কিছুদিন আগে সংবাদ সম্মেলনে জাভি হার্নান্দেজকে বুকে জড়িয়ে নিয়েছিলেন হোয়ান লাপোর্তা। স্পোর্টিং ডিরেক্টর ডেকোসহ বার্সেলোনার আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে হাত হাত রেখে কিসের যেন শপথও নিয়েছিলেন দুজনে। হঠাৎ কী এমন হলো যে, জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন লাপোর্তা? সাম্প্রতিক খবর এটাই।
শিষ্যদের ওপর নাখোশ হয়ে গত জানুয়ারিতে কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন সিদ্ধান্ত নেন জাভি। সেটি অবশ্য ‘শাপে বরই হয়’। আলস্য ঝেড়ে জেগে উঠে দল। গত এপ্রিলে লাপোর্তার জোরাজুরিতে আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন স্প্যানিশ কোচ। কিন্তু তাঁর এই ‘ইউটার্নের’ ২৩ দিন গত হতেই নতুন খবর, ছাঁটাই হতে যাচ্ছেন জাভি।
কেন হঠাৎ এমন খবর? পরশু রাতে লা লিগায় আলমেরিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে বার্সা। কিন্তু ম্যাচের আগে বার্সার অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে জাভি বলেন, ‘যা ভাবি আমি সেটিই বলি, অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থায় নেই। পরিস্থিতি উন্নতির জন্য আমরা সবাই কাজ করছি। আমরা শিরোপার জন্য লড়ছি, কিন্তু পাল্টায়নি কিছুই। তারা আমাকে ব্যক্তিগতভাবে কিছুই বলেননি। ক্রীড় সহসভাপতি আমাদের সঙ্গে এসেছেন। আমি শুধু সত্যটাই বলেছি। আমরা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সব শিরোপার জন্য লড়ছি, তবে পরিস্থিতি সহজ নয়, আমাদের বাস্তবতা পাল্টায়নি।’
দল নিয়ে জাভির এমন সমালোচনা মোটেও পছন্দ হয়নি বার্সার বাকি কর্মকর্তাদের। তাঁরা লাপোর্তাকে সুপারিশ করেছেন, ৪৪ বছর বয়সী কোচ ছাঁটাইয়ের। আলমেরিয়া সফরে না গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অর্থনৈতিক অবস্থার তুলনা করে জাভির সমালোচনায় ক্ষুব্ধ হয়েছেন বার্সা প্রেসিডেন্ট। লাপোর্তা অবশ্য এখনো এ নিয়ে কিছু না বললেও কাতালান রেডিও স্টেশন আরএসি-১ জানিয়েছে, জাভিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন লাপোর্তা। স্প্যানিশ বেশ কয়েকটি পত্রিকাও খবরটি নিশ্চিত করেছে। এএস জানিয়েছে, বার্সেলোনা ইতিমধ্যে জাভির স্থলাভিষিক্ত কে হচ্ছেন সেটির সিদ্ধান্তও নিয়ে ফেলেছে।
মৌসুম দু-এক আগেও বড় অর্থনৈতিক সংকটে পড়েছিল বার্সা। যে কারণে তাদের ছেড়ে দিতে হয়েছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের মতন তারকাদেরও। খেলোয়াড় কিনতে চালু করতে হয়েছিল পঞ্চম ‘অর্থনৈতিক লিভারও। ২০২১ সালে কোচ হয়ে জাভি অনেক শর্ত দিয়ে কাতালোনিয়ায় ফেরেন। তাঁর অধীনে ২০২২-২৩ মৌসুমে লিগ জিতলেও এ মৌসুমে থাকতে শিরোপাশূন্য।
কিছুদিন আগে সংবাদ সম্মেলনে জাভি হার্নান্দেজকে বুকে জড়িয়ে নিয়েছিলেন হোয়ান লাপোর্তা। স্পোর্টিং ডিরেক্টর ডেকোসহ বার্সেলোনার আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে হাত হাত রেখে কিসের যেন শপথও নিয়েছিলেন দুজনে। হঠাৎ কী এমন হলো যে, জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন লাপোর্তা? সাম্প্রতিক খবর এটাই।
শিষ্যদের ওপর নাখোশ হয়ে গত জানুয়ারিতে কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন সিদ্ধান্ত নেন জাভি। সেটি অবশ্য ‘শাপে বরই হয়’। আলস্য ঝেড়ে জেগে উঠে দল। গত এপ্রিলে লাপোর্তার জোরাজুরিতে আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন স্প্যানিশ কোচ। কিন্তু তাঁর এই ‘ইউটার্নের’ ২৩ দিন গত হতেই নতুন খবর, ছাঁটাই হতে যাচ্ছেন জাভি।
কেন হঠাৎ এমন খবর? পরশু রাতে লা লিগায় আলমেরিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে বার্সা। কিন্তু ম্যাচের আগে বার্সার অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে জাভি বলেন, ‘যা ভাবি আমি সেটিই বলি, অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থায় নেই। পরিস্থিতি উন্নতির জন্য আমরা সবাই কাজ করছি। আমরা শিরোপার জন্য লড়ছি, কিন্তু পাল্টায়নি কিছুই। তারা আমাকে ব্যক্তিগতভাবে কিছুই বলেননি। ক্রীড় সহসভাপতি আমাদের সঙ্গে এসেছেন। আমি শুধু সত্যটাই বলেছি। আমরা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সব শিরোপার জন্য লড়ছি, তবে পরিস্থিতি সহজ নয়, আমাদের বাস্তবতা পাল্টায়নি।’
দল নিয়ে জাভির এমন সমালোচনা মোটেও পছন্দ হয়নি বার্সার বাকি কর্মকর্তাদের। তাঁরা লাপোর্তাকে সুপারিশ করেছেন, ৪৪ বছর বয়সী কোচ ছাঁটাইয়ের। আলমেরিয়া সফরে না গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অর্থনৈতিক অবস্থার তুলনা করে জাভির সমালোচনায় ক্ষুব্ধ হয়েছেন বার্সা প্রেসিডেন্ট। লাপোর্তা অবশ্য এখনো এ নিয়ে কিছু না বললেও কাতালান রেডিও স্টেশন আরএসি-১ জানিয়েছে, জাভিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন লাপোর্তা। স্প্যানিশ বেশ কয়েকটি পত্রিকাও খবরটি নিশ্চিত করেছে। এএস জানিয়েছে, বার্সেলোনা ইতিমধ্যে জাভির স্থলাভিষিক্ত কে হচ্ছেন সেটির সিদ্ধান্তও নিয়ে ফেলেছে।
মৌসুম দু-এক আগেও বড় অর্থনৈতিক সংকটে পড়েছিল বার্সা। যে কারণে তাদের ছেড়ে দিতে হয়েছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের মতন তারকাদেরও। খেলোয়াড় কিনতে চালু করতে হয়েছিল পঞ্চম ‘অর্থনৈতিক লিভারও। ২০২১ সালে কোচ হয়ে জাভি অনেক শর্ত দিয়ে কাতালোনিয়ায় ফেরেন। তাঁর অধীনে ২০২২-২৩ মৌসুমে লিগ জিতলেও এ মৌসুমে থাকতে শিরোপাশূন্য।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৯ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৬ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে