ক্রীড়া ডেস্ক
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তা-ই হলো বার্সেলোনা-ইন্টার মিলান সেমিফাইনালে। দুই দলই প্রাণপণে চেষ্টা করেছে। যার ফল দুই লেগ মিলিয়ে সেমির স্কোরলাইন, ইন্টার মিলান ৭: বার্সেলোনা ৬। এই মৌসুমে ফাইনালের কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও বার্সেলোনা তেমন একটা হতাশ নয়।
৩-৩ গোলে সমতা নিয়ে গতকাল সানসিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামে ইন্টার মিলান-বার্সেলোনা। লাওতারো মার্তিনেজ ও হাকান ক্যালহানোগলু ২১ ও ৪৫ মিনিটের অতিরিক্ত সময়ে গোল করে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে নেন ইন্টার মিলানকে। সমতায় ফিরতে লেগেছে এরপর বার্সেলোনার লেগেছে ৬ মিনিট। ৫৪ ও ৬০ মিনিটে গোল দুটি করেন এরিক গার্সিয়া ও দানি অলমো। সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার চমৎকার গোলে এগিয়ে যায় বার্সা। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমের প্রথমবার আটকে দিলেও ফিরতি সুযোগে বুলেট শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া।
৮৭ মিনিটে ৩-২ গোলে এগিয়ে থাকা বার্সেলোনার জন্য ফাইনাল খেলা তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে ইন্টার ম্যাচ শুরুর আগে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে যে হুংকার ছুড়েছিল, ম্যাচে সেটাই তারা করে দেখিয়েছে। দ্বিতীয় লেগে ৪-৩ গোলে জিতে সিমোন ইনজাগির ইন্টার মিলান উঠে গেল ফাইনালে। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ ফ্লিক বলেন, ‘আমি হতাশ। তবে খেলোয়াড় অথবা তাদের পারফরম্যান্স নিয়ে নয়। তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে এবং সেটা তো দেখাই গেছে। আমরা বাদ পড়ে গিয়েছি। পরের বছর আবারও চেষ্টা করব এবং ক্লাব ও ভক্তদের খুশি করার চেষ্টা করব।’
৮৭ মিনিটে রাফিনিয়ার গোলের পর সান সিরো অনেকটা স্তব্ধ হয়ে যায়। ইন্টার মিলানের ভক্ত-সমর্থকদের কারও কারও চোখে দেখা গেছে পানি। কারণ, ম্যাচের সময় তখন আর বেশি বাকি নেই। তবে ইনজাঘি হয়তো মনে মনে তখন বললেন, ‘পিকচার আভি বাকি হ্যাঁয়।’ ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ইন্টার ডিফেন্ডার ফ্র্যান্সেসকো অ্যাকার্বি বার্সেলোনার রক্ষণ চিড়ে দুর্দান্ত এক গোল করেন। গোলের পর তাঁর জার্সি খুলে উদযাপনই বলে দিচ্ছিল সবকিছু। এরপর অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচের ৯৯ মিনিটে মিডফিল্ডার দাভিদ ফ্রাত্তেসি করেন ইন্টারের চতুর্থ গোল।
পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে ইন্টার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটার প্রশংসা করেছেন ফ্লিক। বার্সেলোনা কোচ বলেন, ‘ইন্টার ভালো খেলেছে। তারা দারুণ দল। তারা রক্ষণে ভালো করেছে। তাদের ভালো স্ট্রাইকার আছে। তারা বলের দখল রেখেছে ভালোভাবে। আমরা তরুণ দল এবং পরিণত হতে হবে। রক্ষণ ও অন্যান্য ব্যাপার নিয়ে কাজ করতে হবে।’
বার্সেলোনার পরের ম্যাচ ১১ মে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘণ্টা বেজে যাওয়ায় বার্সা কোচ ফ্লিকের লক্ষ্য এখন ‘এল ক্লাসিকো’ ম্যাচে। বার্সা কোচ বলেন, ‘এই মৌসুম ও তার পরেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। খেলা শেষ এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে যেহেতু সামনে ক্লাসিকো আসছে। দলকে আমি জাগিয়ে তুলব।’
৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৬৭ ও ৬১। তারাও খেলেছে ৩৪টি করে ম্যাচ।
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তা-ই হলো বার্সেলোনা-ইন্টার মিলান সেমিফাইনালে। দুই দলই প্রাণপণে চেষ্টা করেছে। যার ফল দুই লেগ মিলিয়ে সেমির স্কোরলাইন, ইন্টার মিলান ৭: বার্সেলোনা ৬। এই মৌসুমে ফাইনালের কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও বার্সেলোনা তেমন একটা হতাশ নয়।
৩-৩ গোলে সমতা নিয়ে গতকাল সানসিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামে ইন্টার মিলান-বার্সেলোনা। লাওতারো মার্তিনেজ ও হাকান ক্যালহানোগলু ২১ ও ৪৫ মিনিটের অতিরিক্ত সময়ে গোল করে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে নেন ইন্টার মিলানকে। সমতায় ফিরতে লেগেছে এরপর বার্সেলোনার লেগেছে ৬ মিনিট। ৫৪ ও ৬০ মিনিটে গোল দুটি করেন এরিক গার্সিয়া ও দানি অলমো। সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার চমৎকার গোলে এগিয়ে যায় বার্সা। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমের প্রথমবার আটকে দিলেও ফিরতি সুযোগে বুলেট শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া।
৮৭ মিনিটে ৩-২ গোলে এগিয়ে থাকা বার্সেলোনার জন্য ফাইনাল খেলা তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে ইন্টার ম্যাচ শুরুর আগে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে যে হুংকার ছুড়েছিল, ম্যাচে সেটাই তারা করে দেখিয়েছে। দ্বিতীয় লেগে ৪-৩ গোলে জিতে সিমোন ইনজাগির ইন্টার মিলান উঠে গেল ফাইনালে। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ ফ্লিক বলেন, ‘আমি হতাশ। তবে খেলোয়াড় অথবা তাদের পারফরম্যান্স নিয়ে নয়। তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে এবং সেটা তো দেখাই গেছে। আমরা বাদ পড়ে গিয়েছি। পরের বছর আবারও চেষ্টা করব এবং ক্লাব ও ভক্তদের খুশি করার চেষ্টা করব।’
৮৭ মিনিটে রাফিনিয়ার গোলের পর সান সিরো অনেকটা স্তব্ধ হয়ে যায়। ইন্টার মিলানের ভক্ত-সমর্থকদের কারও কারও চোখে দেখা গেছে পানি। কারণ, ম্যাচের সময় তখন আর বেশি বাকি নেই। তবে ইনজাঘি হয়তো মনে মনে তখন বললেন, ‘পিকচার আভি বাকি হ্যাঁয়।’ ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ইন্টার ডিফেন্ডার ফ্র্যান্সেসকো অ্যাকার্বি বার্সেলোনার রক্ষণ চিড়ে দুর্দান্ত এক গোল করেন। গোলের পর তাঁর জার্সি খুলে উদযাপনই বলে দিচ্ছিল সবকিছু। এরপর অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচের ৯৯ মিনিটে মিডফিল্ডার দাভিদ ফ্রাত্তেসি করেন ইন্টারের চতুর্থ গোল।
পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে ইন্টার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটার প্রশংসা করেছেন ফ্লিক। বার্সেলোনা কোচ বলেন, ‘ইন্টার ভালো খেলেছে। তারা দারুণ দল। তারা রক্ষণে ভালো করেছে। তাদের ভালো স্ট্রাইকার আছে। তারা বলের দখল রেখেছে ভালোভাবে। আমরা তরুণ দল এবং পরিণত হতে হবে। রক্ষণ ও অন্যান্য ব্যাপার নিয়ে কাজ করতে হবে।’
বার্সেলোনার পরের ম্যাচ ১১ মে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘণ্টা বেজে যাওয়ায় বার্সা কোচ ফ্লিকের লক্ষ্য এখন ‘এল ক্লাসিকো’ ম্যাচে। বার্সা কোচ বলেন, ‘এই মৌসুম ও তার পরেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। খেলা শেষ এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে যেহেতু সামনে ক্লাসিকো আসছে। দলকে আমি জাগিয়ে তুলব।’
৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৬৭ ও ৬১। তারাও খেলেছে ৩৪টি করে ম্যাচ।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
৭ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
১১ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে