Ajker Patrika

শীর্ষে উঠতে যেখানে বাধা মনে করছেন টেন হাগ

শীর্ষে উঠতে যেখানে বাধা মনে করছেন টেন হাগ

টানা অপরাজিত থাকার রেকর্ডটা আরেকটু লম্বা করতেই পারত ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে গতকাল আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ প্রায় ড্র হয়েই গিয়েছিল। তবে শেষ মুহূর্তে ইউনাইটেডের হাসি ম্লান করে দেয় আর্সেনাল। এরিক টেন হাগ মনে করেন, এভাবে হারলে রেড ডেভিলদের এক নম্বর দল হয়ে ওঠা কঠিন হবে।

এমিরেটস স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। ১৭ মিনিটে গোল করেন মার্কাস রাশফোর্ড। এরপর ২৪ মিনিটে এডি এনকিতার গোলে সমতায় ফেরে আর্সেনাল। ৫৩ মিনিটে গানার্সদের এগিয়ে নেন বুকায়ো সাকা। ৫৯ মিনিটে অসাধারণ এক হেড দিয়ে রেড ডেভিলদের সমতায় ফেরান লিসান্দ্রো মার্তিনেজ। ড্র-ই যখন ম্যাচের একমাত্র পরিণতি মনে হচ্ছিল, ৯০ মিনিটে এনকিতা গোল করেন। ৩-২ ব্যবধানে জয় পায় গানার্সরা।   

নিজেদের ভুলে ম্যাচ হেরেছে বলে জানিয়ে হতাশা প্রকাশ করেছেন টেন হাগ। যা ইউনাইটেডের এক নম্বর হওয়ার দল পথে অন্তরায় বলে মনে করেন তিনি। ম্যান ইউর কোচ বলেন, ‘দারুণ একটা ম্যাচ ছিল। এই অবস্থা থেকে ম্যাচ হারায় আমরা সত্যিই হতাশ। এমনকি গত সপ্তাহেও আমাদের হারানো কঠিন ছিল। আজ আমরা তেমন ভালো খেলিনি। তিনটা গোলই হয়েছে আমাদের ভুলে, যা আমরা ঠেকাতে পারতাম। আমাদের এই ভুল থেকে শিখতে হবে। ভুল করলে আমরা কখনো এক নম্বর দল হতে পারব না।’ 

ম্যান ইউকে হারিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৫০। তাতে ১৯ ম্যাচ খেলে শীর্ষস্থান অনেকটা পাকাপোক্ত করল গানার্সরা। আর ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যান ইউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত