
ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।

ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
৩ ঘণ্টা আগে
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা।
৬ ঘণ্টা আগে