এবারের মৌসুমে কঠিন সময় পার করছে লিভারপুল। গত কয়েক মৌসুমের ছন্দ হারিয়ে নিজেদের খুঁজছে তারা। গতকাল নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়ের আগে এবারের লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছিল দলটি। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে অস্বস্তিতে ছিলেন লিভারপুলের কোচসহ স্টাফরা।
তাই গতকাল টানা দ্বিতীয় জয়ে স্বস্তি অনুভব করছেন বলে জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষ তিনি বলেছেন, ‘যখন আপনি সেরা মুহূর্তে না থাকবেন, তখন আপনাকে লড়াই করতে হবে এবং আমরাও এটিই করেছি। টানা দ্বিতীয় জয় পাওয়ায় সত্যি বলছি খুব ভালো লাগছে। এই মৌসুমে এর আগে আমরা এমনটি করতে পারিনি বলে আমাদের জন্য ভালো দিন।’
নিউক্যাসলের মাঠে ১৭ মিনিটে ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের গোলরক্ষক নিক পোপ লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে রূপ নেয় স্বাগতিকেরা। ফলে কালকের ম্যাচে অল রেডদের জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিপক্ষদের বাগে পেয়েও আর কোনো গোল করতে পারেনি মোহাম্মদ সালাহ, কোডি গাকপোরা। দলের হয়ে গোল দুটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া ডারউইন নুনেজ ও গাকপো।
পরে ব্যবধান বাড়াতে না পারলেও জয়ে খুশি লিভারপুল। এই জয়ে এবারের মৌসুমে দশম জয় পেয়েছে দলটি। ২২ ম্যাচে ৩৫ পয়েন্টে তালিকায় আটে আছে তারা। ভবিষ্যতে আরও ম্যাচ জয়ে তালিকার ওপরে উঠে আসার ইঙ্গিত দিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘আমরা প্রতিযোগিতায় আছি এমনটা বলা ভুল হবে। তবে অবশ্যই আমরা লড়াই চালিয়ে যাব এবং সামনে কী অপেক্ষা করছে তা দেখব।’
এবারের মৌসুমে কঠিন সময় পার করছে লিভারপুল। গত কয়েক মৌসুমের ছন্দ হারিয়ে নিজেদের খুঁজছে তারা। গতকাল নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়ের আগে এবারের লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছিল দলটি। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে অস্বস্তিতে ছিলেন লিভারপুলের কোচসহ স্টাফরা।
তাই গতকাল টানা দ্বিতীয় জয়ে স্বস্তি অনুভব করছেন বলে জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষ তিনি বলেছেন, ‘যখন আপনি সেরা মুহূর্তে না থাকবেন, তখন আপনাকে লড়াই করতে হবে এবং আমরাও এটিই করেছি। টানা দ্বিতীয় জয় পাওয়ায় সত্যি বলছি খুব ভালো লাগছে। এই মৌসুমে এর আগে আমরা এমনটি করতে পারিনি বলে আমাদের জন্য ভালো দিন।’
নিউক্যাসলের মাঠে ১৭ মিনিটে ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের গোলরক্ষক নিক পোপ লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে রূপ নেয় স্বাগতিকেরা। ফলে কালকের ম্যাচে অল রেডদের জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিপক্ষদের বাগে পেয়েও আর কোনো গোল করতে পারেনি মোহাম্মদ সালাহ, কোডি গাকপোরা। দলের হয়ে গোল দুটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া ডারউইন নুনেজ ও গাকপো।
পরে ব্যবধান বাড়াতে না পারলেও জয়ে খুশি লিভারপুল। এই জয়ে এবারের মৌসুমে দশম জয় পেয়েছে দলটি। ২২ ম্যাচে ৩৫ পয়েন্টে তালিকায় আটে আছে তারা। ভবিষ্যতে আরও ম্যাচ জয়ে তালিকার ওপরে উঠে আসার ইঙ্গিত দিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘আমরা প্রতিযোগিতায় আছি এমনটা বলা ভুল হবে। তবে অবশ্যই আমরা লড়াই চালিয়ে যাব এবং সামনে কী অপেক্ষা করছে তা দেখব।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১০ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১১ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১১ ঘণ্টা আগে