মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারকে। আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার) নিবিড় পর্যবেক্ষণে আছেন ডাচ কিংবদন্তি। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন ফন ডার সার। অসুস্থ হয়ে পড়লে ৫২ বছর বয়সী সাবেক গোলরক্ষককে সেই দেশের এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বস্তির খবর দিয়েছে আয়াক্স। ডাচ ফুটবলের শীর্ষ লিগ ইরেদিভিসির ক্লাবটি জানিয়েছে, ফন ডার সার এখন ‘শঙ্কামুক্ত’। ক্লাবটি জানিয়েছে, ‘আয়াক্সের সবাই এডউইনের দ্রুত আরোগ্য কামনা করছে।’
আয়াক্স ডাচ লিগের গত মৌসুম শেষ করে তৃতীয় স্থানে থেকে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি তাদের। ২০০৯ সালের পর এবারই ইউরোপের ক্লাব যুদ্ধে দেখা যাবে না আয়াক্সকে। এই ব্যর্থতার দায় নিয়ে গত মে মাসে ফন ডার সার ক্লাবটির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।
২০১১ সালে ইউনাইটেড থেকে বুটজোড়া তোলে রাখেন ফন দের সার। ২০১২ সালে আয়াক্সের বোর্ডে যোগ দেন তিনি। এর পাঁচ বছর পর ক্লাবটির প্রধান নির্বাহী হোন।
ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছেন ফন ডার সার। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এই কিংবদন্তি গোলরক্ষক প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আ’য় খেলেছেন জুভেন্টাসের হয়ে।
মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারকে। আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার) নিবিড় পর্যবেক্ষণে আছেন ডাচ কিংবদন্তি। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন ফন ডার সার। অসুস্থ হয়ে পড়লে ৫২ বছর বয়সী সাবেক গোলরক্ষককে সেই দেশের এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বস্তির খবর দিয়েছে আয়াক্স। ডাচ ফুটবলের শীর্ষ লিগ ইরেদিভিসির ক্লাবটি জানিয়েছে, ফন ডার সার এখন ‘শঙ্কামুক্ত’। ক্লাবটি জানিয়েছে, ‘আয়াক্সের সবাই এডউইনের দ্রুত আরোগ্য কামনা করছে।’
আয়াক্স ডাচ লিগের গত মৌসুম শেষ করে তৃতীয় স্থানে থেকে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি তাদের। ২০০৯ সালের পর এবারই ইউরোপের ক্লাব যুদ্ধে দেখা যাবে না আয়াক্সকে। এই ব্যর্থতার দায় নিয়ে গত মে মাসে ফন ডার সার ক্লাবটির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।
২০১১ সালে ইউনাইটেড থেকে বুটজোড়া তোলে রাখেন ফন দের সার। ২০১২ সালে আয়াক্সের বোর্ডে যোগ দেন তিনি। এর পাঁচ বছর পর ক্লাবটির প্রধান নির্বাহী হোন।
ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছেন ফন ডার সার। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এই কিংবদন্তি গোলরক্ষক প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আ’য় খেলেছেন জুভেন্টাসের হয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে