রিয়াল মাদ্রিদের প্রয়াত কিংবদন্তি জুয়ানিতো মারাভিয়া বলেছিলেন, ‘সান্তিয়াগো বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়।’ যুগে যুগে রিয়ালের বহু প্রতিপক্ষ বার্নাব্যুতে এসে এই বাণীর মর্ম বুঝেছে। চ্যাম্পিয়নস লিগেই যার সাক্ষী হয়েছে মেসি-নেইমারদের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও শিরোপাধারী চেলসি। দল দুটির বিপক্ষে অবিশ্বাস্যভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে পরের রাউন্ডে উঠেছে রিয়াল। এবার ম্যানচেস্টার সিটিকেও বার্নাব্যুর মাহত্ম্য, ওজন আর উত্তাপ বোঝাতে চান করিম বেনজেমা।
গত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেলেও দারুণ লড়াই করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম ১১ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পরা রিয়াল ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে ৪-৩ গোলে। জোড়া গোল পেয়েছেন করিম বেনজেমা। হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ‘কিং করিম’।
দ্বিতীয় লেগে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী বেনজেমা জানিয়েছেন, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর দলই জিতবে। ম্যাচ শেষে ফরাসি স্ট্রাইকার বলেন, ‘আমি আগে থেকেই আমাদের সমর্থকদের বিশেষ কিছু দেখার জন্য প্রস্তুত হয়ে থাকতে বলব। সান্তিয়াগো বার্নাব্যুতে আমরাই জিতছি। হার কখনই কাম্য নয় এবং আমরা এ বছর চ্যাম্পিয়ন্স লিগ জিততে দৃঢ় প্রতিজ্ঞ। ভালো দিক হলো আমরা হারলেও(প্রথম লেগ) কখনও থেমে যায়নি। একেবারে শেষ পর্যন্ত লড়াই করেছি।’
ইতিহাদে রিয়ালের রক্ষণভাগ খুব একটা সুবিধা করতে পারেনি। বার্নাব্যুতে জিততে হলে রক্ষণকে আরও মজবুত হতে হবে। কোচ কার্লো আনসেলোত্তি সে ব্যাপারে সতর্কবার্তা দিচ্ছেব এখন থেকেই, ‘নিঃসন্দেহে আমাদের আরও ভালভাবে ডিফেন্ড করতে হবে। ওরা আমাদের বিপক্ষে চারটি গোল করেছে, যা একেবারেই ভাল খবর নয়। এর অর্থ আমরা ভালভাবে ডিফেন্ড করতে পারিনি এবং দ্বিতীয় লেগে ডিফেন্সে আমাদের আরও উন্নতি করতে হবে। আমার মতে (ম্যাচের ভাগ্য নির্ধারণে) এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।’
আগামী বুধবার (৪ মে) দ্বিতীয় লেগে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে রিয়াল ও সিটি।
রিয়াল মাদ্রিদের প্রয়াত কিংবদন্তি জুয়ানিতো মারাভিয়া বলেছিলেন, ‘সান্তিয়াগো বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়।’ যুগে যুগে রিয়ালের বহু প্রতিপক্ষ বার্নাব্যুতে এসে এই বাণীর মর্ম বুঝেছে। চ্যাম্পিয়নস লিগেই যার সাক্ষী হয়েছে মেসি-নেইমারদের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও শিরোপাধারী চেলসি। দল দুটির বিপক্ষে অবিশ্বাস্যভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে পরের রাউন্ডে উঠেছে রিয়াল। এবার ম্যানচেস্টার সিটিকেও বার্নাব্যুর মাহত্ম্য, ওজন আর উত্তাপ বোঝাতে চান করিম বেনজেমা।
গত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেলেও দারুণ লড়াই করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম ১১ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পরা রিয়াল ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে ৪-৩ গোলে। জোড়া গোল পেয়েছেন করিম বেনজেমা। হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ‘কিং করিম’।
দ্বিতীয় লেগে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী বেনজেমা জানিয়েছেন, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর দলই জিতবে। ম্যাচ শেষে ফরাসি স্ট্রাইকার বলেন, ‘আমি আগে থেকেই আমাদের সমর্থকদের বিশেষ কিছু দেখার জন্য প্রস্তুত হয়ে থাকতে বলব। সান্তিয়াগো বার্নাব্যুতে আমরাই জিতছি। হার কখনই কাম্য নয় এবং আমরা এ বছর চ্যাম্পিয়ন্স লিগ জিততে দৃঢ় প্রতিজ্ঞ। ভালো দিক হলো আমরা হারলেও(প্রথম লেগ) কখনও থেমে যায়নি। একেবারে শেষ পর্যন্ত লড়াই করেছি।’
ইতিহাদে রিয়ালের রক্ষণভাগ খুব একটা সুবিধা করতে পারেনি। বার্নাব্যুতে জিততে হলে রক্ষণকে আরও মজবুত হতে হবে। কোচ কার্লো আনসেলোত্তি সে ব্যাপারে সতর্কবার্তা দিচ্ছেব এখন থেকেই, ‘নিঃসন্দেহে আমাদের আরও ভালভাবে ডিফেন্ড করতে হবে। ওরা আমাদের বিপক্ষে চারটি গোল করেছে, যা একেবারেই ভাল খবর নয়। এর অর্থ আমরা ভালভাবে ডিফেন্ড করতে পারিনি এবং দ্বিতীয় লেগে ডিফেন্সে আমাদের আরও উন্নতি করতে হবে। আমার মতে (ম্যাচের ভাগ্য নির্ধারণে) এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।’
আগামী বুধবার (৪ মে) দ্বিতীয় লেগে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে রিয়াল ও সিটি।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে