Ajker Patrika

আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে মেসির নাম, খেপলেন রোনালদো

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ১৮
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে মেসির নাম, খেপলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর গোল মানেই যেন আল নাসরের জয়। সৌদি প্রো লিগ, এএফসি চ্যাম্পিয়নস লিগ—সব টুর্নামেন্টেই রোনালদো গোল পাচ্ছেন। একই সঙ্গে জিতছে আল নাসরও। 

শুধু তাই নয়, আল নাসরের ম্যাচে না খেলেও চলে আসছেন লিওনেল মেসি। ভক্ত-সমর্থকেরা গ্যালারি থেকে রোনালদোকে উদ্দেশ্য করে প্রায়ই ‘মেসি, মেসি’ স্লোগান দেওয়া হচ্ছে। রোনালদোকেও দেখা যায় মেজাজ হারাতে। সৌদি প্রো লিগে গত রাতে আল শাবাবের বিপক্ষে আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে দেখা গেছে এমন ঘটনা। 

সৌদি প্রো লিগের আল শাবাব-আল নাসর ম্যাচটি হয়েছিল আল শাবাব এফসি স্টেডিয়ামে। ২১ মিনিটে রোনালদোর পেনাল্টিতে এগিয়ে যায় আল নাসর। এরপর প্রথমার্ধের শেষে ইয়ানিক কারাসকোর গোলে সমতায় ফেরে আল শাবাব। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে সমতাসূচক গোল করেন কারাসকো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় আল নাসর। ৪৬ মিনিটে আল নাসরকে এগিয়ে নেন দলটির অ্যাটাকিং মিডফিল্ডার তালিসকা। তাঁকে অ্যাসিস্ট করেন ওতাভিও। এরই মধ্যে গ্যালারি থেকে ভেসে আসে ‘মেসি, মেসি’ স্লোগান। রোনালদো এর জবাব দিয়েছেন ভিন্ন এক অঙ্গভঙ্গির মাধ্যমে। 

পেনাল্টি থেকে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি আল নাসর এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সমতায় ফেরে আল শাবাব। ৬৭ মিনিটে হাবিব দিয়ালোর অ্যাসিস্টে আল শাবাবের সমতাসূচক গোল করেন কার্লোস। ম্যাচের পরিস্থিতি একটা সময় যখন মনে হচ্ছিল ২-২ ড্র, তখনই দেখা যায় আল নাসরের ম্যাজিক। ৮৬ মিনিটে দলের তৃতীয় গোল করেন তালিসকা। এটা ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত আল শাবাবকে ৩-২ গোলে হারিয়েছে আল নাসর। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা চতুর্থ জয় পেল আল নাসর। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে গোলের উদযাপনের ছবি পোস্ট করেছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘শেষ পর্যন্ত এভাবেই আমরা খেলব। কখনোই থামব না।’

৩-২ গোলে জয়ের ম্যাচে সৌদি প্রো লিগে আল নাসরের পয়েন্ট হয়েছে ৫২। পয়েন্ট তালিকায় এখন তারা দ্বিতীয় স্থানে ও খেলেছে ২১ ম্যাচ। জিতেছে ১৭ ম্যাচ, ১ ম্যাচ ড্র করেছে ও ৩ ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা আল হিলালের পয়েন্ট ৫৬। তারা খেলেছে ২০ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত