Ajker Patrika

ম্যারাডোনার বিশ্বকাপ জার্সি নিয়ে আর্জেন্টিনায় উদযাপন

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৪
ম্যারাডোনার বিশ্বকাপ জার্সি নিয়ে আর্জেন্টিনায় উদযাপন

দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি এবং বল নিয়ে কয়েকদিন আগে বেশ আলোচনা হয়েছিল।১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোলটি করেছিলেন ম্যারাডোনা। এবার ম্যারাডোনার একই বিশ্বকাপের ফাইনালের জার্সি নিয়ে আর্জেন্টিনায় চলছে উদযাপন।

১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি। অ্যাজটেক স্টেডিয়ামে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এই ফাইনালে ম্যারাডোনা কোনো গোল করতে পারেননি ঠিকই। তবে ফাইনালে লোথার ম্যাথ্যুজের সঙ্গে জার্সি বিনিময় করেছিলেন ম্যারাডোনা। ম্যারাডোনার জার্সি আর্জেন্টিনায় পাঠিয়েছেন ম্যাথ্যুস। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ম্যাথ্যুজকে ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও বানিয়েছে। যেখানে ফাইনালে ম্যারাডোনার সঙ্গে জার্সি বিনিময় করেছিলেন ম্যাথ্যুজ।  ভিডিওতে বলা হয়েছে, ‘এই গল্পটা হচ্ছে একজন জার্মান অধিনায়কের যার বন্ধু ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। সব বন্ধুদের মতো তারা কোলাকুলি করেছিলেন, উপদেশ বিনিময় এবং জার্সি বিনিময় করেছিলেন।’

২০২০ এর ২৫ নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির শূন্যতা অনুভব করে ম্যাথ্যুজ বলেন, ‘খুবই কষ্ট লাগছে  সে (ম্যারাডোনা) এখানে নেই। ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গিয়েছে। দিয়েগো সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত