ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।
পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’
ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’
তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’
ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।
পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’
ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’
তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
২ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৪ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
৪ ঘণ্টা আগে