Ajker Patrika

ম্যানইউর কোচ হতে পারেন রোনালদো!

ম্যানইউর কোচ হতে পারেন রোনালদো!

দলবদলের শেষ মুহূর্তের নাটকীয়তায় জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘ঘরে’ ফিরেই দুর্দান্ত খেলছেন পর্তুগিজ তারকা। লম্বা সময় ম্যানইউর শিরোপা স্বপ্নও ফিরিয়ে এনেছেন তিনি। শোনা যাচ্ছে, রোনালদোর ইচ্ছে নাকি ম্যানইউতেই ক্যারিয়ারের ইতি টানবেন। 

এমনকি কোচিং স্টাফের অংশ হয়ে ম্যানইউর সঙ্গে নিজের সম্পর্কে আরও প্রলম্বিত করতে পারেন রোনালদো। সিআর সেভেনের কোচ হওয়ার স্বপ্নের কথা জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ও। 

প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটির কোচ ওলে গুনার সুলশার অবশ্য কদিন আগে বলেছিলেন, ৪০ বছর পর্যন্ত ম্যানইউতে থাকবেন রোনালদো। আর এরপরই হয়তো নিজের ছেলেকে কোচিং করাতেও দেখা যেতে পারে তাঁকে। ১১ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র এখন ম্যানইউর যুব দলের হয়ে অনুশীলন শুরু করেছে। 

ম্যানইউর সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে রোনালদোর। তবে দুই পক্ষ চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। ম্যানইউর সঙ্গে পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী এই তারকার চুক্তি যখন শেষ হবে তখন তাঁর বয়স হবে ৪০। আর এরপরই হয়তো নতুন দায়িত্বে দেখা যাবে স্যার আলেক্স ফার্গুসনের প্রিয় এই শিষ্যকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত