ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই পাকা করে রেখেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইপর্বে বাকি রয়েছে এখনো চার রাউন্ড। কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নরা। চিলির জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই ৭ মাস পর জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। যদিও শুরুর একাদশে তিনি থাকবেন কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
আর্জেন্টিনার হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে পেরুর বিপক্ষে। পেশির চোটের কারণে মার্চে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ম্যাচ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, সে শুরু থেকে খেলবে কি না। মূলত সে খেলার জন্য প্রস্তুত। আমরা পরে সিদ্ধান্ত নেব।’
চিলির বিপক্ষে একাদশে বেশ কিছু চমক থাকতে পারে। কারণ কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্দি। পেশির চোটের কারণে দলে ডাকা হয়নি আলেক্সিস মাক আলিস্তারকেও। তাই অনভিজ্ঞদের সুযোগ করে দিতে চান স্কালোনি।
তিনি বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় নেই, বিশেষ করে মাঝমাঠে। আমি এখনো একাদশ ঠিক করিনি, তবে যারা খুব বেশি ম্যাচ খেলেনি তাদের সুযোগ দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এটাই সঠিক সময়। যদিও ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ, তবে আজ নয়। আমরা চাই খেলোয়াড়েরা যেন দলের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারে।’
চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, গিলিয়ানো সিমিওনে, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা/নিকো পাস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই পাকা করে রেখেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইপর্বে বাকি রয়েছে এখনো চার রাউন্ড। কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নরা। চিলির জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই ৭ মাস পর জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। যদিও শুরুর একাদশে তিনি থাকবেন কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
আর্জেন্টিনার হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে পেরুর বিপক্ষে। পেশির চোটের কারণে মার্চে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ম্যাচ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, সে শুরু থেকে খেলবে কি না। মূলত সে খেলার জন্য প্রস্তুত। আমরা পরে সিদ্ধান্ত নেব।’
চিলির বিপক্ষে একাদশে বেশ কিছু চমক থাকতে পারে। কারণ কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্দি। পেশির চোটের কারণে দলে ডাকা হয়নি আলেক্সিস মাক আলিস্তারকেও। তাই অনভিজ্ঞদের সুযোগ করে দিতে চান স্কালোনি।
তিনি বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় নেই, বিশেষ করে মাঝমাঠে। আমি এখনো একাদশ ঠিক করিনি, তবে যারা খুব বেশি ম্যাচ খেলেনি তাদের সুযোগ দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এটাই সঠিক সময়। যদিও ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ, তবে আজ নয়। আমরা চাই খেলোয়াড়েরা যেন দলের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারে।’
চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, গিলিয়ানো সিমিওনে, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা/নিকো পাস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে