ম্যাচ হারলে রেফারি, আম্পায়ারদের ওপর দোষারোপ করার ঘটনা দেখা যায় হরহামেশাই। অনেক সময় লাল কার্ড বা হলুদ কার্ডে ম্যাচের মোড় ঘুরে যায়। সেখানে স্পেনের সার্জিও বুসকেতসকে ব্যতিক্রমী চরিত্রই বলতে হবে।
লিওনেল মেসি, বুসকেতস, লুইস সুয়ারেজ, জর্দি আলবা—বার্সেলোনার সাবেক ফুটবলারদের পুনর্মিলনী হয়েছে ইন্টার মায়ামিতে। সেখানে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে গত ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি হয় এলএ গ্যালাক্সি ও ইন্টার মায়ামি। ম্যাচে ৪৬ মিনিটে একবার হলুদ কার্ড দেখেন এলএ গ্যালাক্সির মিডফিল্ডার মার্ক দেলগাদো। দেলগাদো ৮৭ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড, যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এটা নিয়েই বিতর্ক রয়েছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বলের দখল নিতে গিয়ে একে অন্যের সঙ্গে লেগে যায় বুসকেতস ও দেলগাদোর। ভিডিওর ক্যাপশন ছিল, ‘এটা তাহলে দ্বিতীয় হলুদ কার্ড’। ফাউলের প্রসঙ্গে বুসকেতস বলেন, ‘হ্যাঁ। সেখানে হালকা একটু ধাক্কা লেগেছে। খুবই হালকা ছিল। তবে কার্ডের সিদ্ধান্ত রেফারিরই ছিল। বাস্তবিক অর্থে সত্যিই এমনটা দেখিনি যে সে কার্ড দেখবে। কারণ সে পড়ে গিয়েছিল এবং সে-ই সঠিক। সম্ভবত এটা কার্ডও হয় না। খুবই হালকা একটা ফাউল হয়েছে যেখানে আমার সঙ্গে ধাক্কা লেগেছে।’
দেয়ান জোবেলিচের ৭৫ মিনিটের গোলে সেই ম্যাচে ১-০ গোলে প্রথমে এগিয়ে যায় এলএ গ্যালাক্সি। ৮৭ মিনিটে এলএ গ্যালাক্সি দশ জনের দলে পরিণত হওয়ার পরই সমতায় ফেরে ইন্টার মায়ামি। অতিরিক্ত সময়ের ২ মিনিটে মায়ামির সমতাসূচক গোল করেন মেসি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এলএ গ্যালাক্সি-ইন্টার মায়ামি ম্যাচ। লাল কার্ডের কোনো প্রভাব ছিল কি না সে প্রসঙ্গে বুসকেতস বলেন, ‘ম্যাচে যে পরিস্থিতি ছিল, আমি নিশ্চিত যে এটাই। কারণ সে চলে যাওয়ার পরই গোলটা হয়েছে। এক খেলোয়াড় কম নিয়ে খেলাটাই অনুপ্রেরণা যোগাবে। তবে এটা রেফারির সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের করার কিছু থাকে না।’ রিয়াল সল্ট লেককে ২-০ গোলে এবারের এমএলএস শুরু করেছিল ইন্টার মায়ামি। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচ হারেনি মায়ামি। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্টে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
ম্যাচ হারলে রেফারি, আম্পায়ারদের ওপর দোষারোপ করার ঘটনা দেখা যায় হরহামেশাই। অনেক সময় লাল কার্ড বা হলুদ কার্ডে ম্যাচের মোড় ঘুরে যায়। সেখানে স্পেনের সার্জিও বুসকেতসকে ব্যতিক্রমী চরিত্রই বলতে হবে।
লিওনেল মেসি, বুসকেতস, লুইস সুয়ারেজ, জর্দি আলবা—বার্সেলোনার সাবেক ফুটবলারদের পুনর্মিলনী হয়েছে ইন্টার মায়ামিতে। সেখানে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে গত ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি হয় এলএ গ্যালাক্সি ও ইন্টার মায়ামি। ম্যাচে ৪৬ মিনিটে একবার হলুদ কার্ড দেখেন এলএ গ্যালাক্সির মিডফিল্ডার মার্ক দেলগাদো। দেলগাদো ৮৭ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড, যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এটা নিয়েই বিতর্ক রয়েছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বলের দখল নিতে গিয়ে একে অন্যের সঙ্গে লেগে যায় বুসকেতস ও দেলগাদোর। ভিডিওর ক্যাপশন ছিল, ‘এটা তাহলে দ্বিতীয় হলুদ কার্ড’। ফাউলের প্রসঙ্গে বুসকেতস বলেন, ‘হ্যাঁ। সেখানে হালকা একটু ধাক্কা লেগেছে। খুবই হালকা ছিল। তবে কার্ডের সিদ্ধান্ত রেফারিরই ছিল। বাস্তবিক অর্থে সত্যিই এমনটা দেখিনি যে সে কার্ড দেখবে। কারণ সে পড়ে গিয়েছিল এবং সে-ই সঠিক। সম্ভবত এটা কার্ডও হয় না। খুবই হালকা একটা ফাউল হয়েছে যেখানে আমার সঙ্গে ধাক্কা লেগেছে।’
দেয়ান জোবেলিচের ৭৫ মিনিটের গোলে সেই ম্যাচে ১-০ গোলে প্রথমে এগিয়ে যায় এলএ গ্যালাক্সি। ৮৭ মিনিটে এলএ গ্যালাক্সি দশ জনের দলে পরিণত হওয়ার পরই সমতায় ফেরে ইন্টার মায়ামি। অতিরিক্ত সময়ের ২ মিনিটে মায়ামির সমতাসূচক গোল করেন মেসি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এলএ গ্যালাক্সি-ইন্টার মায়ামি ম্যাচ। লাল কার্ডের কোনো প্রভাব ছিল কি না সে প্রসঙ্গে বুসকেতস বলেন, ‘ম্যাচে যে পরিস্থিতি ছিল, আমি নিশ্চিত যে এটাই। কারণ সে চলে যাওয়ার পরই গোলটা হয়েছে। এক খেলোয়াড় কম নিয়ে খেলাটাই অনুপ্রেরণা যোগাবে। তবে এটা রেফারির সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের করার কিছু থাকে না।’ রিয়াল সল্ট লেককে ২-০ গোলে এবারের এমএলএস শুরু করেছিল ইন্টার মায়ামি। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচ হারেনি মায়ামি। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্টে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে