ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একে অপরের যে কত রেকর্ড ভেঙেছেন, তাঁর কোনো সীমা নেই। মাঠের ফুটবলের পাশাপাশি তাঁদের প্রতিযোগিতা রয়েছে সামাজিক মাধ্যমেও। রোনালদো এবার ইউটিউব চ্যানেল খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়িয়ে গেছেন মেসিকে।
ফেসবুক, এক্স হ্যান্ডল (টুইটার), ইনস্টাগ্রাম— সামাজিক মাধ্যমের এসব প্ল্যাটফর্মগুলোতে আগেই অ্যাকাউন্ট খুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে অনুসরণ করেন কোটি কোটি ফুটবলপ্রেমী। এবার ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করেছেন রোনালদো। চ্যানেল খোলার পর আজ দুপুর পর্যন্ত ‘ইউআর ক্রিস্টিয়ানো’র সাবস্ক্রাইবার হয়েছে ১ কোটি ৫২ লাখ। অন্যদিকে ২০০৬ সালে ‘লিও মেসি’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের সাবস্ক্রাইবার এখন পর্যন্ত ২৩ লাখ ২০ হাজার।
কদিন আগে ইনস্টাগ্রাম লাইভে চমক দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। সেই চমক যে এমন কিছু হবে, খুব কম ভক্তই অনুমান করতে পেরেছিলেন। ইউটিউব চ্যানেল খোলার পর একের পর এক ভিডিও ছাড়ছেন তিনি। এরই মধ্যে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ চ্যানেলে এরই মধ্যে ১৯ ভিডিও আপলোড করা হয়েছে। অন্যদিকে ‘লিও মেসি’ চ্যানেলে আপলোড হয়েছে ২০৭ ভিডিও। যেখানে ২০২১ সাল থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাত্র তিনটি ভিডিও পোস্ট করেছেন। এই তিন বছরে মেসি আর্জেন্টিনার জার্সিতে চারটি শিরোপা রয়েছে।যার মধ্যে রয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপ।যেটা জিতে আর্জেন্টাইনদের দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘোচান তিনি।
মেসি, রোনালদো দুজনেই গত বছর ইউরোপ শেষে পাড়ি জমান অন্য মুলুকে। পিএসজি ছেড়ে মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। এরই মধ্যে মার্কিন ক্লাবটির হয়ে লিগস কাপ জিতেছেন। অন্যদিকে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের পাঠ চুকিয়ে খেলছেন সৌদি আরবের আল নাসরে। সৌদি ক্লাবটির জার্সিতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন গত বছরই। তবে আল হিলালের কাছে হেরে কদিন আগে সৌদি সুপার কাপের শিরোপা খুইয়েছে রোনালদোর আল নাসর।
আরও পড়ুন:
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একে অপরের যে কত রেকর্ড ভেঙেছেন, তাঁর কোনো সীমা নেই। মাঠের ফুটবলের পাশাপাশি তাঁদের প্রতিযোগিতা রয়েছে সামাজিক মাধ্যমেও। রোনালদো এবার ইউটিউব চ্যানেল খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়িয়ে গেছেন মেসিকে।
ফেসবুক, এক্স হ্যান্ডল (টুইটার), ইনস্টাগ্রাম— সামাজিক মাধ্যমের এসব প্ল্যাটফর্মগুলোতে আগেই অ্যাকাউন্ট খুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে অনুসরণ করেন কোটি কোটি ফুটবলপ্রেমী। এবার ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করেছেন রোনালদো। চ্যানেল খোলার পর আজ দুপুর পর্যন্ত ‘ইউআর ক্রিস্টিয়ানো’র সাবস্ক্রাইবার হয়েছে ১ কোটি ৫২ লাখ। অন্যদিকে ২০০৬ সালে ‘লিও মেসি’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের সাবস্ক্রাইবার এখন পর্যন্ত ২৩ লাখ ২০ হাজার।
কদিন আগে ইনস্টাগ্রাম লাইভে চমক দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। সেই চমক যে এমন কিছু হবে, খুব কম ভক্তই অনুমান করতে পেরেছিলেন। ইউটিউব চ্যানেল খোলার পর একের পর এক ভিডিও ছাড়ছেন তিনি। এরই মধ্যে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ চ্যানেলে এরই মধ্যে ১৯ ভিডিও আপলোড করা হয়েছে। অন্যদিকে ‘লিও মেসি’ চ্যানেলে আপলোড হয়েছে ২০৭ ভিডিও। যেখানে ২০২১ সাল থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাত্র তিনটি ভিডিও পোস্ট করেছেন। এই তিন বছরে মেসি আর্জেন্টিনার জার্সিতে চারটি শিরোপা রয়েছে।যার মধ্যে রয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপ।যেটা জিতে আর্জেন্টাইনদের দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘোচান তিনি।
মেসি, রোনালদো দুজনেই গত বছর ইউরোপ শেষে পাড়ি জমান অন্য মুলুকে। পিএসজি ছেড়ে মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। এরই মধ্যে মার্কিন ক্লাবটির হয়ে লিগস কাপ জিতেছেন। অন্যদিকে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের পাঠ চুকিয়ে খেলছেন সৌদি আরবের আল নাসরে। সৌদি ক্লাবটির জার্সিতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন গত বছরই। তবে আল হিলালের কাছে হেরে কদিন আগে সৌদি সুপার কাপের শিরোপা খুইয়েছে রোনালদোর আল নাসর।
আরও পড়ুন:
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-মায়োর্কা ম্যাচটা ১-১ গোলে ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। ঠিক সেই সময় ‘রিয়াল ম্যাজিক’। জাদুটা দেখিয়েছেন কে? জ্যাকোবো র্যামন। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পথচলাটা কেবল চার মাসের।
২৫ মিনিট আগেস্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
২ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে