‘কীর্তিমানের মৃত্যু নাই’—পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথার সারমর্ম যেন এটাই। কাফুর মতে, পেলে না ফেরার দেশে চলে গেলেও কীর্তিতে তিনি অমর হয়ে থাকবেন।
গত কয়েক বছর হাসপাতাল যেন পেলের ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে গিয়েছিল। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গতকাল ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে নিয়ে টুইট করেন তাঁরই স্বদেশি ফুটবলার কাফু। কিংবদন্তি ফুটবলারকে ‘রাজা’ বলে সম্বোধন করে কাফু লিখেছেন, ‘পেলে কখনো মরবেন না। পেলে শাশ্বত। পেলে রাজা। পেলে অদ্বিতীয়। তিনি বেঁচে থাকবেন তাঁর দুর্দান্ত সব গোলে। আমরা পেলে ও তাঁর প্রজন্মের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি। শান্তিতে থাকবেন ভাই আমার।’
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। পেলের শেষকৃত্য হবে ২০২৩-এর ২ জানুয়ারি । দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা শেষ হবে পরদিন একই সময়ে। সান্তোসে নিয়ে যাওয়া হবে পেলের কফিন । এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
‘কীর্তিমানের মৃত্যু নাই’—পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথার সারমর্ম যেন এটাই। কাফুর মতে, পেলে না ফেরার দেশে চলে গেলেও কীর্তিতে তিনি অমর হয়ে থাকবেন।
গত কয়েক বছর হাসপাতাল যেন পেলের ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে গিয়েছিল। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গতকাল ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে নিয়ে টুইট করেন তাঁরই স্বদেশি ফুটবলার কাফু। কিংবদন্তি ফুটবলারকে ‘রাজা’ বলে সম্বোধন করে কাফু লিখেছেন, ‘পেলে কখনো মরবেন না। পেলে শাশ্বত। পেলে রাজা। পেলে অদ্বিতীয়। তিনি বেঁচে থাকবেন তাঁর দুর্দান্ত সব গোলে। আমরা পেলে ও তাঁর প্রজন্মের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি। শান্তিতে থাকবেন ভাই আমার।’
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। পেলের শেষকৃত্য হবে ২০২৩-এর ২ জানুয়ারি । দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা শেষ হবে পরদিন একই সময়ে। সান্তোসে নিয়ে যাওয়া হবে পেলের কফিন । এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে