ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।
পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’
ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’
তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’
ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।
পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’
ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’
তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে