Ajker Patrika

শাস্তি যেন পিছু ছাড়ছে না বার্সা কোচের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৬
শাস্তি যেন পিছু ছাড়ছে না বার্সা কোচের

একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। নানা বিতর্ক, মাঠের হতশ্রী পারফরম্যান্সের পর এবার যোগ হয়েছে কাতালান দলটির কোচ রোনাল্ড কোমানের নিষেধাজ্ঞা। 

পরশু কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সা। ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড পান স্প্যানিশ ক্লাবটির কোচ কোমান। লাল কার্ডের পর স্বাভাবিকভাবে এক ম্যাচ ডাগআউটে থাকতে পারবেন না ৫৮ বছর বয়সী এই ডাচ কোচ। 

তবে এই শাস্তির সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যোগ করেছে আরও এক ম্যাচ। চতুর্থ রেফারির সঙ্গে আক্রমণাত্মক আচরণের জন্য এই বাড়তি শাস্তি পেয়েছেন কোমান। পরশু ম্যাচ শেষে অবশ্য লাল কার্ড নিয়ে ক্ষোভ ঝেড়েছেন কোমান। তাঁর দাবি ছিল, কার্ড পাওয়ার মতো কিছু করেননি তিনি। 

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোমান বলেছিলেন, ‘ধীরস্থির থেকেই আমি রেফারির সঙ্গে কথা বলছিলাম। আমি স্রেফ চতুর্থ অফিশিয়ালকে বলেছিলাম মাঠে দুটি বল।’ এ দেশে (স্পেনে) কোনো কারণ ছাড়াই মাঠ থেকে বের করে দেওয়া হয়। আমি তাকে (রেফারিকে) জিজ্ঞেস করেছিলাম, এটা (লাল কার্ড) কেন? সে জানাল, আমার আচরণ পছন্দ হয়নি। যাই হোক, এটা আমার সমস্যা নয়।’ 

নিষেধাজ্ঞায় পড়ায় বার্সার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পাচ্ছে না কোমানকে। কাল ঘরের মাঠে লেভান্তে ও আগামী রোববার বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ তাই দর্শকসারিতে বসেই দেখতে হবে বার্সা কোচকে। কোমানের আগে কাদিজের বিপক্ষে ম্যাচে জোড়া হলুদ কার্ডের খপ্পরে মাঠ ছাড়তে হয়েছিল মিডফিল্ডার ফ্রেংক ডি ইয়ংকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত