির অনুশীলন দেখতে এসেছেন ৩৮ বছর বয়সী মাসায়ুকি যোশিজাও। তিনি বলেছেন, ‘এমবাপ্পেকে দেখতে উন্মুখ হয়ে আছি। সাধারণত ফ্রান্সের ক্লাবগুলো জাপানে আসে না। তারা প্রস্তুতির জন্য চীনকে বেছে নেয়। এটি সত্যি অসাধারণ, করোনা মহামারির মতো সময়ে ক্লাবটি এখানে এসেছে। মনে হয়, এটিই তাদের প্রথম ও শেষ সফর হতে পারে।’
৯ বছর বয়সী এক খুদে সমর্থক অওমা ওরা প্রিয় ফুটবলার মেসি না এমবাপ্পে তা ঠিক করতে পারছেন না। তার ৩৬ বছর বয়সী বাবা কাজুয়া বলেছেন, ‘আমার সন্তানের ফুটবল খেলার কারণে এই খেলার সমর্থক হয়েছি।’
অনুশীলন শেষে মেসি-নেইমার-এমবাপ্পেরা খুদে ফুটবলারদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। এ সময় তাঁরা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। এক খুদে ফুটবলার মেসিকে জিজ্ঞেস করেন, একজন শিশু ফুটবলারের জন্য কোন দক্ষতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘ভালো অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে হবে। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেলাটিকে উপভোগ করা।’
পিএসজি ১০ দিনের এই সফরে দেশটির স্থানীয় তিনটি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। আগামী বুধবার প্রথম ম্যাচ খেলবে জাপান লিগের চ্যাম্পিয়ন কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে। আর বাকি দুই ক্লাব উরাওয়া রেডস ও গাম্বা ওসাকার বিপক্ষে ২৩ ও ২৫ জুলাই মাঠে নামবে ফরাসি ক্লাবটি।
পিএসজির জার্সিতে শেষ মৌসুমে লিগ-১-এর শিরোপা পুনরুদ্ধার করেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমাররা। তবে চ্যাম্পিয়নস লিগে আশাভঙ্গের সেই পুরোনো গল্পই লিখেছেন তাঁরা।
সামনে নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরু করবেন আক্রমণভাগের এই তিন ত্রয়ী। কোচ ক্রিস্টোফার গালতিয়েরের অধীনে প্রাকমৌসুমে ইতিমধ্যে একটি ম্যাচও খেলেছে পিএসজি। এখন লিগ-১ চ্যাম্পিয়নরা প্রস্তুতি নিচ্ছে জাপানে। দেশটির আতিথেয়তায় মুগ্ধ তারা। অনুশীলনে এসে সমর্থকদের মাঝে নিজেরাও মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। তাদের অনুশীলন দেখতে এসে আবেগে আপ্লুত হয়েছে সমর্থকেরা।
ফরাসি চ্যাম্পিয়নরা প্রথম সেশনের অনুশীলন করেছে টোকিওর চিচিবুনোমিয়া রাগবি গ্রাউন্ডে। দলটির দেড় ঘণ্টার অনুশীলন দেখতে ১৩ হাজার সমর্থক এসেছিল। মেসি-নেইমার-এমবাপ্পেরা এ সময় বিভিন্ন কলাকৌশল দেখিয়েছেন। তা দেখে সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। তাঁরা সরাসরি বিশ্বসেরা ফুটবলারদের দেখে আবেগী হয়ে পড়েন।
১৯৯০ সালের জার্সি পড়ে পিএসজির অনুশীলন দেখতে এসেছেন ৩৮ বছর বয়সী মাসায়ুকি যোশিজাও। তিনি বলেছেন, ‘এমবাপ্পেকে দেখতে উন্মুখ হয়ে আছি। সাধারণত ফ্রান্সের ক্লাবগুলো জাপানে আসে না। তারা প্রস্তুতির জন্য চীনকে বেছে নেয়। এটি সত্যি অসাধারণ, করোনা মহামারির মতো সময়ে ক্লাবটি এখানে এসেছে। মনে হয়, এটিই তাদের প্রথম ও শেষ সফর হতে পারে।’
৯ বছর বয়সী এক খুদে সমর্থক অওমা ওরা প্রিয় ফুটবলার মেসি না এমবাপ্পে তা ঠিক করতে পারছেন না। তার ৩৬ বছর বয়সী বাবা কাজুয়া বলেছেন, ‘আমার সন্তানের ফুটবল খেলার কারণে এই খেলার সমর্থক হয়েছি।’
অনুশীলন শেষে মেসি-নেইমার-এমবাপ্পেরা খুদে ফুটবলারদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। এ সময় তাঁরা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। এক খুদে ফুটবলার মেসিকে জিজ্ঞেস করেন, একজন শিশু ফুটবলারের জন্য কোন দক্ষতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘ভালো অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে হবে। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেলাটিকে উপভোগ করা।’
পিএসজি ১০ দিনের এই সফরে দেশটির স্থানীয় তিনটি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। আগামী বুধবার প্রথম ম্যাচ খেলবে জাপান লিগের চ্যাম্পিয়ন কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে। আর বাকি দুই ক্লাব উরাওয়া রেডস ও গাম্বা ওসাকার বিপক্ষে ২৩ ও ২৫ জুলাই মাঠে নামবে ফরাসি ক্লাবটি।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে