ফুটবল বিশ্ব হারাল আরেক নক্ষত্রকে। চলে গেলেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার লুইস সুয়ারেজ। ৮৮ বছর বয়সে আজ রোববার শেষ নিশ্বাস ত্যাগ করেন স্পেনের সর্বকালের সেরা এই ফুটবলার।
স্পেনে জন্ম একমাত্র ফুটবলার হিসেবে (ছেলেদের) ব্যালন ডি’অর জিতেছেন সুয়ারেজ। ১৯৬০ সালে ব্যক্তিগত নৈপুণ্যের এই মর্যাদার পুরস্কার জেতেন তিনি। পরে ১৯৯০ বিশ্বকাপে লা রোহাদের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
সুয়ারেজের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। টুইটারে তারা লিখেছে, ‘আরএফইএফের পক্ষ থেকে আমরা লুইস সুয়ারেজ মিরামোন্তেসের সকল আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সমবেদনা জানাচ্ছি।’ সুয়ারেজের মৃত্যুতে আন্তরিক শোক জানিয়েছেন তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।
১৯৬০ দশকে ইন্টার মিলানের সাবেক কোচ হেলেনিও হেরেরার অধীনে ইতালিয়ান লিগের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে উঠেছিলেন সুয়ারেজ। পরে নেরাজ্জুরিদের কোচ হিসেবেও ডাগআউটে দাঁড়িয়েছিলেন। ১৯৮৮-৯১ পর্যন্ত দায়িত্ব সামলেছেন স্পেন জাতীয় দলেরও।
স্প্যানিশ ক্লাব দেপার্তিভো লা করুনা হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর বার্সা ঘুরে ট্রান্সফারে রেকর্ড গড়ে যোগ দেন ইন্টারে। সেখান থেকে আরেক ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার হয়ে ক্যারিয়ারের ইতি টানেন।
বার্সার হয়ে সুয়ারেজ সমান দুটি করে লিগ শিরোপা, ফেয়ার্স কাপ ও স্প্যানিশ কাপ জিতেছেন। ইন্টারের হয়ে জিতেছেন দুটি ইউরোপিয়ান কাপ, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ৩টি স্কুদেত্তো জিতেছেন। স্পেনের জার্সিতে ৩২ ম্যাচ খেলেছেন সুয়ারেজ, ১৯৬৪ সালে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।
ফুটবল বিশ্ব হারাল আরেক নক্ষত্রকে। চলে গেলেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার লুইস সুয়ারেজ। ৮৮ বছর বয়সে আজ রোববার শেষ নিশ্বাস ত্যাগ করেন স্পেনের সর্বকালের সেরা এই ফুটবলার।
স্পেনে জন্ম একমাত্র ফুটবলার হিসেবে (ছেলেদের) ব্যালন ডি’অর জিতেছেন সুয়ারেজ। ১৯৬০ সালে ব্যক্তিগত নৈপুণ্যের এই মর্যাদার পুরস্কার জেতেন তিনি। পরে ১৯৯০ বিশ্বকাপে লা রোহাদের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
সুয়ারেজের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। টুইটারে তারা লিখেছে, ‘আরএফইএফের পক্ষ থেকে আমরা লুইস সুয়ারেজ মিরামোন্তেসের সকল আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সমবেদনা জানাচ্ছি।’ সুয়ারেজের মৃত্যুতে আন্তরিক শোক জানিয়েছেন তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।
১৯৬০ দশকে ইন্টার মিলানের সাবেক কোচ হেলেনিও হেরেরার অধীনে ইতালিয়ান লিগের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে উঠেছিলেন সুয়ারেজ। পরে নেরাজ্জুরিদের কোচ হিসেবেও ডাগআউটে দাঁড়িয়েছিলেন। ১৯৮৮-৯১ পর্যন্ত দায়িত্ব সামলেছেন স্পেন জাতীয় দলেরও।
স্প্যানিশ ক্লাব দেপার্তিভো লা করুনা হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর বার্সা ঘুরে ট্রান্সফারে রেকর্ড গড়ে যোগ দেন ইন্টারে। সেখান থেকে আরেক ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার হয়ে ক্যারিয়ারের ইতি টানেন।
বার্সার হয়ে সুয়ারেজ সমান দুটি করে লিগ শিরোপা, ফেয়ার্স কাপ ও স্প্যানিশ কাপ জিতেছেন। ইন্টারের হয়ে জিতেছেন দুটি ইউরোপিয়ান কাপ, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ৩টি স্কুদেত্তো জিতেছেন। স্পেনের জার্সিতে ৩২ ম্যাচ খেলেছেন সুয়ারেজ, ১৯৬৪ সালে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে