Ajker Patrika

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হামলায় ফিফা সভাপতির নিন্দা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হামলায় ফিফা সভাপতির নিন্দা

ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে আজ ভক্ত-সমর্থকদের আগ্রহের তো কোনো কমতি ছিল না। যে মারাকানায় লিওনেল মেসি দুই বছর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা উঁচিয়ে ধরেছেন, সেখানে তাঁর পায়ের জাদু দেখতে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে ম্যাচে কী ঘটতে চলেছে তা কেউ ঘুণাক্ষরেও টের পাননি। মারাকানা স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঘটনার নিন্দা জানিয়েছেন। 

মারাকানায় আজ ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় গন্ডগোল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাঁদের মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। গ্যালারিতে তখন শুরু হয় দাঙ্গা। আর দাঙ্গা থামাতে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের লাঠিপেটা থামাতে গিয়ে ব্যর্থ হওয়ায় ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। 

সহিংস পরিস্থিতিতে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। ছবি: এএফপিব্রাজিল-আর্জেন্টিনা এমন সংঘাতপূর্ণ ম্যাচ দেখে হতাশা প্রকাশ করেছেন ইনফান্তিনো। এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন, ‘ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই। ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যা দেখা গেছে, তার কোনো স্থান আমাদের সমাজ বা খেলায় নেই। সকল খেলোয়াড়, ভক্ত-সমর্থক, স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন ফুটবল খেলা ও উপভোগ করতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বলছি।’ 

অন্যদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) দাবি, এই ম্যাচে যথেষ্ট নিরাপত্তা ছিল। সিবিএফ এক বিবৃতিতে বলেছে, ‘এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা বেশ সতর্কতা ও কৌশলের সঙ্গে করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। রিও ডি জেনেইরো রাজ্য পুলিশের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ আয়োজনের জন্য সব পরিকল্পনা বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, ম্যাচ পরিচালনা করা রিও ডি জেনেইরোতে দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০৫০ জন নিরাপত্তাকর্মী ও ৭০০ মিলি রিও ডি জেনেইরো পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদিত নিরাপত্তাসহ ম্যাচ পরিচালনা সবকিছু সিবিএফ পুনরায় নিশ্চিত করেছিল। তাদের (পুলিশ) কঠোরভাবে এই কাজ করতে বলা হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত