ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।
ফুটবলের মান উন্নয়নের জন্যই গত এপ্রিলে কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে উয়েফা ফুটবল বোর্ড তৈরি হয়েছিল। সেই বোর্ডের সদস্য জোসে মরিনহোও। কিন্তু আজ থেকে বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অতীত।
উয়েফা বোর্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য উয়েফার প্রধান আলেক্সজেন্ডার সেফেরিনকে চিঠি দিয়েছেন মরিনহোর। বোর্ডের সঙ্গে যুক্ত হতে গত এপ্রিলে পর্তুগিজ কোচকে আমন্ত্রণ জানিয়েছিলেন এসি মিলানের সাবেক তারকা জভোনিমির বোবান এবং সাবেক রেফারি রবার্তো রোসেত্তি।
বোবানের মাধ্যমেই সেফেরিনকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানানোর অনুরোধ করেছেন মরিনহো। চিঠিতে তিনি লিখেছেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তা এখন থেকেই কার্যকর হবে।’
বোর্ড থেকে কি কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানাননি মরিনহো। তবে রোমা কোচের চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে উয়েফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় হয়তো সদস্য পদ ছাড়লেন তিনি। ৬০ বছর বয়সী কোচ বলেছেন, ‘যে শর্তে বিশ্বাস রেখে যুক্ত হয়েছিলাম তা আর এখন নেই। তাই সিদ্ধান্তটি নিতে বাধ্যবাধকতা অনুভব করেছি। আন্তরিকতার সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে সভাপতি সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দেবেন।’
ইউরোপা কাপের ফাইনাল শেষে রেফারি অ্যান্থনি টেইলরকে অপদস্থ করায় গত পরশু দিন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। তাঁর সঙ্গে শাস্তি পেয়েছে রোমাও। অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞার সঙ্গে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ইতালিয়ান ক্লাবকে। তাঁর এই শাস্তি কার্যকর হবে আগামী মৌসুম থেকে শুধু উয়েফা আয়োজিত টুর্নামেন্টে। সেই শাস্তির সংবাদটি জনসম্মুখে আসার পরেই নিজেকে উয়েফা বোর্ড থেকে সরিয়ে নিলেন তিনি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে