ক্রীড়া ডেস্ক

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা। পয়েন্ট ভাগ করে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা। পেনাল্টি দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না এই স্প্যানিশ কোচ।
প্রতিপক্ষের মাঠে ১৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে লিড নেয় ম্যানসিটি। ৩ মিনিটের ব্যবধানে মোনাকোকে ম্যাচে ফেরান জর্ডান তেজে। ৪৪ মিনিটে হলান্ড ফের জালের দেখা পেলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ম্যানসিটি। এই গোলের ওপর ভর করে জয়ের পথেই ছিল সফরকারী দল। কিন্তু ৮৬ মিনিটে ভুল করে বসেন নিকো গনসালেস। নিজেদের ডি বক্সে ফ্রি কিক থেকে আসা বল ঠেকাতে শট করতে যান ম্যানসিটির এই আর্জেন্টাইন ফুটবলার। একই সময় হেড করতে খানিকটা নিচু হন মোনাকোর ইংলিশ ডিফেন্ডার এরিক ডিয়ের। গনসালেসের লাথি লাগে তাঁর মাথায়। এরপর ভিএআর দেখে পেনাল্টি দেন স্প্যানিশ রেফারি জেসুস গিল মানজানো। তাঁর এই সিদ্ধান্তের পর উভয় দলের ডাগআউটে তুমুল উত্তেজনা তৈরি হয়।
ম্যাচ শেষে পেনাল্টি নিয়ে গার্দিওলা বলেন, ‘স্প্যানিশ রেফারিদের বলার কিছু নেই। গনসালেস আগে বল স্পর্শ করেছিলেন। ফাউল করার মতো কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। আমরা সত্যিই ভালো খেলেছি। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়ের দেখা পাইনি। শেষ দিকে পেনাল্টি হজম করতে হয়েছে।’
ড্র করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট গার্দিওলা, ‘ফলাফল নিয়েই আপনাকে জিততে হবে। এই ম্যাচ বিশ্লেষণ করলেই বুঝবেন আমরা কেমন খেলেছি। আমাদের অনেক সুযোগ ছিল। ছেলেরা সত্যিই ভালো খেলেছে। ধাপে ধাপে আমরা আরও উন্নতি করব।’
চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় ও ড্রয়ে ম্যানসিটির সংগ্রহ ৪ পয়েন্ট। টেবিলের আটে অবস্থান করছে তারা। এক পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে আছে মোনাকো। ৬ পয়েন্ট পাওয়া বায়ার্ন মিউনিখের অবস্থান শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে পরের স্থান দুটিতে আছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা। পয়েন্ট ভাগ করে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা। পেনাল্টি দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না এই স্প্যানিশ কোচ।
প্রতিপক্ষের মাঠে ১৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে লিড নেয় ম্যানসিটি। ৩ মিনিটের ব্যবধানে মোনাকোকে ম্যাচে ফেরান জর্ডান তেজে। ৪৪ মিনিটে হলান্ড ফের জালের দেখা পেলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ম্যানসিটি। এই গোলের ওপর ভর করে জয়ের পথেই ছিল সফরকারী দল। কিন্তু ৮৬ মিনিটে ভুল করে বসেন নিকো গনসালেস। নিজেদের ডি বক্সে ফ্রি কিক থেকে আসা বল ঠেকাতে শট করতে যান ম্যানসিটির এই আর্জেন্টাইন ফুটবলার। একই সময় হেড করতে খানিকটা নিচু হন মোনাকোর ইংলিশ ডিফেন্ডার এরিক ডিয়ের। গনসালেসের লাথি লাগে তাঁর মাথায়। এরপর ভিএআর দেখে পেনাল্টি দেন স্প্যানিশ রেফারি জেসুস গিল মানজানো। তাঁর এই সিদ্ধান্তের পর উভয় দলের ডাগআউটে তুমুল উত্তেজনা তৈরি হয়।
ম্যাচ শেষে পেনাল্টি নিয়ে গার্দিওলা বলেন, ‘স্প্যানিশ রেফারিদের বলার কিছু নেই। গনসালেস আগে বল স্পর্শ করেছিলেন। ফাউল করার মতো কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। আমরা সত্যিই ভালো খেলেছি। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়ের দেখা পাইনি। শেষ দিকে পেনাল্টি হজম করতে হয়েছে।’
ড্র করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট গার্দিওলা, ‘ফলাফল নিয়েই আপনাকে জিততে হবে। এই ম্যাচ বিশ্লেষণ করলেই বুঝবেন আমরা কেমন খেলেছি। আমাদের অনেক সুযোগ ছিল। ছেলেরা সত্যিই ভালো খেলেছে। ধাপে ধাপে আমরা আরও উন্নতি করব।’
চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় ও ড্রয়ে ম্যানসিটির সংগ্রহ ৪ পয়েন্ট। টেবিলের আটে অবস্থান করছে তারা। এক পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে আছে মোনাকো। ৬ পয়েন্ট পাওয়া বায়ার্ন মিউনিখের অবস্থান শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে পরের স্থান দুটিতে আছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২৪ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৩ ঘণ্টা আগে