ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।
দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।
নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’
নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’
ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।
দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।
নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’
নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৪ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩১ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে