ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ ছেড়েছেন অনেক আগে। সৌদি আরবের আল নাসরে এরই মধ্যে ২৮ মাস কাটিয়ে দিয়েছেন। একের পর এক গোল করছেন তিনি। এবার পর্তুগিজ ফরোয়ার্ডের সৌদি ছেড়ে ব্রাজিলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। নতুন চুক্তির ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। এর মধ্যে রোনালদোর ক্লাব বদলানোর গুঞ্জন শুরু হয়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের এক ক্লাবের কাছ থেকে পর্তুগিজ ফরোয়ার্ড লোভনীয় প্রস্তাব পেয়েছেন। তবে রোনালদোকে কোন ক্লাব প্রস্তাব দিয়েছে, সেটা মার্কা উল্লেখ করেনি। এ বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া কথা বলেছেন রোনালদোর ব্রাজিলে যাওয়া নিয়ে। পাভিয়া কথা প্রসঙ্গে বড়দিনের কথা উল্লেখ করেছেন।বোতাফোগো কোচ বলেন, ‘বড়দিন শুধু ডিসেম্বরেই আসে। কিন্তু সে যদি আসে, তাহলে এমন তারকাকে তো না বলা যাচ্ছে না। কিছুই তো জানি না। প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি শুধু। কোচেরা তো সব সময় সেরা খেলোয়াড়কেই চান।’
বয়স ৪০ পেরোলেও পাল্লা দিয়ে পারফর্ম করছেন রোনালদো। ২০২৪-২৫ মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে করেছেন ৩৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। ছন্দে থাকা পর্তুগিজ এই ফরোয়ার্ডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাভিয়া। বোতাফোগো কোচ বলেন, ‘বয়স হওয়ার পরও সে গোলমেশিন। এমন কোনো দলে যখন একাধিক সুযোগ তৈরি হয়, সেখানে তো সে ভালো খেলবে।’
২০২৩ সালের শুরুতে আলোড়ন তুলে সৌদি আরবের ক্লাব আল নাসরে আসেন রোনালদো। ২৮ মাসে সৌদি ক্লাবের জার্সিতে ১০৩ ম্যাচে ৯১ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। ২০২৩ আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো শিরোপা সৌদিতে জিততে পারেননি তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া ছাড়া রোনালদো আর কিছুই আল নাসরে করতে পারেননি। এ বছরের ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা এএফপিকে সেদিন জানিয়েছিলেন, চুক্তিটির ব্যাপারে বিস্তারিত কদিনের মধ্যেই জানা যাবে।
ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ ছেড়েছেন অনেক আগে। সৌদি আরবের আল নাসরে এরই মধ্যে ২৮ মাস কাটিয়ে দিয়েছেন। একের পর এক গোল করছেন তিনি। এবার পর্তুগিজ ফরোয়ার্ডের সৌদি ছেড়ে ব্রাজিলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। নতুন চুক্তির ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। এর মধ্যে রোনালদোর ক্লাব বদলানোর গুঞ্জন শুরু হয়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের এক ক্লাবের কাছ থেকে পর্তুগিজ ফরোয়ার্ড লোভনীয় প্রস্তাব পেয়েছেন। তবে রোনালদোকে কোন ক্লাব প্রস্তাব দিয়েছে, সেটা মার্কা উল্লেখ করেনি। এ বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া কথা বলেছেন রোনালদোর ব্রাজিলে যাওয়া নিয়ে। পাভিয়া কথা প্রসঙ্গে বড়দিনের কথা উল্লেখ করেছেন।বোতাফোগো কোচ বলেন, ‘বড়দিন শুধু ডিসেম্বরেই আসে। কিন্তু সে যদি আসে, তাহলে এমন তারকাকে তো না বলা যাচ্ছে না। কিছুই তো জানি না। প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি শুধু। কোচেরা তো সব সময় সেরা খেলোয়াড়কেই চান।’
বয়স ৪০ পেরোলেও পাল্লা দিয়ে পারফর্ম করছেন রোনালদো। ২০২৪-২৫ মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে করেছেন ৩৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। ছন্দে থাকা পর্তুগিজ এই ফরোয়ার্ডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাভিয়া। বোতাফোগো কোচ বলেন, ‘বয়স হওয়ার পরও সে গোলমেশিন। এমন কোনো দলে যখন একাধিক সুযোগ তৈরি হয়, সেখানে তো সে ভালো খেলবে।’
২০২৩ সালের শুরুতে আলোড়ন তুলে সৌদি আরবের ক্লাব আল নাসরে আসেন রোনালদো। ২৮ মাসে সৌদি ক্লাবের জার্সিতে ১০৩ ম্যাচে ৯১ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। ২০২৩ আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো শিরোপা সৌদিতে জিততে পারেননি তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া ছাড়া রোনালদো আর কিছুই আল নাসরে করতে পারেননি। এ বছরের ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা এএফপিকে সেদিন জানিয়েছিলেন, চুক্তিটির ব্যাপারে বিস্তারিত কদিনের মধ্যেই জানা যাবে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে