২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদ যেন হাসপাতালে পরিণত হচ্ছে। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ফুটবলারদের চোট এখন ভাবাচ্ছে লস ব্লাঙ্কোসকে। রিয়াল জিতলেও সেটা নিয়ে উদযাপনের পরিবর্তে ভিনিসিয়ুস জুনিয়র-দানি কারভাহালদের চোট চিন্তার ভাঁজ ফেলেছে কার্লো আনচেলত্তির কপালে।
টানা দুই ম্যাচ জয়ের দেখা না পাওয়া রিয়াল গত রাতে জয়ের দেখা পেয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে শুরু থেকে পুরো ৯০ মিনিট খেলেছেন। এই ম্যাচ শেষেই কারভাহালের হাঁটুর চোটের কারণে বিপাকে পড়ে যায় রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘হাঁটুর গুরুতর চোট বলে মনে হচ্ছে এটা। বিস্তারিত জানা যাবে কয়েক ঘণ্টার মধ্যে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই চিন্তিত। এমন কিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি।’
রিয়ালের অন্যতম সেরা ডিফেন্ডার কারভাহালকে নিয়ে যে শঙ্কা আনচেলত্তি করছিলেন ম্যাচ শেষে, সেটাই সঠিক হয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গত রাতে হাসপাতালের বেডে শুয়ে একটি সেলফি পোস্ট করেন। রিয়ালের ডিফেন্ডার বলেন, ‘গুরুতর ক্রুসিয়েট লিগামেন্টের মারাত্মক চোট ধরা পড়েছে। আমাকে অস্ত্রোপচার করতে হবে। কয়েক মাসের জন্য মাঠের বাইরে যেতে হবে।
ভক্ত-সমর্থক, সতীর্থদের স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে কারভাহালকে নিয়ে। রিয়ালের ডিফেন্ডার বলেন, ‘এরই মধ্যে সেরে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্টের মতো ফিরতে মুখিয়ে আছি। আপনাদের সবার বার্তার জন্য ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে।’ পোস্ট শেষে লাভ ইমোজি দিয়েছেন।
ভিনিকে নিয়ে দুশ্চিন্তা বেড়েছে ৭৩ মিনিটের পর। সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিনি। ৭৯ মিনিটে ডান কাঁধে হাত রেখে মাঠ ছাড়তে দেখা গেছে। ব্রাজিলের এই উইঙ্গারের কাঁধ ও ঘাড়ে অস্বস্তি থাকায় মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা করানোর দরকার বলে জানা গেছে।
২৯ সেপ্টেম্বর রণক্ষেত্রে পরিণত হওয়া মাদ্রিদ ডার্বি ড্র হয়েছে ১-১ গোলের ড্রয়ে। সিভিতাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ ম্যাচটা ছিল লা লিগার। পরবর্তী ২ অক্টোবর রাতে লিলের কাছে চ্যাম্পিয়নস লিগে হেরে যায় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতের জয়ে এবারের লা লিগায় ২১ পয়েন্ট হয়েছে রিয়ালের। স্প্যানিশ লিগটিতে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা বার্সেলোনারও পয়েন্ট ২১। পার্থক্য শুধু গোল ব্যবধানে। বার্সা ও রিয়াল দুই দল এবারের লা লিগায় খেলেছে ৮ ও ৯ ম্যাচ।
২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদ যেন হাসপাতালে পরিণত হচ্ছে। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ফুটবলারদের চোট এখন ভাবাচ্ছে লস ব্লাঙ্কোসকে। রিয়াল জিতলেও সেটা নিয়ে উদযাপনের পরিবর্তে ভিনিসিয়ুস জুনিয়র-দানি কারভাহালদের চোট চিন্তার ভাঁজ ফেলেছে কার্লো আনচেলত্তির কপালে।
টানা দুই ম্যাচ জয়ের দেখা না পাওয়া রিয়াল গত রাতে জয়ের দেখা পেয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে শুরু থেকে পুরো ৯০ মিনিট খেলেছেন। এই ম্যাচ শেষেই কারভাহালের হাঁটুর চোটের কারণে বিপাকে পড়ে যায় রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘হাঁটুর গুরুতর চোট বলে মনে হচ্ছে এটা। বিস্তারিত জানা যাবে কয়েক ঘণ্টার মধ্যে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই চিন্তিত। এমন কিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি।’
রিয়ালের অন্যতম সেরা ডিফেন্ডার কারভাহালকে নিয়ে যে শঙ্কা আনচেলত্তি করছিলেন ম্যাচ শেষে, সেটাই সঠিক হয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গত রাতে হাসপাতালের বেডে শুয়ে একটি সেলফি পোস্ট করেন। রিয়ালের ডিফেন্ডার বলেন, ‘গুরুতর ক্রুসিয়েট লিগামেন্টের মারাত্মক চোট ধরা পড়েছে। আমাকে অস্ত্রোপচার করতে হবে। কয়েক মাসের জন্য মাঠের বাইরে যেতে হবে।
ভক্ত-সমর্থক, সতীর্থদের স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে কারভাহালকে নিয়ে। রিয়ালের ডিফেন্ডার বলেন, ‘এরই মধ্যে সেরে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্টের মতো ফিরতে মুখিয়ে আছি। আপনাদের সবার বার্তার জন্য ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে।’ পোস্ট শেষে লাভ ইমোজি দিয়েছেন।
ভিনিকে নিয়ে দুশ্চিন্তা বেড়েছে ৭৩ মিনিটের পর। সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিনি। ৭৯ মিনিটে ডান কাঁধে হাত রেখে মাঠ ছাড়তে দেখা গেছে। ব্রাজিলের এই উইঙ্গারের কাঁধ ও ঘাড়ে অস্বস্তি থাকায় মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা করানোর দরকার বলে জানা গেছে।
২৯ সেপ্টেম্বর রণক্ষেত্রে পরিণত হওয়া মাদ্রিদ ডার্বি ড্র হয়েছে ১-১ গোলের ড্রয়ে। সিভিতাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ ম্যাচটা ছিল লা লিগার। পরবর্তী ২ অক্টোবর রাতে লিলের কাছে চ্যাম্পিয়নস লিগে হেরে যায় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতের জয়ে এবারের লা লিগায় ২১ পয়েন্ট হয়েছে রিয়ালের। স্প্যানিশ লিগটিতে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা বার্সেলোনারও পয়েন্ট ২১। পার্থক্য শুধু গোল ব্যবধানে। বার্সা ও রিয়াল দুই দল এবারের লা লিগায় খেলেছে ৮ ও ৯ ম্যাচ।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে