Ajker Patrika

গার্দিওলার সিটি গ্রহের সেরা দল, বলছেন ম্যানইউ কোচ 

গার্দিওলার সিটি গ্রহের সেরা দল, বলছেন ম্যানইউ কোচ 

ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্‌ফ রাংনিক। 

পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’ 

ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’ 

তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’ 

ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত