Ajker Patrika

মৃত্যুকে জয় করে যেভাবে মাঠে ফিরলেন এই নারী ফুটবলার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১: ২২
মৃত্যুকে জয় করে যেভাবে মাঠে ফিরলেন এই নারী ফুটবলার

ব্রেইন টিউমারের সঙ্গে দুই বছর লড়াই করে অবশেষে মাঠে ফিরেছেন আতলেতিকো মাদ্রিদের নারী দলের ফুটবলার ভার্জিনিয়া তোরেসিল্লা। ২০২০ সালে চিকিৎসকদের ছুরির নিচে যেতে হয় ২৭ বছর বয়সী এই ফুটবলারকে। তবে সেই লড়াইয়ে জিতে এখন নায়কোচিত প্রত্যাবর্তন দেখা গেছে তাঁর। 

সেই অস্ত্রোপচারের পর তোরেসিল্লার কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে। এরপর পরিস্থিতি ভালোর দিকে যাওয়ায় ২০২১ সালের মার্চে আবার অনুশীলনে ফেরেন তিনি। 

গত বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বেঞ্চে জায়গা পান তোরেসিল্লা। সেই ম্যাচে আতলেতিকো ৩-২ গোলে জিতেছে। এরপর বার্সেলোনার বিপক্ষে ফাইনালে গত রোববার বদলি হিসেবে মাঠে নামেন তোরেসিল্লা। ৮৫ মিনিটে মাঠে নেমে অধিনায়কের আর্মব্যান্ডও পরেন তিনি। ম্যাচে বড় হারের স্বাদ পেলেও সেই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল তোরেসিল্লার জন্য। ম্যাচের পর ক্লাবকে ধন্যবাদও জানান তিনি। 

এভাবেই তোরেসিল্লাকে অভ্যর্থনা জানান সতীর্থরাএক টুইট বার্তায় তোরেসিল্লা লেখেন, ‘আমি সতীর্থদের সঙ্গে খেলতে পেরে এবং সবকিছু ভাগাভাগি করে আনন্দিত। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ ছিল। এটা চেষ্টা, নিবেদন ও অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়েছে। আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, তারা সব সময় আমার সঙ্গে ছিল।’ 

ম্যাচের সতীর্থ ও প্রতিপক্ষ বার্সেলোনার খেলোয়াড়েরা উষ্ণ অভ্যর্থনা জানান তোরেসেিল্লাকে। এর আগে বার্সার হয়েও খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত