Ajker Patrika

শৈশবের ক্লাবের বিপক্ষে খেলা মেসির কাছে ‘ভেরি স্পেশাল’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ০৫
শৈশবের ক্লাবের বিপক্ষে খেলা মেসির কাছে ‘ভেরি স্পেশাল’

 

নিওয়েলস ওল্ড বয়েজ, ইন্টার মায়ামি—দুটি দলের সঙ্গেই জড়িয়ে লিওনেল মেসির নাম। মায়ামি মেসির বর্তমান। অন্যদিকে নিওয়েলস ওল্ড বয়েজ তাঁর শৈশবের ক্লাব। এখান থেকেই আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার পথচলা শুরু। সেখানে আজ ডিআরভি পিংক স্টেডিয়াম যেন হয়ে যায় ‘মেসিময়’। 

চোটের কারণে প্রাক মৌসুম সফরে ইন্টার মায়ামির মূল একাদশে মেসি হয়ে পড়েন অমাবশ্যার চাঁদ। সেখানে আজ ক্লাব প্রীতি ম্যাচে ডিআরভি পিংক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। মেসিকে নিয়েই প্রধান একাদশ সাজায় মায়ামি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে দেখা যায় শৈশবের ক্লাবের ফুটবলারদের সঙ্গে খুনসুটি করতে। মায়ামির কাছে এটাই প্রাক মৌসুমের শেষ ম্যাচ। এই ম্যাচটিকেই বিশেষ মনে করছেন মেসি। কারণ শৈশবের ক্লাবের সঙ্গে দেখা করার এমন মুহূর্ত যে বারবার আসে না। আর্জেন্টিনার তারকা ফুটবলার ইনস্টাগ্রামে লিখে বলেন, ‘প্রাক মৌসুম শেষ করতে এটা ভেরি স্পেশাল ম্যাচ।’ 

ইন্টার মায়ামি-নিওয়েলস ওল্ড বয়েজ ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। মায়ামির গোল করেন ৬১ মিনিটে বদলি হিসেবে নামা শ্যানিডার বর্গেলিন। মেসি ৬০ মিনিট খেলেও পাননি গোলের দেখা। বরং বেশ কিছু গোলের সুযোগ মিস করেছেন। এমনকি তাঁর অ্যাসিস্ট থেকেও গোল করতে পারেননি মায়ামির সেন্ট্রাল মিডফিল্ডার দিয়েগো গোমেজ। 

প্রাক মৌসুমে এবার ইন্টার মায়ামি ম্যাচ খেলেছে ৭ টি। ৭ ম্যাচে জিতেছে কেবল ১ ম্যাচ। ৪ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ২ ম্যাচ। যার মধ্যে আল নাসরের বিপক্ষে মায়ামি হেরেছে ৬-০ গোলে। তবে হংকং একাদশের বিপক্ষে যে ম্যাচ ইন্টার মায়ামি জিতেছে, সেই ম্যাচেই অনুপস্থিত ছিলেন মেসি। এ নিয়ে পরে অনেক সমালোচনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত