Ajker Patrika

জার্মানির টানা হারে হতাশ কোচ ফ্লিক

জার্মানির টানা হারে হতাশ কোচ ফ্লিক

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর থেকেই ছন্দহীন জার্মানি। কাতার বিশ্বকাপের পর খেলা পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। সর্বশেষ চার ম্যাচে তারা জয়হীন।

গতকালের হার জার্মানির ক্ষতটা আরও বাড়িয়ে দিয়েছে। প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছে তারা। এভাবে ম্যাচ হারায় বেশ হতাশ হ্যান্সি ফ্লিক। জার্মান কোচের মতে, এই মুহূর্তে কিছু বলার নেই তাঁর।

ম্যাচ শেষে ফ্লিক বলেছেন, ‘অবশ্যই হতাশ হয়েছি। আমরা যা করতে চেয়েছিলাম তা প্রয়োগ করতে না পারায়। আমরা এমন কিছু করতে চেয়েছিলাম কিন্তু তা উল্টো হয়েছে। আমার কিছু বলার নেই। এই মুহূর্তে যুক্তি আমাদের পক্ষে নেই। আমাদের বিশ্লেষণ করতে হবে এবং ছক কষতে হবে।’

প্রীতি ম্যাচের জয়টি জার্মানির বিপক্ষে কলম্বিয়ার প্রথম জয়। এর আগে চার ম্যাচ খেললে দুটি হারের বিপরীতে সমান ড্র করেছিল তারা। গতকাল প্রথমার্ধে গোল শূন্য ড্র হলেও বিরতির পর ২-০ গোলের জয় পায় কলম্বিয়া। ৫৪ মিনিটে হেডে দলকে প্রথম লিড এনে লিভারপুল তারকা লুইস দিয়াজ। আর ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দিয়াজকে সহায়তাকারী হুয়ান কুয়াদ্রাদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত