ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গত রাতে উলভসকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। এই বেলজিয়ান মিডফিল্ডার হ্যাটট্রিক করার পর উদ্যাপনটা করেছেন আর্লিং হালান্ডের মতো। যেন হালান্ডকে সিটিতে স্বাগত জানাতেই ডি ব্রুইনের এমন প্রয়াস। পরে অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা।
প্রথমার্ধের ২৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডি ব্রুইন। উদ্যাপনের জন্য বেছে নিলেন হালান্ডের সেই আইকোনিক ভঙ্গি। গোল করার পর হালান্ড যেভাবে বুড়ো আঙুল ও তর্জনী বাকিয়ে উদ্যাপন করেন, ডি ব্রুইন দাঁড়িয়েই তেমনটা করলেন। এক দিন আগেই নরওয়েজিয়ান স্ট্রাইকার সিটিতে নাম লিখিয়েছেন। অনেকেই তাই ভেবেছেন ডি ব্রুইনের উদ্যাপনের মূল কারণ হয়তো এটাই।
ম্যাচ শেষে ডি ব্রুইন শোনালেন ভিন্ন কথা,‘কয়েকটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছে এটা (উদ্যাপন)) হরলান্ডের জন্য ছিল কি না? তিন গোল করায় এটা করেছি। এটা তো হয়ই না! তবে চার গোল করা সব সময়ই বিশেষ কিছু। সত্যি বলতে, গোল পাঁচটা হওয়া উচিত ছিল।’
ম্যাচে ডি ব্রুইন আরেকটি রেকর্ডও গড়েছেন। সিটির ২০০ গোলে তিমি অবদান রেখেছেন। এর মধ্যে ৮৪ গোল নিজে প্রত্যক্ষ ভাবে করেছেন। আর বাকি ১১৬ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। ডি ব্রুইনের এই ঝলমলে পারফরম্যান্সের রাতে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল সিটিজেনরা। সমান ৩৬ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের চেয়ে গোল ব্যবধানে ৭টি। বাকি দুই ম্যাচে কোনো অঘটন না ঘটলে লিগ জয় এখন শুধু সময়ের ব্যাপার।
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গত রাতে উলভসকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের সমস্ত আলো কেড়ে নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। এই বেলজিয়ান মিডফিল্ডার হ্যাটট্রিক করার পর উদ্যাপনটা করেছেন আর্লিং হালান্ডের মতো। যেন হালান্ডকে সিটিতে স্বাগত জানাতেই ডি ব্রুইনের এমন প্রয়াস। পরে অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা।
প্রথমার্ধের ২৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডি ব্রুইন। উদ্যাপনের জন্য বেছে নিলেন হালান্ডের সেই আইকোনিক ভঙ্গি। গোল করার পর হালান্ড যেভাবে বুড়ো আঙুল ও তর্জনী বাকিয়ে উদ্যাপন করেন, ডি ব্রুইন দাঁড়িয়েই তেমনটা করলেন। এক দিন আগেই নরওয়েজিয়ান স্ট্রাইকার সিটিতে নাম লিখিয়েছেন। অনেকেই তাই ভেবেছেন ডি ব্রুইনের উদ্যাপনের মূল কারণ হয়তো এটাই।
ম্যাচ শেষে ডি ব্রুইন শোনালেন ভিন্ন কথা,‘কয়েকটি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছে এটা (উদ্যাপন)) হরলান্ডের জন্য ছিল কি না? তিন গোল করায় এটা করেছি। এটা তো হয়ই না! তবে চার গোল করা সব সময়ই বিশেষ কিছু। সত্যি বলতে, গোল পাঁচটা হওয়া উচিত ছিল।’
ম্যাচে ডি ব্রুইন আরেকটি রেকর্ডও গড়েছেন। সিটির ২০০ গোলে তিমি অবদান রেখেছেন। এর মধ্যে ৮৪ গোল নিজে প্রত্যক্ষ ভাবে করেছেন। আর বাকি ১১৬ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। ডি ব্রুইনের এই ঝলমলে পারফরম্যান্সের রাতে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল সিটিজেনরা। সমান ৩৬ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে গার্দিওলার শিষ্যরা। লিভারপুলের চেয়ে গোল ব্যবধানে ৭টি। বাকি দুই ম্যাচে কোনো অঘটন না ঘটলে লিগ জয় এখন শুধু সময়ের ব্যাপার।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৭ ঘণ্টা আগে