রেকর্ড ভাঙা-গড়ার খেলা ক্রীড়াঙ্গনে খুবই সাধারণ ঘটনা। তবে কিছু কিছু রেকর্ড খেলোয়াড়েরা অবশ্যই ভুলে থাকতে চান। তেমনি এক ‘বিব্রতকর রেকর্ড’ গতকাল লিভারপুল-লেস্টার সিটি ম্যাচে গড়েছেন বাউট ফায়েস। জোড়া আত্মঘাতী গোল করেছেন বেলজিয়ান এই ডিফেন্ডার।
অ্যানফিল্ডে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল লেস্টার সিটি। চার মিনিটে প্যাটসন ডাকার অ্যাসিস্টে গোল করেছিলেন কিয়েরনান ডিউসবারি হল। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে হোঁচট খায় লেস্টার। ৩৭ মিনিটের সময় লিভারপুল রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড ক্রস করেছিলেন। ফায়েস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান। আর ৪৫ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল করেন লেস্টার ডিফেন্ডার। ২-১ গোলে ম্যাচ জেতে লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল করলেন ফায়েস। সর্বপ্রথম ১৯৯৯ সালে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল হয়েছিল। অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া আত্মঘাতী গোল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার। ইউনাইটেড ৩-২ গোলে ম্যাচ জিতেছিল।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল
খেলোয়াড় বছর দল প্রতিপক্ষ
জেমি ক্যারাঘার ১৯৯৯ লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড
মাইকেল প্রক্টর ২০০৩ সাদারল্যান্ড চার্লটন
জোনাথন ওয়াল্টারস ২০১৩ স্টোক সিটি চেলসি
বাউট ফায়েস ২০২২ লেস্টার সিটি লিভারপুল
রেকর্ড ভাঙা-গড়ার খেলা ক্রীড়াঙ্গনে খুবই সাধারণ ঘটনা। তবে কিছু কিছু রেকর্ড খেলোয়াড়েরা অবশ্যই ভুলে থাকতে চান। তেমনি এক ‘বিব্রতকর রেকর্ড’ গতকাল লিভারপুল-লেস্টার সিটি ম্যাচে গড়েছেন বাউট ফায়েস। জোড়া আত্মঘাতী গোল করেছেন বেলজিয়ান এই ডিফেন্ডার।
অ্যানফিল্ডে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল লেস্টার সিটি। চার মিনিটে প্যাটসন ডাকার অ্যাসিস্টে গোল করেছিলেন কিয়েরনান ডিউসবারি হল। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে হোঁচট খায় লেস্টার। ৩৭ মিনিটের সময় লিভারপুল রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড ক্রস করেছিলেন। ফায়েস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান। আর ৪৫ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল করেন লেস্টার ডিফেন্ডার। ২-১ গোলে ম্যাচ জেতে লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল করলেন ফায়েস। সর্বপ্রথম ১৯৯৯ সালে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল হয়েছিল। অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া আত্মঘাতী গোল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার। ইউনাইটেড ৩-২ গোলে ম্যাচ জিতেছিল।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল
খেলোয়াড় বছর দল প্রতিপক্ষ
জেমি ক্যারাঘার ১৯৯৯ লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড
মাইকেল প্রক্টর ২০০৩ সাদারল্যান্ড চার্লটন
জোনাথন ওয়াল্টারস ২০১৩ স্টোক সিটি চেলসি
বাউট ফায়েস ২০২২ লেস্টার সিটি লিভারপুল
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে