‘কীর্তিমানের মৃত্যু নাই’—পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথার সারমর্ম যেন এটাই। কাফুর মতে, পেলে না ফেরার দেশে চলে গেলেও কীর্তিতে তিনি অমর হয়ে থাকবেন।
গত কয়েক বছর হাসপাতাল যেন পেলের ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে গিয়েছিল। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গতকাল ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে নিয়ে টুইট করেন তাঁরই স্বদেশি ফুটবলার কাফু। কিংবদন্তি ফুটবলারকে ‘রাজা’ বলে সম্বোধন করে কাফু লিখেছেন, ‘পেলে কখনো মরবেন না। পেলে শাশ্বত। পেলে রাজা। পেলে অদ্বিতীয়। তিনি বেঁচে থাকবেন তাঁর দুর্দান্ত সব গোলে। আমরা পেলে ও তাঁর প্রজন্মের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি। শান্তিতে থাকবেন ভাই আমার।’
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। পেলের শেষকৃত্য হবে ২০২৩-এর ২ জানুয়ারি । দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা শেষ হবে পরদিন একই সময়ে। সান্তোসে নিয়ে যাওয়া হবে পেলের কফিন । এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
‘কীর্তিমানের মৃত্যু নাই’—পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কাফুর কথার সারমর্ম যেন এটাই। কাফুর মতে, পেলে না ফেরার দেশে চলে গেলেও কীর্তিতে তিনি অমর হয়ে থাকবেন।
গত কয়েক বছর হাসপাতাল যেন পেলের ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে গিয়েছিল। এ বছরের ৩০ নভেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। হাসপাতালে বসেই বিশ্বকাপ ফুটবল দেখেছিলেন। অবশেষে এই লড়াইয়ে হার মেনে গতকাল ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে নিয়ে টুইট করেন তাঁরই স্বদেশি ফুটবলার কাফু। কিংবদন্তি ফুটবলারকে ‘রাজা’ বলে সম্বোধন করে কাফু লিখেছেন, ‘পেলে কখনো মরবেন না। পেলে শাশ্বত। পেলে রাজা। পেলে অদ্বিতীয়। তিনি বেঁচে থাকবেন তাঁর দুর্দান্ত সব গোলে। আমরা পেলে ও তাঁর প্রজন্মের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি। শান্তিতে থাকবেন ভাই আমার।’
পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল। পেলের শেষকৃত্য হবে ২০২৩-এর ২ জানুয়ারি । দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে স্থানীয় সময় সকাল ১০টায়, যা শেষ হবে পরদিন একই সময়ে। সান্তোসে নিয়ে যাওয়া হবে পেলের কফিন । এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে