Ajker Patrika

শিরোপা জিতেও সন্তুষ্ট নয় ম্যান ইউনাইটেড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ২০
শিরোপা জিতেও সন্তুষ্ট নয় ম্যান ইউনাইটেড

মেজর শিরোপা জয় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এতদিন ছিল ‘সোনার হরিণ।’ অবশেষে গতকাল ওয়েম্বলিতে অধরা শিরোপার স্বাদ পায় ম্যান ইউ। নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপ জেতে রেড ডেভিলরা। তবে ব্রুনো ফার্নান্দেজের কাছে এই জয় যথেষ্ট নয়। আরও শিরোপা জিততে চান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

ওয়েম্বলিতে গতকাল কারাবাও কাপের ফাইনালে অবশ্য বল কম দখলে রাখতে পেরেছিল ম্যান ইউ। ইউনাইটেড বল দখলে রাখতে পেরেছিল রেখেছিল ৩৮ শতাংশ। তবে নিউক্যাসলের লক্ষ্য বরাবর শট করেছিল ১০টি। যার মধ্যে গোল হয়েছে দুটি এবং দুটো গোলই হয়েছে প্রথমার্ধে। ৩৩ মিনিটে কাসেমিরো ও ৩৯ মিনিটে গোল করেন মার্কাস রাশফোর্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে কারাবাও কাপ নিজেদের করে নেয় ম্যান ইউ। ২০১৭ এর ইউরোপা লিগের পর গতকাল মেজর শিরোপা জিতেছে রেড ডেভিলরা।

৬ বছর পর শিরোপা জয়ও কম মনে হচ্ছে ফার্নান্দেজের। ম্যান ইউর হয়ে আরও শিরোপা জিততে চান তিনি। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে রেড ডেভিলদের এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘এই অনুভূতি অসাধারণ। এই মুহূর্তর জন্য আমরা অপেক্ষা করছিলাম। ভক্তরা এবং ক্লাবের আমরা সবাই অবশেষে প্রাপ্য ট্রফি পেলাম। মৌসুমের প্রথম ট্রফি আমরা পেলাম। তবে এটা ক্লাবের জন্য যথেষ্ট না। আমরা আরও চাই। আমরা যে মানের ফুটবল খেলছি, তাতে আমাদের আরও ট্রফি প্রাপ্য।’

টেন হাগের অধীনে বেশ দারুণ খেলছে ম্যান ইউ। এই বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে ইউনাইটেড। জিতেছে ১২ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে ও ১ ম্যাচ হেরেছে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে ইউনাইটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত