নাপোলির বাইরে বোকা জুনিয়র্স আর বার্সেলোনায় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তিকে সম্মান জানাতে গত রাতে সৌদি আরবে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। ছন্দহীন বার্সা জিততে পারল না এখানেও। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্রয়ের পর ৪-২ গোলের শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স।
রিয়াদের এমরাসুল পার্কে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল এই দুই দল। যেখানে জয়ী দল ম্যারাডোনার দেশের ক্লাব বোকা জুনিয়র্স। দলের নিয়মিত খেলোয়াড়দের ছাড়া দ্বিতীয় সারির দল নিয়ে নেমেছিল বার্সা। বার্সার বেঞ্চ গরম করা খেলোয়াড় ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ।
২০১৫ সালের পর এই ম্যাচ দিয়ে আবারও বার্সার জার্সিতে মাঠে নেমেছিলেন ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। এমন মিশ্র এক একাদশ নিয়ে ম্যাচের শুরুর লিড পেয়েছিল কাতালানরাই। তবে ধরে রাখতে পারেনি।
৭৭ মিনিটে এজেকিয়েল জেবায়োস গোল করে বোকা জুনিয়র্সকে সমতায় ফেরান। পরে আর গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি আউটে। যেখানে বোকা জুনিয়র্সের সবাই গোল করেন। কিন্তু বার্সার মাথিয়াস পেরেরা ও গুলিয়াম জাইমির বল জালে জড়াতে ব্যর্থ হন। মাথিয়াসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গুলিয়াম তাঁর শট লক্ষ্যেই রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা জুনিয়র্স।
নাপোলির বাইরে বোকা জুনিয়র্স আর বার্সেলোনায় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তিকে সম্মান জানাতে গত রাতে সৌদি আরবে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। ছন্দহীন বার্সা জিততে পারল না এখানেও। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্রয়ের পর ৪-২ গোলের শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স।
রিয়াদের এমরাসুল পার্কে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল এই দুই দল। যেখানে জয়ী দল ম্যারাডোনার দেশের ক্লাব বোকা জুনিয়র্স। দলের নিয়মিত খেলোয়াড়দের ছাড়া দ্বিতীয় সারির দল নিয়ে নেমেছিল বার্সা। বার্সার বেঞ্চ গরম করা খেলোয়াড় ও বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ।
২০১৫ সালের পর এই ম্যাচ দিয়ে আবারও বার্সার জার্সিতে মাঠে নেমেছিলেন ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। এমন মিশ্র এক একাদশ নিয়ে ম্যাচের শুরুর লিড পেয়েছিল কাতালানরাই। তবে ধরে রাখতে পারেনি।
৭৭ মিনিটে এজেকিয়েল জেবায়োস গোল করে বোকা জুনিয়র্সকে সমতায় ফেরান। পরে আর গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি আউটে। যেখানে বোকা জুনিয়র্সের সবাই গোল করেন। কিন্তু বার্সার মাথিয়াস পেরেরা ও গুলিয়াম জাইমির বল জালে জড়াতে ব্যর্থ হন। মাথিয়াসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গুলিয়াম তাঁর শট লক্ষ্যেই রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা জুনিয়র্স।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা...
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব এর আগেও কয়েকবার পেয়েছেন সমিত সোম। কিন্তু কখনোই সবুজ সংকেত দেননি। গত মার্চে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে খেলতে দেখার পর বদল আসে তাঁর ভাবনায়। নিজেকে বলতে শুরু করেন, ‘প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি পারেন, তাহলে আমি কেন নয়।’
৯ ঘণ্টা আগেদুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
১০ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
১৩ ঘণ্টা আগে