Ajker Patrika

এ কেমন জয় ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক    
ভিনির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল। ছবি: এএফপি
ভিনির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল। ছবি: এএফপি

দারুণ শুরু করা ব্রাজিল একটু পরই ঝিমিয়ে পড়ল। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফিরল কলম্বিয়া। রোমাঞ্চকর ম্যাচ যখন ড্রয়ের পথে, ঠিক তখনই ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ এক গোল। বিআরবি মানে গরিঞ্চা থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দরিভাল জুনিয়রের দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোল জিতল ব্রাজিল।

প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে বার্সেলোনা উইঙ্গার রাফিনহার পেনাল্টিতে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির চার মিনিট আগে সফরকারীদের পক্ষে গোল শোধ করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। তারপর কোনো দলই তেমন সুবিধা করতে পারছিল না। ম্যাচের ৯৯ তম মিনিটে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস।

ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে টানা দুটি ড্রয়ের পর বাছাইয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এক লাফে আপাতত উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ১৩ ম্যাচে ছয় জয়, তিন ড্র ও চার হারে তাদের পয়েন্ট ২১। বাছাইয়ে বাজে শুরু করা দলটি সম্প্রতি ছন্দের দেখা পাচ্ছে। সবশেষ পাঁচ ম্যাচে তারা রয়েছে অপরাজিত।

বল দখলে সামান্য এগিয়ে থাকা ব্রাজিল আক্রমণেও আধিপত্য করে। গোলমুখে তাদের নেওয়া ১৭ শটের সাতটি ছিল লক্ষ্যে। এর মধ্যে বড় সুযোগ ছিল তিনটি, যার দুটিই তারা হাতছাড়া করে। বিপরীতে কলম্বিয়ার গোলমুখে ১০ শট নিয়ে লক্ষ্য রাখতে পারে তিনটি।

ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে লিড পাইয়ে দেন রাফিনিয়া। ডি-বক্সে ভিনিসিয়ুসকে প্রতিপক্ষের ডিফেন্ডার দানিয়েল মুনোজ ফাউল করায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। ৪১ মিনিটে লড়াইয়ে সমতা ফেরান দিয়াজ। এই গোলে দায় আছে ব্রাজিলের বদলি মিডফিল্ডার জোয়েলিন্তনের। নিজেদের ডি-বক্সের বাইরে তিনি জেফারসন লার্মার কাছে বল হারান। তারপর হামেস রদ্রিগেজের পা ঘুরে পাওয়া বল আড়াআড়ি শটে জালে পাঠান দিয়াজ।

বিরতি থেকে ফিরে প্রথম সুযোগ পায় স্বাগতিকেরা। ৪৭ মিনিটে ভিনিসিয়ুসের শট আটকে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। সাত মিনিট পর জোড়া সেভে তিনি স্কোরলাইন রাখেন আগের অবস্থায়। রাফিনিয়ার পর ভিনিসিয়ুসের শটও রুখে দেন। ১০ মিনিট পর ব্রাজিলের জালে বল প্রবেশ করলেও তা বাতিল হয় অফসাইডের কারণে।

৭১ মিনিটে বলের দখল নিতে গিয়ে মাথায় আঘাত পান অ্যালিসন ও দেভিনসন সানচেজ। কিছুটা সময় মাঠে শুয়ে থেকে শুশ্রূষা নেন দুজনই। তবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি কারও পক্ষে। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ার ডিফেন্ডার সানচেজ। হেঁটে মাঠ থেকে বের হওয়া ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকারের জায়গায় সুযোগ পান বেন্তো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিছু সময় খেলা বন্ধ থাকায় পরে ১০ মিনিট যোগ করেন রেফারি।

ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই জ্বলে ওঠেন ভিনিসিয়ুস। তার আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়া ভার্গাসকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল। মাঝপথে লার্মার হেডে বল দিক না পাল্টালে হয়তো নাগালেই পেতেন গোলরক্ষক। কিছুক্ষণ পর বেজে ওঠে শেষ বাঁশি। সেলসাওদের ঠিক ওপরে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলেও শীর্ষে থাকা বর্তমান বিশ্বকাপজয়ীদের অর্জন ২৫ পয়েন্ট। তিনে নেমে যাওয়া উরুগুয়ের পয়েন্ট সমান ম্যাচে ২০। বাংলাদেশ সময় অনুসারে, আগামীকাল ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ছয়ে নেমে যাওয়া কলম্বিয়ার অর্জন ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত