সময়টা ভালো যাচ্ছে না জেরার্ড পিকের। তরুণীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর বিচ্ছেদ হয়েছে পপ সম্রাজ্ঞী শাকিরার সঙ্গে। এবার বিচ্ছেদ হতে পারে প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গেও। নতুন মৌসুম শুরুর আগেই পিকেকে ছেড়ে দিতে পারে বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, লা লিগার নিয়মের ফাঁদে পড়েছে বার্সেলোনা। অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ক্লাবটির প্রয়োজন ৫ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থ কোনো ধনকুবের বিনিয়োগ করলে সমস্যার সমাধান হতে পারে। সেটি না হলে গ্রীষ্মকালীন দলবদলে ফুটবলার কিনতে পারবে না তারা।
মূলত করোনার কশাঘাতে অর্থনৈতিকভাবে ধসে পড়েছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা। ঘাটতি মেটাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্প বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়াও দিচ্ছে বার্সা কর্তৃপক্ষ। এবার ছেড়ে দিতে চাচ্ছে দলের রক্ষণভাগের পরীক্ষিত সৈনিক পিকেকে।
ফুটবলারদের খুঁটিনাটি তথ্যের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ বলছে, পিকে বার্সার কাছ থেকে বছরে ১৮৭ কোটি টাকা বেতন নেন। দুর্মূল্যের বাজারে এত টাকা বহন করা কাতালান ক্লাবটির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অভিজ্ঞ এ ডিফেন্ডারের বয়স ও ফর্ম টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। সদ্য সমাপ্ত মৌসুমে চোটের কারণে বেশির ভাগ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। যে কটি ম্যাচ খেলেছেন, বেশির ভাগেই ছিলেন ‘সুপার ফ্লপ’। হলুদ কার্ড দেখেছেন ১০ বার। মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছেন একবার।
সব মিলিয়ে বার্সাকে বরং বিপদেই ফেলেছেন ৩৫ বছর বয়সী পিকে। দলও কাটিয়েছে শিরোপাশূন্য মৌসুম। তবে কোচ জাভি হার্নান্দেজ চাচ্ছেন ২০২২-২৩ মৌসুমের আগে দলকে ঢেলে সাজাতে।
পিকের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩০ জুন। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ট্রেবল জয়ী তারকা। তার আগেই বেচে দিতে পারলে অন্তত ৫ মিলিয়ন ইউরো বাগিয়ে নিতে পারবে ক্লাবটি।
তাছাড়া পিকে নিজেও একবার বলেছিলেন, ‘বৃহত্তর স্বার্থে ক্লাব ছাড়ার প্রয়োজন হলেও আমি রাজি।’
আর্থিক ঝুঁকিতে থাকা বার্সা হয়তো সেই সুযোগ এবার নিতে পারে। পিকেকে বেচে দিতে পারলে রবার্ট লেভানডফস্কিকে দলে টানার পথ সুগম হবে বার্সার। পোলিশ ‘গোলমেশিন’ নিজেও কাতালান ক্লাবটিকে নতুন ঠিকানা বানাতে উন্মুখ।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
সময়টা ভালো যাচ্ছে না জেরার্ড পিকের। তরুণীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর বিচ্ছেদ হয়েছে পপ সম্রাজ্ঞী শাকিরার সঙ্গে। এবার বিচ্ছেদ হতে পারে প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গেও। নতুন মৌসুম শুরুর আগেই পিকেকে ছেড়ে দিতে পারে বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, লা লিগার নিয়মের ফাঁদে পড়েছে বার্সেলোনা। অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ক্লাবটির প্রয়োজন ৫ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থ কোনো ধনকুবের বিনিয়োগ করলে সমস্যার সমাধান হতে পারে। সেটি না হলে গ্রীষ্মকালীন দলবদলে ফুটবলার কিনতে পারবে না তারা।
মূলত করোনার কশাঘাতে অর্থনৈতিকভাবে ধসে পড়েছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা। ঘাটতি মেটাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্প বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়াও দিচ্ছে বার্সা কর্তৃপক্ষ। এবার ছেড়ে দিতে চাচ্ছে দলের রক্ষণভাগের পরীক্ষিত সৈনিক পিকেকে।
ফুটবলারদের খুঁটিনাটি তথ্যের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ বলছে, পিকে বার্সার কাছ থেকে বছরে ১৮৭ কোটি টাকা বেতন নেন। দুর্মূল্যের বাজারে এত টাকা বহন করা কাতালান ক্লাবটির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অভিজ্ঞ এ ডিফেন্ডারের বয়স ও ফর্ম টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। সদ্য সমাপ্ত মৌসুমে চোটের কারণে বেশির ভাগ ম্যাচে ছিলেন মাঠের বাইরে। যে কটি ম্যাচ খেলেছেন, বেশির ভাগেই ছিলেন ‘সুপার ফ্লপ’। হলুদ কার্ড দেখেছেন ১০ বার। মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছেন একবার।
সব মিলিয়ে বার্সাকে বরং বিপদেই ফেলেছেন ৩৫ বছর বয়সী পিকে। দলও কাটিয়েছে শিরোপাশূন্য মৌসুম। তবে কোচ জাভি হার্নান্দেজ চাচ্ছেন ২০২২-২৩ মৌসুমের আগে দলকে ঢেলে সাজাতে।
পিকের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩০ জুন। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ট্রেবল জয়ী তারকা। তার আগেই বেচে দিতে পারলে অন্তত ৫ মিলিয়ন ইউরো বাগিয়ে নিতে পারবে ক্লাবটি।
তাছাড়া পিকে নিজেও একবার বলেছিলেন, ‘বৃহত্তর স্বার্থে ক্লাব ছাড়ার প্রয়োজন হলেও আমি রাজি।’
আর্থিক ঝুঁকিতে থাকা বার্সা হয়তো সেই সুযোগ এবার নিতে পারে। পিকেকে বেচে দিতে পারলে রবার্ট লেভানডফস্কিকে দলে টানার পথ সুগম হবে বার্সার। পোলিশ ‘গোলমেশিন’ নিজেও কাতালান ক্লাবটিকে নতুন ঠিকানা বানাতে উন্মুখ।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৬ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১১ ঘণ্টা আগে