লিভারপুলের জার্সিতে এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সালাহর পারফরম্যানসে প্রশংসা ঝরেছে ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে। লিভারপুল কোচের মতে,সালাহ অতিমানবীয়।
গতকাল স্পার্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম-লিভারপুল।মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অলরেডরা। সালাহকে প্রশংসায় ভাসিয়ে ক্লপ বলেন,‘সে দুটো গোল করেছে। এখন সত্যিকারের খেলোয়াড় হিসেবে খেলেছে। সেরা পারফরম্যান্সও করেছে এবং মানসিকতাও দুর্দান্ত। অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে সবাই তাকে (সালাহ) মনে রাখবে। তার পরিসংখ্যান আসলেই অতিমানবীয়।’
নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড-এই দুটো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরেছিল লিভারপুল। টানা দুই ম্যাচ হারার পর গতকাল টটেনহামের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। তবে এটাকে অন্যান্য ম্যাচগুলোর মতো সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আমি কোনো তুলনা করতে চাই না।এটা আমাদের জন্য সাধারণ ম্যাচ ছিল। গত বছর আমরা প্রায় চারটা প্রতিযোগিতা জিতেছিলাম। কিন্তু টটেনহামের বিপক্ষে দুইবার ড্র করেছি। তাই এখানে জেতাটা আসলেই কঠিন।’
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। ১৭০ গোল করেছেন এবং সহায়তা করেছেন ৬৮ গোলে। আর এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচ খেলেছেন সালাহ।১৪ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
লিভারপুলের জার্সিতে এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। সালাহর পারফরম্যানসে প্রশংসা ঝরেছে ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে। লিভারপুল কোচের মতে,সালাহ অতিমানবীয়।
গতকাল স্পার্স স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় টটেনহাম-লিভারপুল।মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় অলরেডরা। সালাহকে প্রশংসায় ভাসিয়ে ক্লপ বলেন,‘সে দুটো গোল করেছে। এখন সত্যিকারের খেলোয়াড় হিসেবে খেলেছে। সেরা পারফরম্যান্সও করেছে এবং মানসিকতাও দুর্দান্ত। অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে সবাই তাকে (সালাহ) মনে রাখবে। তার পরিসংখ্যান আসলেই অতিমানবীয়।’
নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেড-এই দুটো দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরেছিল লিভারপুল। টানা দুই ম্যাচ হারার পর গতকাল টটেনহামের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। তবে এটাকে অন্যান্য ম্যাচগুলোর মতো সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘আমি কোনো তুলনা করতে চাই না।এটা আমাদের জন্য সাধারণ ম্যাচ ছিল। গত বছর আমরা প্রায় চারটা প্রতিযোগিতা জিতেছিলাম। কিন্তু টটেনহামের বিপক্ষে দুইবার ড্র করেছি। তাই এখানে জেতাটা আসলেই কঠিন।’
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলেছেন সালাহ। ১৭০ গোল করেছেন এবং সহায়তা করেছেন ৬৮ গোলে। আর এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচ খেলেছেন সালাহ।১৪ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২৫ মিনিট আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
১ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ ঘণ্টা আগে