ক্রিস্টিয়ানো রোনালদোর গোল মানেই যেন আল নাসরের জয়। সৌদি প্রো লিগ, এএফসি চ্যাম্পিয়নস লিগ—সব টুর্নামেন্টেই রোনালদো গোল পাচ্ছেন। একই সঙ্গে জিতছে আল নাসরও।
শুধু তাই নয়, আল নাসরের ম্যাচে না খেলেও চলে আসছেন লিওনেল মেসি। ভক্ত-সমর্থকেরা গ্যালারি থেকে রোনালদোকে উদ্দেশ্য করে প্রায়ই ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছে। রোনালদোকেও দেখা যায় মেজাজ হারাতে। সৌদি প্রো লিগে গত রাতে আল শাবাবের বিপক্ষে আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে দেখা গেছে এমন ঘটনা।
সৌদি প্রো লিগের আল শাবাব-আল নাসর ম্যাচটি হয়েছিল আল শাবাব এফসি স্টেডিয়ামে। ২১ মিনিটে রোনালদোর পেনাল্টিতে এগিয়ে যায় আল নাসর। এরপর প্রথমার্ধের শেষে ইয়ানিক কারাসকোর গোলে সমতায় ফেরে আল শাবাব। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে সমতাসূচক গোল করেন কারাসকো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় আল নাসর। ৪৬ মিনিটে আল নাসরকে এগিয়ে নেন দলটির অ্যাটাকিং মিডফিল্ডার তালিসকা। তাঁকে অ্যাসিস্ট করেন ওতাভিও। এরই মধ্যে গ্যালারি থেকে ভেসে আসে ‘মেসি, মেসি’ স্লোগান। রোনালদো এর জবাব দিয়েছেন ভিন্ন এক অঙ্গভঙ্গির মাধ্যমে।
আল নাসর এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সমতায় ফেরে আল শাবাব। ৬৭ মিনিটে হাবিব দিয়ালোর অ্যাসিস্টে আল শাবাবের সমতাসূচক গোল করেন কার্লোস। ম্যাচের পরিস্থিতি একটা সময় যখন মনে হচ্ছিল ২-২ ড্র, তখনই দেখা যায় আল নাসরের ম্যাজিক। ৮৬ মিনিটে দলের তৃতীয় গোল করেন তালিসকা। এটা ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত আল শাবাবকে ৩-২ গোলে হারিয়েছে আল নাসর। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা চতুর্থ জয় পেল আল নাসর। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে গোলের উদযাপনের ছবি পোস্ট করেছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘শেষ পর্যন্ত এভাবেই আমরা খেলব। কখনোই থামব না।’
৩-২ গোলে জয়ের ম্যাচে সৌদি প্রো লিগে আল নাসরের পয়েন্ট হয়েছে ৫২। পয়েন্ট তালিকায় এখন তারা দ্বিতীয় স্থানে ও খেলেছে ২১ ম্যাচ। জিতেছে ১৭ ম্যাচ, ১ ম্যাচ ড্র করেছে ও ৩ ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা আল হিলালের পয়েন্ট ৫৬। তারা খেলেছে ২০ ম্যাচ।
ক্রিস্টিয়ানো রোনালদোর গোল মানেই যেন আল নাসরের জয়। সৌদি প্রো লিগ, এএফসি চ্যাম্পিয়নস লিগ—সব টুর্নামেন্টেই রোনালদো গোল পাচ্ছেন। একই সঙ্গে জিতছে আল নাসরও।
শুধু তাই নয়, আল নাসরের ম্যাচে না খেলেও চলে আসছেন লিওনেল মেসি। ভক্ত-সমর্থকেরা গ্যালারি থেকে রোনালদোকে উদ্দেশ্য করে প্রায়ই ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছে। রোনালদোকেও দেখা যায় মেজাজ হারাতে। সৌদি প্রো লিগে গত রাতে আল শাবাবের বিপক্ষে আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে দেখা গেছে এমন ঘটনা।
সৌদি প্রো লিগের আল শাবাব-আল নাসর ম্যাচটি হয়েছিল আল শাবাব এফসি স্টেডিয়ামে। ২১ মিনিটে রোনালদোর পেনাল্টিতে এগিয়ে যায় আল নাসর। এরপর প্রথমার্ধের শেষে ইয়ানিক কারাসকোর গোলে সমতায় ফেরে আল শাবাব। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে সমতাসূচক গোল করেন কারাসকো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় আল নাসর। ৪৬ মিনিটে আল নাসরকে এগিয়ে নেন দলটির অ্যাটাকিং মিডফিল্ডার তালিসকা। তাঁকে অ্যাসিস্ট করেন ওতাভিও। এরই মধ্যে গ্যালারি থেকে ভেসে আসে ‘মেসি, মেসি’ স্লোগান। রোনালদো এর জবাব দিয়েছেন ভিন্ন এক অঙ্গভঙ্গির মাধ্যমে।
আল নাসর এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সমতায় ফেরে আল শাবাব। ৬৭ মিনিটে হাবিব দিয়ালোর অ্যাসিস্টে আল শাবাবের সমতাসূচক গোল করেন কার্লোস। ম্যাচের পরিস্থিতি একটা সময় যখন মনে হচ্ছিল ২-২ ড্র, তখনই দেখা যায় আল নাসরের ম্যাজিক। ৮৬ মিনিটে দলের তৃতীয় গোল করেন তালিসকা। এটা ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত আল শাবাবকে ৩-২ গোলে হারিয়েছে আল নাসর। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা চতুর্থ জয় পেল আল নাসর। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে গোলের উদযাপনের ছবি পোস্ট করেছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘শেষ পর্যন্ত এভাবেই আমরা খেলব। কখনোই থামব না।’
৩-২ গোলে জয়ের ম্যাচে সৌদি প্রো লিগে আল নাসরের পয়েন্ট হয়েছে ৫২। পয়েন্ট তালিকায় এখন তারা দ্বিতীয় স্থানে ও খেলেছে ২১ ম্যাচ। জিতেছে ১৭ ম্যাচ, ১ ম্যাচ ড্র করেছে ও ৩ ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা আল হিলালের পয়েন্ট ৫৬। তারা খেলেছে ২০ ম্যাচ।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে