Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বছরে রেকর্ড ২৪৮ কোটি টাকা আয় মেসির

ক্রীড়া ডেস্ক    
এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার লিওনেল মেসি। ছবি: এএফপি
এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার লিওনেল মেসি। ছবি: এএফপি

কদিন আগেই ৩৮ পেরিয়েছেন লিওনেল মেসি। বয়সকে শুধুই সংখ্যা মনে করে মেসি এগিয়ে চলেছেন দুর্দান্ত গতিতে। মাঠের পারফরম্যান্সে একের পর এক রেকর্ড তো গড়ছেনই। অর্থ উপার্জনের দিক থেকেও রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক পান মেসি। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৮ কোটি ৪৪ লাখ টাকা। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের তালিকা গতকাল প্রকাশ করলে জানা যায় এই তথ্য। বছরে মেসির মোট আয় নির্ধারণ করা হয়েছে এমএলএসের সঙ্গে চুক্তির ভিত্তিতে। ২০২৫ মৌসুম পর্যন্ত এই হিসেব করা হয়েছে। মার্কেটিং বোনাস, এজেন্ট ফি রয়েছে এর মধ্যে।

মেসির পর এমএলএসে বছরে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হলেন লরেনৎসো ইনসাইনি। টরন্টো এফসির ইনসাইনি পান ১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি হিসেবে সেটা ১৮৭ কোটি ৫৪ লাখ টাকা। এই তালিকায় তিনে থাকা সার্জিও বুসকেতস আয় করেন ৮৫ লাখ ডলার (১০৩ কোটি ২৫ লাখ টাকা)। ২০২৫-এর ২৫ মে পর্যন্ত এমএলএসপিএ এই হিসেব করে ডেটা বের করেছে। এমএলএসে ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ বুসকেতস।

এমএলএসে স্বাক্ষর করা ৯০২ খেলোয়াড়ের মোট পারিশ্রমিক ৫৮ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭১১৭ কোটি ৮৫ লাখ টাকা। । বছরে দুই বার সংগঠনটি ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে রিপোর্ট প্রকাশ করে থাকে। ২ বছর আগে এমএলএসে বছরে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার ছিলেন ইনসাইনি। মেসি তখনো ইন্টার মায়ামিতে যোগদান করেননি।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে চলে যান মেসি। সে বছরের জুলাইয়ে মায়ামির হয়ে অভিষেক হয় তাঁর। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৬২ ম্যাচ খেলেছেন মেসি। ৫০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে। মায়ামির জার্সিতে লিগস কাপ, সাপোর্টিং শিল্ড জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত