ক্রীড়া ডেস্ক

নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু তাঁকে নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনার শিকার হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ভক্ত-সমর্থকদের অনেকেই আনচেলত্তির ব্রাজিলের হঠাৎ কোচ হওয়ার বিষয়টি মানতে পারেননি।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ২০২৬-এর জুন পর্যন্ত থাকার কথা ছিল আনচেলত্তির। কিন্তু চুক্তির মেয়াদ ফুরোনোর আগে এ বছরের মে মাসে ব্রাজিলের কোচ হয়ে যান তিনি। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগেই আনচেলত্তি যখন রিয়ালের দায়িত্বে ছিলেন, তখনই শোনা যায় নানা গুঞ্জন। শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ হওয়ার পর রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের অনেকেই হতাশ হয়েছেন।
আনচেলত্তির নিয়োগ নিয়ে বিতর্ক যখন মাথাচাড়া দিয়ে উঠল, তখন এটার ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলের ফুটবলের প্রধান রদ্রিগো কায়েতানো। স্প্যানিশ সংবাদমাধ্যম এল লারগুয়েরোকে দেওয়া এক সাক্ষাৎকারে কায়েতানো বলেন, ‘আপনারা কি মনে করেন ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এমন কিছু করবে যাতে রিয়াল মাদ্রিদ রাজি হবে না? রিয়াল মাদ্রিদের মতো দল ও তাদের ভক্ত-সমর্থকদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এটা সম্ভব হয়েছে এ কারণে যে সিবিএফকে নিজেদের মতো কাজ করার অনুমতি দিয়েছিল। আনচেলত্তি দলের (রিয়াল মাদ্রিদ) সঙ্গে তখনো কাজ করছিল। কারণ, দুইটা ম্যাচ তখন বাকি ছিল। তার চলে যাওয়ার পর আমরা দলের সঙ্গে কথা বলেছি।’
এপ্রিলে আর্সেনালের কাছে হেরে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত কোনো মেজর শিরোপা না জিতেই তাঁকে ছাড়তে হয় রিয়াল। কায়েতানোর দাবি, রিয়ালে থাকা অবস্থায় ব্রাজিলে যোগ দেওয়ার ব্যাপারে তেমন কিছু বলেননি আনচেলত্তি। ব্রাজিল ফুটবলের প্রধান বলেন, ‘আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর তার (আনচেলত্তি) সঙ্গে আমরা দেখা করেছি। রিয়াল মাদ্রিদে যত দিন থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আনচেলত্তি আমাদের সঙ্গে কখনোই কথা বলতে চাননি। আমরা সেই ব্যপারে খুব স্পষ্ট ছিলাম। আমাদের চুক্তি হয়েছিল লা লিগার পরে।’
রিয়ালে আনচেলত্তি কোচিং করিয়েছেন দুই দফায়। তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা লিগা, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ—একগাদা মেজর শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ—ট্রেবল রিয়াল জিতেছে আনচেলত্তির অধীনে। আনচেলত্তির প্রশংসা করে কায়েতানো বলেন, ‘বিশ্বে এখন কার্লো আনচেলত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচ। তিনি সব লিগ জিতেছেন। তাকে পাওয়া আমাদের জন্য অনেক সম্মানের ব্যাপার। এটা তার জন্যও অনেক সম্মানের। কারণ, সবচেয়ে সফল দলকে তিনি কোচিং করাবেন।’
১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন শীর্ষে আর্জেন্টিনা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ। আর্জেন্টিনা, ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে। আর আনচেলত্তির অধীনে ব্রাজিল বাছাইপর্বের দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে।

নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু তাঁকে নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনার শিকার হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ভক্ত-সমর্থকদের অনেকেই আনচেলত্তির ব্রাজিলের হঠাৎ কোচ হওয়ার বিষয়টি মানতে পারেননি।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ২০২৬-এর জুন পর্যন্ত থাকার কথা ছিল আনচেলত্তির। কিন্তু চুক্তির মেয়াদ ফুরোনোর আগে এ বছরের মে মাসে ব্রাজিলের কোচ হয়ে যান তিনি। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগেই আনচেলত্তি যখন রিয়ালের দায়িত্বে ছিলেন, তখনই শোনা যায় নানা গুঞ্জন। শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ হওয়ার পর রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের অনেকেই হতাশ হয়েছেন।
আনচেলত্তির নিয়োগ নিয়ে বিতর্ক যখন মাথাচাড়া দিয়ে উঠল, তখন এটার ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলের ফুটবলের প্রধান রদ্রিগো কায়েতানো। স্প্যানিশ সংবাদমাধ্যম এল লারগুয়েরোকে দেওয়া এক সাক্ষাৎকারে কায়েতানো বলেন, ‘আপনারা কি মনে করেন ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এমন কিছু করবে যাতে রিয়াল মাদ্রিদ রাজি হবে না? রিয়াল মাদ্রিদের মতো দল ও তাদের ভক্ত-সমর্থকদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এটা সম্ভব হয়েছে এ কারণে যে সিবিএফকে নিজেদের মতো কাজ করার অনুমতি দিয়েছিল। আনচেলত্তি দলের (রিয়াল মাদ্রিদ) সঙ্গে তখনো কাজ করছিল। কারণ, দুইটা ম্যাচ তখন বাকি ছিল। তার চলে যাওয়ার পর আমরা দলের সঙ্গে কথা বলেছি।’
এপ্রিলে আর্সেনালের কাছে হেরে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত কোনো মেজর শিরোপা না জিতেই তাঁকে ছাড়তে হয় রিয়াল। কায়েতানোর দাবি, রিয়ালে থাকা অবস্থায় ব্রাজিলে যোগ দেওয়ার ব্যাপারে তেমন কিছু বলেননি আনচেলত্তি। ব্রাজিল ফুটবলের প্রধান বলেন, ‘আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর তার (আনচেলত্তি) সঙ্গে আমরা দেখা করেছি। রিয়াল মাদ্রিদে যত দিন থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আনচেলত্তি আমাদের সঙ্গে কখনোই কথা বলতে চাননি। আমরা সেই ব্যপারে খুব স্পষ্ট ছিলাম। আমাদের চুক্তি হয়েছিল লা লিগার পরে।’
রিয়ালে আনচেলত্তি কোচিং করিয়েছেন দুই দফায়। তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা লিগা, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ—একগাদা মেজর শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ—ট্রেবল রিয়াল জিতেছে আনচেলত্তির অধীনে। আনচেলত্তির প্রশংসা করে কায়েতানো বলেন, ‘বিশ্বে এখন কার্লো আনচেলত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচ। তিনি সব লিগ জিতেছেন। তাকে পাওয়া আমাদের জন্য অনেক সম্মানের ব্যাপার। এটা তার জন্যও অনেক সম্মানের। কারণ, সবচেয়ে সফল দলকে তিনি কোচিং করাবেন।’
১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন শীর্ষে আর্জেন্টিনা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ। আর্জেন্টিনা, ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে। আর আনচেলত্তির অধীনে ব্রাজিল বাছাইপর্বের দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১১ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
১২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
১২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১৩ ঘণ্টা আগে