শিষ্যদের লিওনেল মেসি অধ্যায় ভুলে সামনে তাকানোর তাগিদ দিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। মৌসুম শুরুর কদিন আগে বলা কোচের কথাটা মনে হচ্ছে ভালোভাবেই নিয়েছেন জেরার্ড পিকে-মার্টিন ব্রাথওয়েটরা। মেসি ছাড়া প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দারুণ জয়ে শুরু করেছেন পিকেরা।
ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে লা লিগার প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ হারিয়েছে বার্সা। মৌসুম শুরুর আগে হুয়ান গাম্পার ট্রফিতেও মেসি ছাড়াই জিতেছিল কোমানের দল। সেই জয়ের পরও পিকে-মেমফিস ডিপাইদের মধ্যে মেসিকে নিয়ে একটা নীরব হাহাকার ছিল। তা দেখেই কি না শিষ্যদের প্রতি কোমানের সামনে তাকানোর ওই বার্তা।
জোড়া গোল করে সোসিয়েদাদের বিপক্ষে বার্সার জয়ের নায়ক ড্যানিশ ফরোয়ার্ড ব্রাথওয়েট। তবে এদিন বার্সা প্রথম এগিয়ে যায় পিকের গোলে। বক্সের বেশ খানিকটা বাইরে ফ্রি কিক পায় কোমানের দল। বার্সায় মেসি যুগের যে অবসান হয়েছে সেটি বোঝাতেই যেন কিকটি নিতে এগিয়ে যান নতুন তারকা ডিপাই। মেসি বার্সা ছাড়ার পর নিজের স্বপ্নভঙ্গের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই মৌসুমে স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখানো এই ডাচ ফরোয়ার্ড।
এ মৌসুমে ডিপাইকে ঘিরে স্বপ্ন বুনছে বার্সা। তিনিও যে দলটাকে এগিয়ে নিতেই এসেছেন সেটা বুঝিয়ে দিয়েছেন দারুণ ফ্রি কিকটায়। ডান প্রান্ত থেকে তাঁর নেওয়া ফ্রি কিকে দারুণ হেডে বার্সাকে এগিয়ে দেন পিকে। শুরু থেকেই গোছানো ফুটবল খেলার সুফল ম্যাচজুড়েই পেয়েছে বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সার দ্বিতীয় গোলটি করেন ব্রাথওয়েট। ডান প্রান্ত থেকে ফ্রাঙ্ক ডি ইয়ংয়ের ক্রস থেকে অসাধারণ হেডে গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও নিজেদের গোছানো খেলার ধারাটা ধরে রাখে বার্সা। তৃতীয় গোলটাও পেয়ে যেতে পারত দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। সে যাত্রায় গোল না পেলেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ম্যাচের ৫৯ মিনিটে ন্যূ ক্যাম্পে বার্সা সমর্থকদের আরেকবার আনন্দে ভাসান ব্রাথওয়েট। ডিপাইয়ের পাস থেকে প্রথমে জর্ডি আলবার শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো। হাতে জমাতে না পারায় বল পেয়ে যান ব্রাথওয়েট। দারুণ এক শটে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।
ব্রাথওয়েটের গোলের মাঝেই আক্রমণের চেষ্টা চালায় সোসিয়েদাদ। তিন গোলে এগিয়ে থেকেও গোলের চেষ্টায় ইতিবাচক ফুটবলই খেলতে থাকেন কোমানের শিষ্যরা। ম্যাচের ধারার বিপরীতে ৩ মিনিটের ব্যবধানে পেয়ে যায় দুই গোলও।
৮২ মিনিটে লোবাতার গোলের পর ৮৫ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে উত্তেজনা তৈরি করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওইয়ারসাবাল। তবে সাময়িক উত্তেজনাটুকু থামিয়ে দেন সার্জিও রবার্তো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বার্সার চতুর্থ গোলটি করেন তিনি।
শিষ্যদের লিওনেল মেসি অধ্যায় ভুলে সামনে তাকানোর তাগিদ দিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। মৌসুম শুরুর কদিন আগে বলা কোচের কথাটা মনে হচ্ছে ভালোভাবেই নিয়েছেন জেরার্ড পিকে-মার্টিন ব্রাথওয়েটরা। মেসি ছাড়া প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দারুণ জয়ে শুরু করেছেন পিকেরা।
ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে লা লিগার প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ হারিয়েছে বার্সা। মৌসুম শুরুর আগে হুয়ান গাম্পার ট্রফিতেও মেসি ছাড়াই জিতেছিল কোমানের দল। সেই জয়ের পরও পিকে-মেমফিস ডিপাইদের মধ্যে মেসিকে নিয়ে একটা নীরব হাহাকার ছিল। তা দেখেই কি না শিষ্যদের প্রতি কোমানের সামনে তাকানোর ওই বার্তা।
জোড়া গোল করে সোসিয়েদাদের বিপক্ষে বার্সার জয়ের নায়ক ড্যানিশ ফরোয়ার্ড ব্রাথওয়েট। তবে এদিন বার্সা প্রথম এগিয়ে যায় পিকের গোলে। বক্সের বেশ খানিকটা বাইরে ফ্রি কিক পায় কোমানের দল। বার্সায় মেসি যুগের যে অবসান হয়েছে সেটি বোঝাতেই যেন কিকটি নিতে এগিয়ে যান নতুন তারকা ডিপাই। মেসি বার্সা ছাড়ার পর নিজের স্বপ্নভঙ্গের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই মৌসুমে স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখানো এই ডাচ ফরোয়ার্ড।
এ মৌসুমে ডিপাইকে ঘিরে স্বপ্ন বুনছে বার্সা। তিনিও যে দলটাকে এগিয়ে নিতেই এসেছেন সেটা বুঝিয়ে দিয়েছেন দারুণ ফ্রি কিকটায়। ডান প্রান্ত থেকে তাঁর নেওয়া ফ্রি কিকে দারুণ হেডে বার্সাকে এগিয়ে দেন পিকে। শুরু থেকেই গোছানো ফুটবল খেলার সুফল ম্যাচজুড়েই পেয়েছে বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সার দ্বিতীয় গোলটি করেন ব্রাথওয়েট। ডান প্রান্ত থেকে ফ্রাঙ্ক ডি ইয়ংয়ের ক্রস থেকে অসাধারণ হেডে গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও নিজেদের গোছানো খেলার ধারাটা ধরে রাখে বার্সা। তৃতীয় গোলটাও পেয়ে যেতে পারত দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। সে যাত্রায় গোল না পেলেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ম্যাচের ৫৯ মিনিটে ন্যূ ক্যাম্পে বার্সা সমর্থকদের আরেকবার আনন্দে ভাসান ব্রাথওয়েট। ডিপাইয়ের পাস থেকে প্রথমে জর্ডি আলবার শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো। হাতে জমাতে না পারায় বল পেয়ে যান ব্রাথওয়েট। দারুণ এক শটে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।
ব্রাথওয়েটের গোলের মাঝেই আক্রমণের চেষ্টা চালায় সোসিয়েদাদ। তিন গোলে এগিয়ে থেকেও গোলের চেষ্টায় ইতিবাচক ফুটবলই খেলতে থাকেন কোমানের শিষ্যরা। ম্যাচের ধারার বিপরীতে ৩ মিনিটের ব্যবধানে পেয়ে যায় দুই গোলও।
৮২ মিনিটে লোবাতার গোলের পর ৮৫ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে উত্তেজনা তৈরি করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওইয়ারসাবাল। তবে সাময়িক উত্তেজনাটুকু থামিয়ে দেন সার্জিও রবার্তো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বার্সার চতুর্থ গোলটি করেন তিনি।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে