ক্রীড়া ডেস্ক
১০ বছর তো কম সময় নয়। একটা ক্লাবে এত দীর্ঘ সময় থাকলে তাঁর আশেপাশের পরিবেশ তখন হয়ে ওঠে পরিবারের মতো। কথাটা বলা হচ্ছে কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। যাঁর বিদায়বেলায় পুরো ম্যানচেস্টার সিটি গত রাতে হয়ে উঠেছে ডি ব্রুইনাময়।
গ্যালারি, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ডাগআউট—ইতিহাদ স্টেডিয়াম তো বটেই, ডি ব্রুইনা গত রাতে ছিলেন পুরো ম্যানচেস্টার জুড়ে। ১০ বছর যে ক্লাবে খেলেছেন, সেই ক্লাবের আনাচে-কানাচে এমনকি সেই শহর তাঁর কাছে ‘হাতের তালু’র মতো চেনা হয়ে গিয়েছে। ৩৩ বছর বয়সী এই তারকার বিদায়ে কান্না ধরে রাখতে পারেননি সিটি কোচ পেপ গার্দিওলা।
সিটির সঙ্গে এক দশকের বন্ধন ছিন্ন করার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন ডি ব্রুইনা। ম্যাচ শেষে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘একটু অন্যরকম লাগছে। অসাধারণ এক যাত্রা। মানুষকে আনন্দ দিতে চেয়েছি। ফুটবল উপভোগ করতে চেয়েছি। সবাই উপভোগ করেছেন বলে বিশ্বাস করি। এই ক্লাবের জন্য কঠোর পরিশ্রম করে কিছু অর্জন করা আসলেই ভিন্ন কিছু। সত্যিই অনেক গর্বিত আমি। সৃজনশীল ফুটবল খেলে সবাইকে আনন্দ দিতে পেরেছি বলে মনে করি।’
ডি ব্রুইনাকে ইতিহাদ থেকে বিদায় জানাতে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি ম্যানচেস্টার সিটি। পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেখানো হলো তাঁর অসাধারণ সব কীর্তি। এরপর সেই অন্ধকার ভেদ করে বেরিয়ে এলেন স্বয়ং ডি ব্রুইনা। তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে। সিটির ফুটবলার-কর্মকর্তারা অভিবাদন জানিয়েছেন এই তারকা মিডফিল্ডারকে। এমনকি ডি ব্রুইনার অবদান স্মরণীয় করে রাখতে ইতিহাদের বাইরে তাঁর ভাস্কর্য বানানো হবে বলে জানিয়েছে ম্যান সিটি।
ডি ব্রুইনা সিটিতে আসার এক বছর পরে ক্লাবটির কোচ হয়ে এসেছেন গার্দিওলা। দীর্ঘ এই ৯ বছরে গার্দিওলার সঙ্গে মনে রাখার মতো অনেক মুহূর্ত তৈরি হয়েছে ডি ব্রুইনা। গার্দিওলা সিটিতে আসার পর ক্লাবটি ছয়বার প্রিমিয়ার লিগ, দুইবার এফএ কাপ ও একবার জিতেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। যাঁর মধ্যে ২০২২-২৩ মৌসুমে ম্যান সিটি জিতেছে ট্রেবল। সবকিছুতেই জড়িয়ে আছেন ডি ব্রুইনা।
চলতি মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ার ঘোষণা এ বছরের এপ্রিলে দিয়েছেন ডি ব্রুইনা। বিদায় গত রাতে নিলেন সিটির ঘরের মাঠ ইতিহাদ থেকে। কিংবদন্তির বিদায়ী ম্যাচে প্রিমিয়ার লিগে গত রাতে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। ওমর মারমুশ, নিকো গনজালেস, মাতেও কোভাচিচ—সিটির এই তিন ফুটবলার গোল করেছেন। বোর্নমাউথের একমাত্র গোল ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে করেছেন ড্যানিয়েল জেবিসন। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে সিটিজেনরা।
১০ বছর তো কম সময় নয়। একটা ক্লাবে এত দীর্ঘ সময় থাকলে তাঁর আশেপাশের পরিবেশ তখন হয়ে ওঠে পরিবারের মতো। কথাটা বলা হচ্ছে কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। যাঁর বিদায়বেলায় পুরো ম্যানচেস্টার সিটি গত রাতে হয়ে উঠেছে ডি ব্রুইনাময়।
গ্যালারি, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ডাগআউট—ইতিহাদ স্টেডিয়াম তো বটেই, ডি ব্রুইনা গত রাতে ছিলেন পুরো ম্যানচেস্টার জুড়ে। ১০ বছর যে ক্লাবে খেলেছেন, সেই ক্লাবের আনাচে-কানাচে এমনকি সেই শহর তাঁর কাছে ‘হাতের তালু’র মতো চেনা হয়ে গিয়েছে। ৩৩ বছর বয়সী এই তারকার বিদায়ে কান্না ধরে রাখতে পারেননি সিটি কোচ পেপ গার্দিওলা।
সিটির সঙ্গে এক দশকের বন্ধন ছিন্ন করার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন ডি ব্রুইনা। ম্যাচ শেষে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘একটু অন্যরকম লাগছে। অসাধারণ এক যাত্রা। মানুষকে আনন্দ দিতে চেয়েছি। ফুটবল উপভোগ করতে চেয়েছি। সবাই উপভোগ করেছেন বলে বিশ্বাস করি। এই ক্লাবের জন্য কঠোর পরিশ্রম করে কিছু অর্জন করা আসলেই ভিন্ন কিছু। সত্যিই অনেক গর্বিত আমি। সৃজনশীল ফুটবল খেলে সবাইকে আনন্দ দিতে পেরেছি বলে মনে করি।’
ডি ব্রুইনাকে ইতিহাদ থেকে বিদায় জানাতে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি ম্যানচেস্টার সিটি। পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেখানো হলো তাঁর অসাধারণ সব কীর্তি। এরপর সেই অন্ধকার ভেদ করে বেরিয়ে এলেন স্বয়ং ডি ব্রুইনা। তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে। সিটির ফুটবলার-কর্মকর্তারা অভিবাদন জানিয়েছেন এই তারকা মিডফিল্ডারকে। এমনকি ডি ব্রুইনার অবদান স্মরণীয় করে রাখতে ইতিহাদের বাইরে তাঁর ভাস্কর্য বানানো হবে বলে জানিয়েছে ম্যান সিটি।
ডি ব্রুইনা সিটিতে আসার এক বছর পরে ক্লাবটির কোচ হয়ে এসেছেন গার্দিওলা। দীর্ঘ এই ৯ বছরে গার্দিওলার সঙ্গে মনে রাখার মতো অনেক মুহূর্ত তৈরি হয়েছে ডি ব্রুইনা। গার্দিওলা সিটিতে আসার পর ক্লাবটি ছয়বার প্রিমিয়ার লিগ, দুইবার এফএ কাপ ও একবার জিতেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। যাঁর মধ্যে ২০২২-২৩ মৌসুমে ম্যান সিটি জিতেছে ট্রেবল। সবকিছুতেই জড়িয়ে আছেন ডি ব্রুইনা।
চলতি মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ার ঘোষণা এ বছরের এপ্রিলে দিয়েছেন ডি ব্রুইনা। বিদায় গত রাতে নিলেন সিটির ঘরের মাঠ ইতিহাদ থেকে। কিংবদন্তির বিদায়ী ম্যাচে প্রিমিয়ার লিগে গত রাতে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। ওমর মারমুশ, নিকো গনজালেস, মাতেও কোভাচিচ—সিটির এই তিন ফুটবলার গোল করেছেন। বোর্নমাউথের একমাত্র গোল ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে করেছেন ড্যানিয়েল জেবিসন। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে সিটিজেনরা।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে