Ajker Patrika

উন্মোচিত হলো এশিয়া কাপের বাংলাদেশ দলের জার্সি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় হকি দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। ছবি: আইএসপিআর
রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় হকি দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। ছবি: আইএসপিআর

ভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিকেলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে মালয়েশিয়া, কোরিয়া ও চাইনিজ তাইপের বিপক্ষে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।

আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে ৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প হয়েছে। অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন খেলোয়াড়দের উদ্দেশে শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি জাতীয় দলের ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ